Share on WhatsApp Share on Telegram

অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা | Need for an Inclusive Society

Join Our Channels

অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রত্যেক নাগরিককে সমসুযোগ প্রদান করে থাকে। তাই বর্তমান আধুনিক সমাজে অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা (Need for an Inclusive Society) উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

অন্তর্ভুক্তিমূলক সমাজ

অন্তর্ভুক্তিমূলক সমাজ হল এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ, প্রতিবন্ধকতা বিভিন্ন বৈষম্য প্রভৃতি সমস্যা দূরীকরণের মাধ্যমে ব্যক্তিকে সমসুযোগ দান ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা, যার ফলে ব্যক্তি তথা সমাজের আশু উন্নতি সম্ভবপর হয়।

অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা | Need for an Inclusive Society

অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা বহুবিধ। অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা যে সমস্ত দিক থেকে পরিপেক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –

1. ন্যায় বিচার প্রতিষ্ঠা

অন্তর্ভুক্তিমূলক সমাজের মাধ্যমে সমাজ ব্যবস্থার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়। অর্থাৎ এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচারের প্রতি গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। তাই সকল শ্রেণীর মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা বর্তমান।

2. সামাজিকীকরণের সহায়তা

সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে। তাই অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যক্তিকে যথাযথ সামাজিকীকরণে অংশগ্রহণ করতে সহায়তা করে। অন্তর্ভুক্তিমূলক সমাজ সকল শ্রেণীর মানুষকে সামাজিকীকরণের মাধ্যমে সমাজ উপযোগী করে গড়ে তোলে।

3. সমাজে অংশগ্রহণের সুযোগ তৈরি

অন্তর্বর্তীমূলক সমাজের মাধ্যমে সমাজের সকল ব্যক্তিবর্গের সমাজে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে। অর্থাৎ আধুনিক শিক্ষার লক্ষ্য অনুযায়ী একত্রে বসবাস করার শিক্ষা লক্ষ্য পূরণে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিশেষ ভূমিকা পালন করে।

4. সামাজিক সংহতি বা মেলবন্ধন স্থাপন

অন্তর্ভুক্তিমূলক সমাজে জাতি, ধর্ম, বর্ণ, প্রতিবন্ধকতা, ভাষা প্রভৃতি নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণের সুযোগ থাকে। ফলে সামাজিক সংহতি বা মেলবন্ধন স্থাপন করা সম্ভব হয়। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক সমাজে সামাজিক সংহতির মনোভাব পরিলক্ষিত হয়ে থাকে।

5. অর্থনৈতিক বিভাজন হ্রাস

অন্তর্ভুক্তিমূলক সমাজের মাধ্যমে অর্থনৈতিক বিভাজন দূর করা সম্ভব হয়। অর্থাৎ অর্থনৈতিক বিভাজন দূর করার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা বর্তমান।

6. শান্তিপূর্ণ সহাবস্থান

অন্তর্ভুক্তিমূলক সমাজ একটি সুন্দর সমাজ ব্যবস্থার জন্ম দেয়। এর ফলে সমাজে প্রত্যেক সদস্যের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান পরিলক্ষিত হয়ে থাকে। তাই সমাজে একত্রে বসবাসের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিশেষ প্রয়োজনীয়।

7. সমসুযোগ সৃষ্টি

অন্তর্ভুক্তিমূলক সমাজ সমসুযোগ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ সকল শ্রেণীর নাগরিকদের শিক্ষাগত, অর্থনৈতিক, বৃত্তিগত, চাকরি সহ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সমসুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে বা দান করার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক সমাজের বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান। এর ফলে সমাজে অবস্থিত ব্যক্তিবর্গের মধ্যে যে সুপ্ত সম্ভবনা রয়েছে তার বিকশিত হয়ে থাকে।

8. সামাজিক উন্নতি সাধন

অন্তর্ভুক্তিমূলক সমাজের মাধ্যমে অর্থনৈতিক, শিক্ষাগত ও ব্যক্তির মানসিক বিকাশের ফলে সামাজিক উন্নতি সাধন ত্বরান্বিত হয়ে থাকে। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে সামাজিক উন্নতিকে দ্রুত করা সম্ভব হয়।

9. সামাজিক পরিবর্তন

অন্তর্ভুক্তিমূলক সমাজের মাধ্যমে সমাজের বিভিন্ন দিকের দ্রুত পরিবর্তন আনা সম্ভব হয়। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক সমাজে ব্যক্তিগত উন্নতির সাথে সাথে সামাজিক উন্নতির দিকে গুরুত্ব আরোপ করা হয় ফলে সমাজ পরিবর্তন সাধিত হয়। তাই সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা বর্তমান।

10. মানসিকতার পরিবর্তন

অন্তর্ভুক্তিমূলক সমাজে সকল শ্রেণীর মানুষের সমান গুরুত্ব আরোপ করা হয়। ফলে ব্যক্তির মধ্যে মানসিকতার পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ বর্ণভেদ, ধর্মভেদ, অন্ধবিশ্বাস, কুসংস্কার প্রভৃতি দূরীকরণের মাধ্যমে মানসিকতার পরিবর্তন আনা সম্ভব হয়। ফলে মানুষ আরোও বেশি বিজ্ঞানমনস্ক হয়ে থাকে।

11. জাতীয় সংহতি স্থাপন

বর্তমানে সমাজে একটি গুরুতর সমস্যা হল জাতীয় অসংহতি। অন্তর্ভুক্তিমূলক সমাজের মাধ্যমে এই সামাজিক সমস্যা হিসেবে জাতীয় অসংহতি দূরীকরণের মাধ্যমে জাতীয় সংহতি স্থাপন করার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক সমাজের বিশেষ প্রয়োজন।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, অন্তর্ভুক্তিমূলক সমাজের মাধ্যমে সমাজকে অগ্রগতির পথে নিয়ে যাওয়া সম্ভব হয়। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা সম্ভব হয়। তাই জাতীয় বা ব্যক্তির অগ্রগতির ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

তথ্যসূত্র (References)

  • Kar. Chintamani, Exceptional Children Their Psychology and Education. Sterling Publication Pvt. Ltd. New Delhi.
  • Kirk, S. A. Educating Exceptional Children. Oxford IBH. New Delhi.
  • Mangal, S. K. Educating Exceptional Children: An Introduction to Special Education. PHI Learning Pvt. Ltd. New Delhi.
  • Panda, K. C. Education of Exceptional Children. Vikas Publishing House Pvt. Ltd. New Delhi.
  • Internet sources

প্রশ্ন – অন্তর্ভুক্তিমূলক সমাজের উদাহরণ কোনটি?

উত্তর – অন্তর্ভুক্তিমূলক সমাজের উদাহরণ হল – নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা প্রদান, লিঙ্গ বৈষম্য দূরীকরণ প্রভৃতি।

প্রশ্ন – সমাজে অন্তর্ভুক্তির গুরুত্ব?

উত্তর – সমাজে অন্তর্ভুক্তির গুরুত্ব হল জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষকে অন্তর্ভুক্তির মাধ্যমে সামাজিক অগ্রগতি তথা প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ সমাজে অন্তর্ভুক্তির মাধ্যমে সামাজিক উন্নতি সহজে সম্ভবপর হয়।

আরোও পড়ুন

Rate this post

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

A dedicated educator with 10+ years of teaching experience, UGC NET Qualified, and holder of MA, B.Ed, and M.Phil in Education (University of Calcutta).

He has authored several books published by Aheli Publication, such as Communication Skills, Aspect of Democratic Citizenship, Sociological Foundation of Education, Computer Applications, Fundamentals of Education, Educational Organization and Planning, and Educational Research.

He is also an active contributor on Quora, where he shares expert insights on education, history, and social issues.

Leave a Comment

close