শিখন হল আচরণ বা দক্ষতার পরিবর্তন যা অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। শিখনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শিখন সঞ্চালন (Transfer of Learning)।
সাধারণভাবে অতীতের শেখা কোন বিষয় সঠিকভাবে সঞ্চালন করাকে শিখন সঞ্চালন হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ শিখনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হল শিখন সঞ্চালন। কারণ এর মাধ্যমে কোনো শেখা বিষয়বস্তু অন্য কোনো বিষয়ে স্থানান্তর করা সম্ভব নয়। এখানে শিখন সঞ্চালন কাকে বলে ও শিখন সঞ্চালনের বৈশিষ্ট্য গুলি আলোচনা করা হল।
শিখন সঞ্চালন | Transfer of Learning
শিখন সঞ্চালন হল যে প্রক্রিয়ায় কোনো বিষয়বস্তু থেকে প্রাপ্ত জ্ঞান বা অর্জিত অভিজ্ঞতার বা দক্ষতাকে পরবর্তী কাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তাকে শিখন সঞ্চালন বলে। অর্থাৎ শিখন সঞ্চালন হল কোনো বিষয় শিখন অন্য কোনো শিখনের বিষয়ের উপর প্রভাব বিস্তার।
বিশিষ্ট মনোবিদ H. C. Ellis বলেছেন – শিখন সঞ্চালন বলতে বোঝায় কোনো একটি কাজের অভিজ্ঞতা বা পারদর্শিতা অন্য কোনো পরবর্তী কাজের পারদর্শীতাকে প্রভাবিত করে।
বিশিষ্ট মনোবিদ Sorenson বলেছেন – একটি পরিস্থিতিতে অর্জিত জ্ঞান, প্রশিক্ষণ এবং অভ্যাস অন্য পরিস্থিতিতে সঞ্চালনকে শিখন সঞ্চালন বলা হয়।
মনোবিদ Mayer and Powers বলেছেন – যখন পূর্বে শেখা কোনো বিষয়বস্তু সাম্প্রতিক শিখনকে প্রভাবিত করে, অথবা যখন পূর্বের কোনো সমস্যার সমাধান পরবর্তী নতুন কোনো সমস্যার সমাধানকে প্রভাবিত করে তখনই শিখন সঞ্চালন সংঘটিত হয়।
তাই বলা যায়, শিখন সঞ্চালন একটি নির্দিষ্ট শিখন পরিস্থিতির অভিজ্ঞতাকে প্রায় সমধর্মী আরেকটি শিখন পরিস্থিতিতে পরবর্তী সময় ব্যবহার করা।
উদাহরণ – শিখন সঞ্চালনের উদাহরণ হল –
i) বাংলা ব্যাকরণের শিখন সংস্কৃত ব্যাকরণ শিখন -এর মধ্যে সঞ্চালন।
ii) আবার ইতিহাস ও ভূগোলের শিখনের ক্ষেত্রে ইতিবাচক শিখন সঞ্চালন ঘটে থাকে।
শিখন সঞ্চালনের বৈশিষ্ট্য
শিখন সঞ্চালন (Transfer of Learning) হল একটি শিখন থেকে অন্য নতুন শিখনে সঞ্চালন। শিখন সঞ্চালনের বৈশিষ্ট্য বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়, এগুলি হল –
i) শিখন সঞ্চালন ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ শিখন সঞ্চালন ব্যক্তির মধ্যে ধারাবাহিকভাবে সংগঠিত হয়ে থাকে। তাই পূর্বে শেখা কো্নো বিষয়বস্তু জ্ঞান ও দক্ষতা ব্যক্তি পরবর্তীকালে সমগোত্রীয় কোনো বিষয়বস্তুতে প্রয়োগ করতে পারে।
ii) শিখন সঞ্চালন ব্যক্তিভেদে পৃথক প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ শিখন সঞ্চালন বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্নভাবে প্রকাশিত হয়। তাই যে ব্যক্তির মধ্যে শিখন সঞ্চালন যত দ্রুত ঘটে বা সংঘটিত হয় সেই ব্যক্তির পরবর্তী শিখন তত দ্রুত সংঘটিত হয়।
iii) শিখন সঞ্চালন অভিজ্ঞতার স্থানান্তরের প্রক্রিয়া। অর্থাৎ এর মাধ্যমে ব্যক্তির পূর্বেও অর্জিত অভিজ্ঞতা স্থানান্তর ঘটে থাকে। যেমন – বাংলা ব্যাকরণের শিখন সংস্কৃত ব্যাকরণের শিখনের ক্ষেত্রে যেমন কাজে লাগে, তেমনি ভাবে ব্যক্তির অভিজ্ঞতার স্থানান্তর ঘটে।
iv) শিখন সঞ্চালন বিষয়কেন্দ্রিক বিমুর্তকরণে মাধ্যমে ঘটে থাকে। শিখন সঞ্চালন বিমূর্তভাবে ঘটে থাকে। অর্থাৎ পূর্বে শেখার বিষয়বস্তুর জ্ঞান দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োগ পরবর্তী শিখন অভিজ্ঞতা তে বিমূর্তভাবে সংঘটিত হয়। অর্থাৎ ব্যক্তির বিমূর্ত চিন্তন ক্ষমতা বিকশিত লাভ করে।
v) শিখন সঞ্চালন সমস্যা সমাধানকারী প্রক্রিয়া। অর্থাৎ শিখন সঞ্চালন ব্যক্তিকে সমস্যা সমাধানের সহায়তা করে। কারণ পূর্বে শেখা বিষয়বস্তু ব্যক্তি পরবর্তীকালে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করে সেই সমস্যার সমাধান করতে সক্ষম হয়।
আরোও পোস্ট পড়ুন – Click Here Now |
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, শিখন সঞ্চালন (Transfer of Learning) ব্যক্তির শিখনকে আরো উন্নত করতে সহায়তা করে থাকে। অর্থাৎ ব্যক্তি পূর্বে শেখা বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেনতুন কোনো বিষয়বস্তু বা জ্ঞান বা দক্ষতার বিকশিত করতে পারে। তাই শিখন সঞ্চালন ব্যক্তিকে দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা করে থাকে। তাই ব্যক্তি জীবনে শিখন সঞ্চালনের মাধ্যমে ব্যক্তির জ্ঞান ও অভিজ্ঞতার বিকাশ লাভ সম্ভব হয় এ কথা নিঃসন্দেহে বলা যায়।
তথ্যসূত্র (Reference)
- A. Woolfolk – Educational Psychology – Pearson Education
- J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
- J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
- S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
- S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
- S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
- E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
- L. E. Berk – Child Development – PHI Ltd
- Internet Sources
প্রশ্ন – শিখন সঞ্চালন বলতে কি বোঝো
উত্তর – শিখন সঞ্চালন হল পূর্বে শেখা কোনো বিষয়বস্তু বা জ্ঞান বা দক্ষতা পরবর্তী কাজের ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সেই কাজটিকে সহজসাধ্য করে তোলা। অর্থাৎ শিখন সঞ্চালন হল কোনো বিষয় শিখন অন্য কোনো শিখনের বিষয়ের উপর প্রভাব বিস্তার।
আরোও পড়ুন
- শিশুর বৃদ্ধি ও বিকাশ | বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য | 10 Difference Between Growth and Development
- বৃদ্ধি কাকে বলে | বৃদ্ধির বৈশিষ্ট্য | 4 Definition of Growth
- বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য | Characteristics of Growth and Development
- জীবন বিকাশের বিভিন্ন স্তর গুলি আলোচনা কর | 4 Stages of Human Development
- শিখন কাকে বলে | শিখনের বৈশিষ্ট্য | 5 Definition and Characteristics of Learning
- ব্যক্তিত্ব কাকে বলে | ভালো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য | 5 Definition and Characteristics of Personality