পরামর্শদানের প্রকারভেদ | Different Types of Counselling

মানুষের জীবন সর্বদা সমস্যায় আক্রান্ত। অর্থাৎ বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আর এই সমস্ত সমস্যা সমাধানের জন্য পরামর্শদানের প্রকারভেদ (Types of Counselling) বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়।

সাধারণভাবে ব্যক্তির সমস্যার উপর নির্ভর করে পরামর্শদানের প্রকারভেদ ভিন্ন ধর্মী হয়ে থাকে। ব্যক্তির সমস্যা যখন গুরুতর আকার ধারণ করে তখন ব্যক্তিকে পরামর্শদানের প্রয়োজন হয়। তাই পরামর্শদান পুরোপুরি নির্ভর করে ব্যক্তির ব্যক্তিগত সমস্যার উপর। পরামর্শদানের ক্ষেত্রে পরামর্শদাতা ও পরামর্শগ্রহীতার পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে সমস্যার সমাধান সহজ হয়।

পরামর্শদানের প্রকারভেদ | Types of Counselling

পরামর্শদানের প্রকৃতি অনুযায়ী পরামর্শদানের প্রকারভেদ (Types of Counselling) বিভিন্ন ধরনের হয়ে থাকে। সাধারণত পরামর্শদানের প্রকারভেদ যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি হল –

  • ব্যক্তিগত পরামর্শদান
  • দলগত পরামর্শদান
  • শিক্ষাগত পরামর্শদান
  • বৃত্তিগত পরামর্শদান
  • স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শদান
  • সামাজিক পরামর্শদান
  • বিবাহ সংক্রান্ত পরামর্শদান
  • পরিবার সংক্রান্ত পরামর্শ দান
  • বার্ধক্য সমস্যামূলক পরামর্শ দান
  • চিকিৎসা সংক্রান্ত পরামর্শদান

ব্যক্তিগত পরামর্শদান (Individual Counselling)

ব্যক্তিগত পরামর্শদান পরামর্শদানের প্রকারভেদ এর মধ্যে অন্যতম। যখন কোনো ব্যক্তিকে তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য এককভাবে পরামর্শ দান করা হয়, তখন তাকে ব্যক্তিগত পরামর্শদান বলে। এই পরামর্শদান সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক প্রকৃতির হয়ে থাকে।

তাই ব্যক্তিগত পরামর্শদান এমন এক প্রক্রিয়া যেখানে ব্যক্তির প্রাক্ষোভিক সমস্যার সমাধান, মানসিক সমস্যার সমাধান, অভিযোজনগত সমস্যার সমাধান করার মধ্য দিয়ে ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করা হয়।

ব্যক্তিগত পরামর্শদানের সুবিধা

ব্যক্তিগত পরামর্শনের বিভিন্ন সুবিধা বর্তমান, সেগুলি হল –

  • ব্যক্তিগত পরামর্শদানে পরামর্শদাতা ও পরামর্শগ্রহীতার মধ্যে সুসম্পর্ক পরিলক্ষিত হয়।
  • এককভাবে ব্যক্তিকে পরামর্শদানের মাধ্যমে ব্যক্তিগত সমস্যার সমাধান করা সহজসাধ্য হয়।
  • এই পরামর্শদান ব্যক্তির ব্যক্তির সবলতা ও দুর্বলতাগুলি চিহ্নিত করতে সাহায্য করে।
  • এই পরামর্শদানের মাধ্যমে ব্যক্তিকে সহজে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম করে তোলে।

দলগত পরামর্শদান (Group Counselling)

দলগত পরামর্শদান পরামর্শদানের প্রকারভেদ এর মধ্যে অন্যতম। পরামর্শদান একক ও ব্যক্তিগত প্রক্রিয়া। দলগত নির্দেশনার মত দলগত পরামর্শদান প্রক্রিয়া দলগতভাবে সম্পন্ন হয়ে থাকে।

তবে অনেক মনস্তত্ত্ববিদ দলগত পরামর্শদানের পক্ষপাতি নয়। আবার অনেক মনোবিদগণ মনে করেন মানুষ দলবদ্ধভাবে বসবাস করে এবং প্রতিটা দলের নিজস্ব সত্তা বর্তমান। তাই দলগত পরামর্শদানের মাধ্যমে কোনো বৃহৎ সমস্যার সমাধান করা সম্ভবপর হয়।

সাধারণভাবে যে পরামর্শদান প্রক্রিয়া দুই বা ততোধিক ব্যক্তিবর্গের সমস্যা সমাধানের জন্য দলগতভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমস্যা সমাধানের সচেষ্ট হয়, তাকে দলগত পরামর্শদান বলে।

দলগত পরামর্শদানের সুবিধা

দলগত পরামর্শদানের সুবিধা যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল –

  • এই পরামর্শদানে সময় এবং পরিশ্রম উভয়ই কম লাগে।
  • একসঙ্গে অনেক ব্যক্তিকে পরামর্শদান দেওয়া সম্ভব হয়।
  • দলগত পরামর্শদান প্রতিরোধমূলক। একাধিক ব্যক্তির সমস্যার প্রতিরোধে দলগত পরামর্শদান বিশেষ সুবিধা জনক।

শিক্ষাগত পরামর্শদান (Educational Counselling)

যে পরামর্শদানের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাগত বা শিক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানে সহায়তা করা হয়, তাকে শিক্ষাগত পরামর্শদান বলে।

বর্তমানে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন জটিলতার কারণে শিক্ষাগত পরামর্শদানের গুরুত্ব দেখা দিচ্ছে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে শিক্ষাগত পরামর্শদান বিশেষ ভূমিকা পালন করে

বৃত্তিগত পরামর্শদান (Vocational Counselling)

যে পরামর্শদান শিক্ষার্থীদের বা ব্যক্তিকে ভবিষ্যৎ জীবনের উপযোগী করে গড়ে তোলার জন্য সঠিক বৃত্তি নির্বাচনে সহায়তা করে ও পরামর্শদান করে, তাকে বৃত্তিগত পরামর্শদান বলে।

বৃত্তিগত পরামর্শদানের উদ্দেশ্য হল – শিক্ষার্থীকে বৃত্তি সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করা। ফলে ব্যক্তি বা শিক্ষার্থী সহজেই বৃত্তি নির্বাচন করতে পারে ও বৃত্তির সাথে অভিযোজন করতে পারে।

সুতরাং বৃত্তি জগতের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে সহায়তা করাই হলো বৃত্তিগত নির্দেশনা প্রধান কাজ।

স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শদান (Health Counselling)

স্বাস্থ্যই সম্পদ। তাই বলা হয় সুস্থ দেহ সুস্থ মনের পরিচয়। তাই যে পরামর্শদানের মাধ্যমে ব্যক্তিকে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহ করা হয়, তাকে স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শদান বলে।

তাই শিক্ষার্থীদের উপযুক্ত স্বাস্থ্য গঠনের মাধ্যমে বা স্বাস্থ্য বিষয় সচেতনতার মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে পরামর্শদান করাই হল স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শদানের অন্যতম উদ্দেশ্য।

সামাজিক পরামর্শদান (Social Counselling)

যে পরামর্শদান প্রক্রিয়ায় ব্যক্তিকে সামাজিক মানুষ হিসেবে বা সামাজিকীকরণে সহায়তা করা হয়, তাকে সামাজিক পরামর্শদান বলে।

আধুনিক সমাজ জীবন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। ফলে সমাজের সঙ্গে স্বার্থক অভিযোজনে অনেক মানুষ ব্যর্থ হচ্ছে। তাই। সামাজিক পরামর্শদানের উদ্দেশ্য হল – যথাযথ পরামর্শদানের মাধ্যমে ব্যক্তিকে বা শিক্ষার্থীকে পরিবর্তনশীল সমাজের বা পরিবেশের সঙ্গে সার্থক সংগতিবিধানে সহায়তা করা।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, পরামর্শদান ব্যক্তিকে বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে থাকে। ব্যক্তির মধ্যে সমস্যার প্রকৃতি অনুযায়ী পরামর্শদান প্রক্রিয়া পৃথক পৃথক হয়ে থাকে। তাই যে ধরনের সমস্যা ব্যক্তির মধ্যে পরিলক্ষিত হয় সেই ধরনের সমস্যার সমাধানের জন্য ব্যক্তিকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়ে থাকে।

তথ্যসূত্র (Reference)

  • Basu, N.C. Educational and Vocational Guidance.
  • Chauhan, S.S. – Principles and Techniques of Guidance.
  • Dave Indu – The Basic Essentials of Counseling.
  • Kocher, S.K. – Guidance and Counselling in Secondary School
  • NCERT- Guidance and Counseling.

প্রশ্ন – ব্যক্তিগত পরামর্শদানের অসুবিধা

উত্তর – ব্যক্তিগত পরামর্শদানের অসুবিধা হল – সময় ও পরিশ্রম বেশি লাগে, অন্তর্মুখী ব্যক্তির ক্ষেত্রে সমস্যা সমাধান করা অনেক সময় সম্ভবপর হয় না এবং এটি ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করে পরামর্শদাতা সমস্যার সমাধানে সচেষ্ট হয়। ফলে অনেক সময় সঠিক পরামর্শদান দেওয়া সম্ভব হয় না।

প্রশ্ন – দলগত পরামর্শদানের অসুবিধা

উত্তর – দলগত পরামর্শদানের অসুবিধা হল – ব্যক্তিগত সমস্যার উপর গুরুত্ব আরোপ করা যায় না, দলীয় মতবাদ অনেক সময় ভিন্নধর্মী হয় ঐক্যমত স্থাপনে অসুবিধা পরিলক্ষিত হয় এবং বিশেষ সমস্যার দিকে গুরুত্ব করা যায় না।

আরোও পড়ুন

Leave a Comment

close