ব্যক্তিগত ও দলগত নির্দেশনার পার্থক্য | Difference between Individual and Group Guidance

নির্দেশনার বিভিন্ন প্রকার বর্তমান। তার মধ্যে অন্যতম হল ব্যক্তিগত ও দলগত নির্দেশনা। ব্যক্তিগত ও দলগত নির্দেশনার পার্থক্য (Individual and Group Guidance) বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিলক্ষিত হয়।

নির্দেশনা প্রকারভেদ হিসেবে ব্যক্তিগত নির্দেশনা ব্যক্তিকে কেন্দ্র করে এবং দলগত নির্দেশনা দলের সদস্যদের কেন্দ্র করে প্রদান করা হয়ে থাকে। ব্যক্তিগত ও দলগত নির্দেশনা উভয়ই একটি নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য গৃহীত হয়। এখানে ব্যক্তিগত দলগত নির্দেশনার পার্থক্য যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, তা আলোচনা করা হল।

ব্যক্তিগত ও দলগত নির্দেশনার পার্থক্য | Individual and Group Guidance

ব্যক্তিগত ও দলগত নির্দেশনার (Individual and Group Guidance) মধ্যে বিভিন্ন সাদৃশ্য বা মিল থাকলেও ব্যক্তিগত ও দলগত নির্দেশনার পার্থক্য বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি নিম্নে আলোচনা করা হল –

1. ধারণাগত পার্থক্য

যে নির্দেশনা ব্যক্তিগতভাবে বা এককভাবে ব্যক্তির সমস্যা সমাধানে ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাকে ব্যক্তিগত নির্দেশনা বলে।

আর যে নির্দেশনা দুই বা ততোধিক ব্যক্তিকে একসঙ্গে নিয়ে নির্দেশনা কার্য পরিচালিত হয়, তাকে দলগত নির্দেশনা বলে।

2. সংজ্ঞাগত পার্থক্য

মনোবিদ Hopkins বলেছেন – ব্যক্তিগত নির্দেশনা হল এমন এক ধরনের নির্দেশনা যেটি ব্যক্তির স্বাস্থ্য সমস্যা, প্রাক্ষোভিক সমস্যা এবং অভিযোজনগত সমস্যাগুলির সমাধানে সহায়তা করে থাকে।

মনোবিদ জোন্স (Joones) বলেছেন – দলগত নির্দেশনা হল একটি দলগত কার্যকলাপ, যার প্রাথমিক উদ্দেশ্য দলের অন্তর্গত প্রতিটি ব্যক্তির সমস্যা সমাধান এবং তাদেরকে যথাযথ সঙ্গতি-বিধানে সাহায্য করা।

3. সম্পর্কগত পার্থক্য

ব্যক্তিগত নির্দেশনার ক্ষেত্রে নির্দেশনা দানকারী ও নির্দেশনা গ্রহণকারীর মধ্যে গভীর সুসম্পর্ক স্থাপিত হয়।

আর অপরদিকে দলগত নির্দেশনায় নির্দেশনা দানকারী ও নির্দেশনা গ্রহণকারীর মধ্যে সুসম্পর্ক স্থাপন হয় না।

4. সময় ও পরিশ্রমগত পার্থক্য

ব্যক্তিগত নির্দেশনায় সময় ও পরিশ্রম বেশি লাগে। অর্থাৎ ব্যক্তিগত নির্দেশনা পরিচালিত করতে সময় এবং পরিশ্রম দুটোই বেশি দরকার পরে।

দলগত নির্দেশনায় যেহেতু একসঙ্গে অনেক ব্যক্তিকে নির্দেশনা দান করা হয়, সেই জন্য সময় ও পরিশ্রম ব্যক্তিগত নির্দেশনার তুলনায় অনেক কম লাগে।

5. বৈশিষ্ট্যগত পার্থক্য

ব্যক্তিগত নির্দেশনার বৈশিষ্ট্য হল – এটি ব্যক্তি কেন্দ্রিক প্রকৃতির, ব্যক্তির মানসিক সমস্যার সমাধানমূলক বিষয় উপর গুরুত্ব আরোপ এবং ইতিবাচক প্রকৃতির।

দলগত নির্দেশনার বৈশিষ্ট্য হল – দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়মূলক, দলভিত্তিক কার্যকলাপ প্রকৃতির, নির্দিষ্ট উদ্দেশ্য ভিত্তিক প্রভৃতি।

6. সুবিধাগত পার্থক্য

ব্যক্তিগত নির্দেশনার সুবিধা হল – নির্দেশনা দাতা ও নির্দেশনা গ্রহীতার মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, নতুন কিছু চিন্তা করতে ব্যক্তিকে উৎসাহিত করে থাকে, ব্যক্তির ব্যক্তিগত সমস্যার সমাধান সহজসাধ্য হয়, ও এই নির্দেশনা ব্যক্তির শক্তিশালী এবং দুর্বল দিকগুলি চিহ্নিত করতে সহায়তা করে।

দলগত নির্দেশনার সুবিধা হল – একসঙ্গে অনেক ব্যক্তির সমস্যা সমাধান সম্ভব, সহজে নির্দেশনা দেওয়া যায়, পরিশ্রম এবং সময় কম লাগে, মিতব্যয়ী প্রকৃতির, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি।

7. প্রকৃতিগত পার্থক্য

ব্যক্তিগত নির্দেশনা ব্যক্তিগতভাবে পরিচালিত হয়ে থাকে।

আর দলগত নির্দেশনা দলগতভাবে পরিচালিত হয়ে থাকে।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

8. সমস্যা সমাধানগত পার্থক্য

ব্যক্তিগত নির্দেশনার মাধ্যমে ব্যক্তির নিজস্ব সমস্যার সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে।

দলগত নির্দেশনায় দলের অন্তর্গত ব্যক্তিবর্গের সাধারণ সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করা হয়ে থাকে।

9. অন্যান্য পার্থক্য

ব্যক্তিগত নির্দেশনায় শিক্ষার্থীদের সামাজিক গুণাবলীর বিকাশে তেমন কোনো সুযোগ থাকে না। অর্থাৎ এই নির্দেশনায় কেবলমাত্র ব্যক্তিগত সমস্যা সমাধান হয়ে থাকে।

দলগত নির্দেশনায় মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক গুণাবলীর বিকাশের সুযোগ তৈরি করা হয়ে থাকে।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, ব্যক্তিগত নির্দেশনা সম্পূর্ণ ব্যক্তি কেন্দ্রিকভাবে পরিচালিত হয়ে থাকে, আর অপরদিকে দলগত নির্দেশনা দলগতভাবে পরিচালিত হয়ে থাকে। এই দুই নির্দেশনার মধ্যে পার্থক্য থাকলেও ব্যক্তিগত ও দলগত নির্দেশনার সাদৃশ্য বর্তমান। যেমন – উভয় নির্দেশনা যেকোনো সমস্যার সমাধানে উপায় বলে দেয়, নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে চিহ্নিত করতে সাহায্য করে, নির্দিষ্ট কৌশল বর্তমান প্রভৃতি।

তথ্যসূত্র (Reference)

  • Basu, N.C. Educational and Vocational Guidance.
  • Chauhan, S.S. – Principles and Techniques of Guidance.
  • Dave Indu – The Basic Essentials of Counseling.
  • Kocher, S.K. – Guidance and Counselling in Secondary School
  • NCERT- Guidance and Counseling.

প্রশ্ন – ব্যক্তিগত ও দলগত নির্দেশনার সাদৃশ্য

উত্তর – ব্যক্তিগত ও দলগত নির্দেশনার সাদৃশ্য হল – ব্যক্তিগত ও দলগত নির্দেশনা উভয়ের উদ্দেশ্য হল সমস্যা সমাধান করা, উভয় নির্দেশনা নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য কেন্দ্র করে গঠিত, উভয় নির্দেশনায় নির্দিষ্ট কৌশল অবলম্বন করা হয়ে থাকে।

আরোও পড়ুন

Leave a Comment

close