সামাজিক পরিবর্তনের কারণ সমূহ | 10 Causes of Social Change

সমাজ সর্বদা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে। তাই তাই সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণ (Causes of Social Change) বর্তমান। কোনো একটি নির্দিষ্ট কারণে সামাজিক পরিবর্তন সূচিত হয় না।

সামাজিক পরিবর্তনের কারণ বহুমুখী ও দীর্ঘমেয়াদী যেগুলি একে অপরের সঙ্গে পরস্পর সম্পর্কিত। সামাজিক পরিবর্তনের ফলে সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সূচিত হয়। যার ফলে মানুষের জীবনযাত্রার গুণগত মানের পরিবর্তন দেখা দেয়। সামাজিক পরিবর্তন একদিনে কখনোই সম্ভবপর নয়। এটি ধীরে ধীরে বা দ্রুত গতিতে সম্পন্ন হয়ে থাকে।

সামাজিক পরিবর্তনের কারণ সমূহ | Causes of Social Change

সামাজিক পরিবর্তন হল সমাজের কাঠামোগত পরিবর্তন। অর্থাৎ সামাজিক পরিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়। যার ফলে সমাজ উন্নত থেকে উন্নয়ন দিকে এগিয়ে চলে।

সামাজিক পরিবর্তনের কারণ বিভিন্ন দিক থেকে বর্তমান। সামাজিক পরিবর্তনের কারণ সমূহ যে সমস্ত দিক থেকে বিশেষভাবে পরিলক্ষিত হয় সেগুলি হল নিম্নলিখিত –

1. ভৌগোলিক কারণ

সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ভৌগোলিক কারণ একটি গুরুত্বপূর্ণ কারণ। এটিকে প্রাকৃতিক কারণও বলা হয়ে থাকে। প্রাকৃতিক বিভিন্ন পরিবর্তন সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করে। যেমন – ভূমিকম্প, বন্যা, খরা, ভূমিধবস প্রভৃতি প্রাকৃতিক কারণে প্রকৃতির গঠন কাঠামোর পরিবর্তন ঘটে থাকে। এগুলির ফলে সামাজিক পরিবর্তনও সূচিত হয়।

আবার, কোথাও ভৌগোলিক পরিবর্তনের ফলে সামাজিক পরিবর্তন দেখা দেয়। তবে ভৌগোলিক পরিবর্তনের ফলে কখনো সামাজিক পরিবর্তন দ্রুত গতিতে সংঘটিত হয়, আবার কখনো কখনো সামাজিক পরিবর্তন ধীর গতিতে সংঘটিত হয়ে থাকে। তবে প্রাকৃতিক পরিবর্তন বা ভৌগোলিক কারণে যে সামাজিক পরিবর্তন ঘটে তা এককেন্দ্রিক হয়ে থাকে। অর্থাৎ এটি সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল

2. জৈবিক কারণ

সামাজিক পরিবর্তনের কারণ গুলির মধ্যে অন্যতম হল জৈবিক কারণ। অর্থাৎ যে উপাদান গুলির দ্বারা বংশপরম্পরা, বিন্যাস বা বংশানুক্রমিক গুণাবলী নির্ণয় করা হয় সেগুলি জৈবিক উপাদান বলে। অর্থাৎ এটি জনসংখ্যা সম্পর্কিত বিষয়ের সঙ্গে সম্পর্কিত। জনসংখ্যার হ্রাস বা বৃদ্ধির ফলে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়।

এটি কোনো সমাজের জনসংখ্যার আয়তন এবং সেই আয়তনের হ্রাস বৃদ্ধির ফলে সমাজে বিভিন্নবিষয়কে প্রভাবিত করে থাকে। যেমন – জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষি জমির আয়তন হ্রাস পায় এবং খাদ্য সংকট দেখা দিতে পারে। তাই জনসংখ্যার বা জৈবিক কারণে জনসংখ্যার প্রকৃতি সামাজিক পরিবর্তনকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে।

3. সাংস্কৃতিক কারণ

সামাজিক পরিবর্তনের কারণ সমূহের মধ্যে সাংস্কৃতিক কারণ একটি অন্যতম কারণ। সংস্কৃতি হল মানব সমাজের নিজস্ব সৃষ্টি। এর দ্বারাই বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য পরিলক্ষিত হয়।

সুতরাং সংস্কৃতি সামাজিক পরিবর্তনের গতি ও মাত্রাকে নির্ধারণ করে থাকে। মানুষের চিন্তা ভাবনা, মূল্যবোধ, নিয়ম নীতি, কাজকর্ম, আচার ব্যবহার, সমাজের প্রতি দায়বদ্ধতা প্রভৃতি সমাজ পরিবর্তনকে ত্বরান্বিত করে।

4. ধর্মীয় কারণ

ধর্মীয় কারণে বিভিন্ন সমাজে বিভিন্ন রকম পরিবর্তন পরিলক্ষিত হয়। পৃথিবীর সকল সমাজে কোনো না কোনো ধর্মীয় রীতি-নীতি, নিয়ম কানুন ও আদর্শ অনুসরণ করা হয়। পাতা ধর্ম বিশ্বাস বা ধর্মকে কেন্দ্র করে সামাজিক পরিবর্তন সূচিত হয়।

উদাহরণস্বরূপ বলা যায় – হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম প্রভৃতি ধর্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থার পরিবর্তন পরিলক্ষিত হয়। এবং সেই অনুসারে সেই সমাজে সেই ধরনের আচার ব্যবহার বা পূজা-অর্চনা বা নিয়ম নীতি পালন করা হয়ে থাকে। যা সামাজিক পরিবর্তনকে প্রকট করে তোলে।

5. শিক্ষাগত কারণ

শিক্ষা হল সমগ্র জাতির তথা সমাজের মেরুদন্ড। শিক্ষা আনে চেতনা এবং চেতনা আনে পরিবর্তন। অর্থাৎ সমাজকে অগ্রগতির পথে বা পরিবর্তনের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। তাই সামাজিক পরিবর্তনের কারণ সমূহের মধ্যে শিক্ষাগত কারণ গুরুত্বপূর্ণ ও অন্যতম।

তাই শিক্ষাকে সামাজিক পরিবর্তনের চালিকাশক্তি বলা হয়ে থাকে। শিক্ষার মাধ্যমে সমাজের অন্ধবিশ্বাস, কুসংস্কার প্রভৃতি দূরীকরণের মধ্য দিয়ে সমাজকে আরো অগ্রগতি নিতে নিয়ে যেতে বা আধুনিক সমাজ গড়ে তোলা সম্ভব হয়। তাই যে দেশ বা যে সমাজে শিক্ষিতের হার বেশি সেই সমাজ বা সেই দেশ তত বেশি উন্নত। অর্থাৎ শিক্ষিতের হারকে সামাজিক পরিবর্তনের একটি মানদন্ড হিসেবে বিচার বিবেচনা করা হয়ে থাকে।

6. প্রযুক্তিগত কারণ

সামাজিক পরিবর্তনে প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। তাই সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তিগত পরিবর্তন বিশেষভাবে সহায়তা করে। কৃষিকাজে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষি ব্যবস্থার উন্নতি একদিকে যেমন সমাজব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম। অন্যদিকে মহাকাশে মহাকাশযান পাঠিয়ে বা চন্দ্রযান পাঠিয়ে মহাকাশ জয় বা চন্দ্রপৃষ্ঠের অবতরণ করার মধ্য দিয়ে সমাজ পরিবর্তন সংগঠিত হয়।

তাই বর্তমান সমাজ প্রযুক্তিকে বাদ দিয়ে এক মুহূর্তে বাঁচতে পারে না বা চলতে পারে না। তাই প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে সমাজের উন্নয়নও দ্রুত গতিতে সংঘটিত হচ্ছে।

7. অর্থনৈতিক কারণ

Money is King. এই কথাটি বর্তমান সময়ে যেকোনো সমাজব্যবস্থার ক্ষেত্রে ধ্রুব সত্য। অর্থনীতি ছাড়া কোনো ব্যক্তি বা সমাজের উন্নতি কখনোই সম্ভব নয়। তাই যে সমাজ অর্থনৈতিক দিক থেকে যত বেশি মজবুত সেই সমাজ ততো বেশি আধুনিক প্রকৃতির এবং মানুষের জীবনযাত্রার মান তত বেশি উন্নত।

তাই সামাজিক পরিবর্তনকে করার ক্ষেত্রে অর্থনীতির ভূমিকা অনস্বীকার্য। সুতরাং সামাজিক পরিবর্তনের কারণ গুলির মধ্যে অর্থনীতি একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ।

8. রাজনৈতিক কারণ

রাজনৈতিক কারণে সামাজিক পরিবর্তন সংগঠিত হয়ে থাকে। অর্থাৎ রাষ্ট্রনায়কদের দ্বারা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করে থাকে। তাই সামাজিক পরিবর্তনের কারণসমূহের মধ্যে রাজনৈতিক কারণ একটি বিশেষ কারণ।

9. মনস্তাত্ত্বিক কারণ

সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণের মধ্যে মনস্তাত্ত্বিক কারণ একটি অন্যতম কারণ। মানুষের চিন্তা ধারা, জ্ঞান, বিশ্বাস প্রভৃতি সামাজিক পরিবর্তনকে সংঘটিত করতে সহায়তা করে। সমাজ হল ব্যক্তিবর্গের সমষ্টি বিশেষ। ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক এই সম্পর্ক গড়ে ওঠে মনোবিজ্ঞানের উপর বা মনস্তাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করে। তাই ব্যক্তিবর্গের মনের মানসিক অবস্থা পরিবর্তন সাধিত হলে সেটির প্রভাব সমাজের উপর পড়ে থাকে।

তাই মানুষের বা ব্যক্তিবর্গের মনের ইচ্ছা, আশা-আকাঙ্ক্ষা, চাহিদা প্রভৃতি সামাজিক পরিবর্তনের দিকে নিয়ে যায়। উদাহরণস্বরুপ বলা যায় – রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, রবীন্দ্রনাথ প্রমূখ মনীষীগণের সুচিন্তিত চিন্তাভাবনার ফলে সমাজ সংস্কার সংঘটিত হয়েছিল। অর্থাৎ সামাজিক পরিবর্তন সংঘটিত হয়েছিল। তাই সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অন্যতম কারণ হিসেবে মনস্তাত্ত্বিক কারণ বিশেষভাবে গ্রহণযোগ্য।

10. আধুনিকীকরণ

বর্তমান সমাজ ব্যবস্থা দ্রুত আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে। অর্থাৎ আধুনিকীকরণের ফলে সমাজব্যবস্থার মধ্যে নতুনত্বের ছোঁয়া পরিলক্ষিত হয়। তাই আধুনিকীকরণ মানুষকে মুক্ত ও উদার হতে সহায়তা করে। যেটি সামাজিক পরিবর্তনকে বিশেষভাবে সূচিত করে।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, বিভিন্ন কারণের সমন্বয়ে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়ে থাকে। সামাজিক পরিবর্তনের ফলে ব্যক্তি তথা সমাজের সার্বিক উন্নতি সম্ভব হয়। যে সমাজ যত বেশি দ্রুত পরিবর্তনশীল সেই সমাজ ততো বেশি আধুনিক ও উন্নত। তাই বিভিন্ন কারণে সমাজের যে পরিবর্তন তার ফলে সমাজের অবস্থিত ব্যক্তিবর্গের জীবন ধারাকে প্রভাবিত করে থাকে।

প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্যসামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকাশিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা

তথ্যসূত্র (Reference)

  • Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
  • Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
  • Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
  • Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
    Publications
  • Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,

প্রশ্ন – সামাজিক পরিবর্তনের দুটি কারণ

উত্তর – সামাজিক পরিবর্তনের দুটি কারণ হল – i) শিক্ষাগত কারণ এবং ii) প্রযুক্তিগত কারণ বা প্রযুক্তির উন্নতি করন।

আরোও পড়ুন

Leave a Comment

close