Share on WhatsApp Share on Telegram

সামাজিক পরিবর্তন কাকে বলে | সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য সমূহ | Social Change characteristics

Join Our Channels

কোনো সমাজ স্থির নয় বরং সমাজ সর্বদা পরিবর্তন। এই পরিবর্তন বিভিন্ন দিক দিয়ে হয়ে থাকে। তাই সমাজের সামগ্রিক পরিবর্তনকে সামাজিক পরিবর্তন (Social Change) হিসেবে গণ্য করা হয়।

সমাজবিজ্ঞানের একটি আলোচ্য গুরুত্বপূর্ণ বিষয় হল সামাজিক পরিবর্তন। সমাজতন সর্বদা পরিবর্তনশীল। প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত পরিলক্ষিত করলে দেখা যায় প্রতিটি সমাজে বিভিন্ন দিক থেকে পরিবর্তন সাধিত হয়। তাই সমাজব্যবস্থায় কেবলমাত্র সমাজের পরিবর্তন নয় তার সাথে সাথে মানব জীবনের পরিবর্তনও ছাড়তে হয়ে থাকে।

সামাজিক পরিবর্তন কাকে বলে | Social Change

সাধারণ অর্থে পরিবর্তন বলতে – কোনো কিছুর আগের অবস্থা থেকে নতুন অবস্থায় পর্যবসিত হওয়া। অর্থাৎ পরিবর্তন হল লক্ষ্য, দক্ষতা, দর্শন, বিশ্বাস এবং আচরণের পরিবর্তন। আর অপরদিকে সামাজিক পরিবর্তন হল সামাজিক কাঠামোর গঠনগত ও কার্যগত পরিবর্তন।

সপ্তদশ শতাব্দীতে ফ্রান্সিস বেকন (১৫৬১-১৬২৬) সামাজিক পরিবর্তনকে একটি ধারাবাহিক প্রগতি হিসাবে গণ্য করেন। আবার অনেক সমাজতত্ত্ববিদ সামাজিক পরিবর্তনকে মানুষের আচরণ প্রণালীর পরিবর্তন হিসাবে ব্যাখ্যা করেছেন।

সামাজিক পরিবর্তনের সংজ্ঞা

সমাজতত্ত্ববিদরা সামাজিক পরিবর্তন বলতে, বিভিন্ন প্রতিষ্ঠানে বা আচার অনুষ্ঠান ও রীতি-নীতির পরিবর্তনকে বুঝিয়েছেন । বিভিন্ন সমাজতাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সামাজিক পরিবর্তনকে ব্যাখ্যা করেছেন ও সংজ্ঞায়িত করেছেন। সমাজতাত্ত্বিকদের প্রদত্ত সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলি হল নিম্নলিখিত –

1. সমাজবিজ্ঞানী হার্বাট স্পেনসার বলেছেন – সামাজিক পরিবর্তন একটি ও সহজ-সরল সংগঠন
থেকে একটি জটিল কাঠামোয় ক্রমশ রূপান্তরকে বুঝায়।

2. সমাজবিদ্‌ ম্যাকাইভার ও পেজ (Maciver and Page) – বলেছেন – সমাজের কাঠামোগত পরিবর্তন হল সামাজিক পরিবর্তন। (“The change in social mould / frame is called Social Chang”.)

3. বিশিষ্ট সমাজবিদ হেনরি (Dr. Henry) বলেন – সামাজিক পরিবর্তনের অর্থ হল সমাজের গঠন কাঠামোর পরিবর্তন।

4. Johnson সামাজিক পরিবর্তন বলতে 5 ধরনের পরিবর্তনকে বুঝিয়েছেন-

i) Change in the distribution of possession and reward

ii) Changes in social values.

iii) Institutional change.

iv) Change in personnel.

v) Change in abilities or attitude of personnel.

তাছাড়া, মার্কসবাদীরা সামাজিক পরিবর্তনকে সম্পর্কে বলেছেন – সামাজিক পরিবর্তন হল উৎপাদান ব্যবস্থার সামগ্রিক বা মৌলিক পরিবর্তন।

সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য সমূহ

সামাজিক পরিবর্তন সমাজের বিভিন্ন দিকের পরিবর্তনকে সূচিত করে। সামাজিক পরিবর্তনকে সমাজ পরিবর্তনের মূল বিষয় হিসেবে গণ্য করা হয়। সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য সমূহ যে সমস্ত দিক থেকে বিশেষভাবে পরিলক্ষিত হয়, সেগুলি হল –

1. সর্বজনীন বিষয়

সামাজিক পরিবর্তন সর্বজনীন বিষয়। অর্থাৎ সামাজিক পরিবর্তন পৃথিবীর সমস্ত সমাজে সকল সময়ে পরিলক্ষিত হয়। তাই সামাজিক পরিবর্তন কোনো একটি নির্দিষ্ট সমাজে সীমাবদ্ধ নয়। এটি প্রতিটি সমাজে পরিলক্ষিত হয়। তাই সামাজিক পরিবর্তন সর্বজনীন বিষয়।

2. নিরবচ্ছিন্ন ও গতিশীল

সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য হল নিরবচ্ছিন্নতা ও গতিশীলতা। সামাজিক পরিবর্তন তাই নিরবচ্ছিন্নভাবে ঘটে থাকে। এটি কখনো থেমে থাকে না। অর্থাৎ সামাজিক পরিবর্তনকে কখনো থামিয়ে রাখা যায় না। তাই এটি গতিশীলও প্রকৃতির হয়ে থাকে।

3. আবশ্যিক প্রক্রিয়া

সামাজিক পরিবর্তন আবশ্যিক প্রক্রিয়া। সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক পরিবর্তন আবশ্যিকভাবে ঘটে থাকে। তাই সামাজিক পরিবর্তন প্রতিটি সমাজে অবসম্ভাবী প্রক্রিয়া।

4. সামাজিক প্রকৃতির

সামাজিক পরিবর্তন সম্পূর্ণভাবে সামাজিক প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ সমাজকে কেন্দ্র করে সামাজিক পরিবর্তন সূচিত হয়। সমাজে যা কিছু ভালো মন্দ বা সমাজ প্রগতির ক্ষেত্রে যা কিছু দরকার সবকিছুই সমাজকে নয়। সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ সামাজিক প্রকৃতির।

5. সাময়িক

সমাজের যে পরিবর্তন সাধিত হয় সেই পরিবর্তন সাময়িক প্রকৃতি। অর্থাৎ সামাজিক পরিবর্তন কখনো দীর্ঘস্থায়ী হয় না।

যেমন – প্রাচীনকালের প্রযুক্তিবিদ্যার সাথে বর্তমানে প্রযুক্তিবিদ্যার আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। তাই সমাজে আজকের যে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে সেই পরিবর্তন আগামীদিনে নাও থাকতে পারে। তাই সামাজিক পরিবর্তন সম্পূর্ণভাবে সাময়িক প্রকৃতির।

6. দ্রুতগতি বা ধীর গতি সম্পন্ন

সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য হল দ্রুতগতি বা ধীর গতি সম্পন্ন। অর্থাৎ কোনো সমাজের পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে সম্পন্ন হয়। আবার কো্নো কোনো সমাজের পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে খুবই ধীরগতিতে সম্পন্ন হয়।

উদাহরণ স্বরূপ বলা যায় – এখনো পর্যন্ত আদিবাসীরা সভ্য সমাজের আলোয় সম্পূর্ণ আলোকিত হতে পারেনি। অর্থাৎ তাদের মধ্যে যে পরিবর্তন সেটি খুব ধীর গতি সম্পন্ন। অন্যদিকে ভারতীয় সমাজ ব্যবস্থার পরিবর্তন অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে।

7. পরিকল্পনা যুক্ত বা পরিকল্পনা বিহীন প্রক্রিয়া

সামাজিক পরিবর্তন সম্পূর্ণভাবে পরিকল্পনা যুক্ত বা পরিকল্পনা বিহীনভাবে হয়ে থাকে। কোনো সমাজের শিল্পের উন্নতি সাধনের মাধ্যমে যে পরিবর্তন সেটি পরিকল্পনা যুক্ত সামাজিক পরিবর্তন।

আবার স্বাভাবিকভাবে বিভিন্ন কারণে সমাজের মধ্যে যে পরিবর্তন সূচিত হয় তাকে পরিকল্পনা বিহীন সামাজিক পরিবর্তন বলে। যেমন – অনাবৃষ্টি বা অতিবৃষ্টির কারণে সামাজিক পরিবর্তন হলো পরিকল্পনা বিহীন সামাজিক পরিবর্তন। তাই সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য হল পরিকল্পনা যুক্ত বা পরিকল্পনা বিহীন প্রক্রিয়া।

8. গুণগত এবং পরিমাণগত প্রকৃতির

সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য হল এটি গুণগত এবং পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া। অর্থাৎ সমাজের মধ্যে যে সার্বিক পরিবর্তন পরিলক্ষিত হয় তা গুণগত বা পরিমাণগত উভয় প্রকৃতির হয়ে থাকে।এটি সমাজকে আরো প্রগতির দিকে ও উন্নতির দিকে নিয়ে যেতে সহায়তা করে। অর্থাৎ যে সমাজ ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও পরিমানগত পরিবর্তন অধিক বেশি পরিলক্ষিত হয় সেই সমাজ ব্যবস্থা তত বেশি উন্নত প্রকৃতির হয়ে থাকে।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, সামাজিক পরিবর্তন এমন একটি প্রক্রিয়া যেটি প্রতিটি সমাজে পরিলক্ষিত হয়। সামাজিক পরিবর্তন ছাড়া কোনো সমাজের উন্নতি কতটা সংঘটিত হয়েছে তা উপলব্ধি করা সম্ভব নয়। তাই পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গে সামাজিক পরিবর্তনও সমাজের পরিবর্তনকে নির্ধারণ করে থাকে। তবে কিছু ব্যতিক্রম পরিলক্ষিত হয়। যেমন – আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বা যে সমস্ত অঞ্চলে শিক্ষার প্রসার ঘটেনি সে সমস্ত এলাকাতে সামাজিক পরিবর্তন খুব ধীরগতিতে সংঘটিত হয়ে থাকে।

প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্যসামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকাশিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা

তথ্যসূত্র (Reference)

  • Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
  • Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
  • Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
  • Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
    Publications
  • Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,

প্রশ্ন – সামাজিক পরিবর্তন উদাহরণ

উত্তর – সামাজিক পরিবর্তনের অন্যতম উদাহরণ হল – বর্তমানে ভারতবর্ষ বিভিন্ন প্রযুক্তি নির্ভরতার কারণে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য প্রভৃতিতে ব্যাপকভাবে সাফল্য লাভ করছে। ফলে ভারতীয় সমাজ ব্যবস্থার ও জীবন জীবিকার দ্রুত পরিবর্তন সাধিত হচ্ছে।

আরোও পড়ুন

3/5 - (11 votes)

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

A dedicated educator with 10+ years of teaching experience, UGC NET Qualified, and holder of MA, B.Ed, and M.Phil in Education (University of Calcutta).

He has authored several books published by Aheli Publication, such as Communication Skills, Aspect of Democratic Citizenship, Sociological Foundation of Education, Computer Applications, Fundamentals of Education, Educational Organization and Planning, and Educational Research.

He is also an active contributor on Quora, where he shares expert insights on education, history, and social issues.

Leave a Comment

close