Share on WhatsApp Share on Telegram

রাশিবিজ্ঞান কাকে বলে বা পরিসংখ্যান কাকে বলে | 5 Definition of Statistics

Join Our Channels

শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান একটি বহুল প্রচলিত বিষয়। রাশিবিজ্ঞান কাকে বলে বা পরিসংখ্যান কাকে বলে (Definition of Statistics) সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হল।

প্রাচীনকালে রাষ্ট্রের জনসংখ্যা সমস্যা, জনসংখ্যার হিসাব নিকাশ, উৎপন্ন দ্রব্য সামগ্রিক হিসাব, জন্ম মৃত্যুর হিসাব ও অনুপাত প্রভৃতি প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য রাশিবিজ্ঞান কৌশল ব্যবহৃত হতো। কিন্তু সময়ের সাথে সাথে রাশিবিজ্ঞানের ব্যবহারের পরিধি বৃদ্ধি পায় এবং বর্তমানে রাশিবিজ্ঞান শিক্ষা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান কাকে বলে | What is Statistics

ইংরাজি Statistics শব্দটি State অথবা রাষ্ট্র থেকে এসেছে। প্রাচীন অর্থে এই শব্দটি সমস্ত সংবাদ ও তথ্য বোঝাতে যা কর আদায়, গঠন প্রভৃতি কাজের জন্য রাষ্ট্রের প্রয়োজনে ব্যবহৃত হতো।

একবচন অর্থে Statistics বলতে বোঝায় এক ধরনের বিজ্ঞান, যা সাংক্ষগত তথ্যের সংকলন, বিশ্লেষণ, সংক্ষিপ্তকরণ ও তাৎপর্য নির্ণয়ে বিশেষ সাহায্য করে।

বহুবচন অর্থে Statistics বলতে কতকগুলি সংখ্যামানকে বোঝায়, যা গণনা বা পরিমাপের ক্ষেত্রে পাওয়া যায় এবং যেটি ডেটা বা তথ্যাবলী নামে পরিচিত।

রাশিবিজ্ঞানের সংজ্ঞা | Definition of Statistics

বিভিন্ন রাশিবৈজ্ঞানিক রাশিবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা (Definition of Statistics) দিয়েছেন, সেগুলি হল নিম্নলিখিত –

📌 Lovit বলেছেন – রাশিবিজ্ঞান হল সেই বিজ্ঞান যা বিভিন্ন ঘটনার ব্যাখ্যা, তাদের বর্ণনা এবং তুলনা করার জন্য আবশ্যিক সংখ্যামূলক তথ্যাবলী সংগ্রহ, শ্রেণীবিন্যাস এবং সারণি করণ করে।

অর্থাৎ “Statistics is the science which deals with collection, classification and tabulation of numerical facts as the bases of explanation, description and comparison of phenomenon.”

📌 সুটক্লিফ বলেছেন – পরিসংখ্যান বা রাশিবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা তথ্যসমূহের সংগ্রহ, সারণীকরণ, উপস্থাপন, বিশ্লেষণ একটি নির্দিষ্ট উপায়ে করতে সাহায্য করে এবং যার সংকলনে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয় না এবং যা পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য অনুসারে সংকলিত হয়।

📌 Encyclopedia Britannica -তে বলা হয়েছে – পরিসংখ্যান হল এমন একটি কলা এবং বিজ্ঞান, যার মাধ্যমে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং গ্রহণ করা হয়।

📌 বিশিষ্ট অধ্যাপক Boddington বলেছেন – পরিসংখ্যান হল অনুমান এবং সম্ভাবনার বিজ্ঞান।

তাই রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান হলো এক ধরনের গাণিতিক বিজ্ঞান যা মূলত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা ও তথ্যকে সহজে পরিবেশন করে থাকে। অর্থাৎ পরিসংখ্যান হল সংখ্যা বিষয়ক বিজ্ঞান। এখানে তথ্য বিশ্লেষণের মাধ্যমে তথ্য সংগ্রহ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা যায়।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, পরিসংখ্যান বা রাশিবিজ্ঞান (Definition of Statistics) হল এমন এক বিজ্ঞান যা সাহায্যে বিভিন্ন সংগৃহীত তথ্যগুলিকে সংকলিত করা যায়, যার কারণে তৈরি করা যায় ও সেগুলিকে সুবিন্যস্ত করা যায় এবং সেগুলির তাৎপর্যও নির্ণয় করা যায়।

তথ্যসূত্র (Reference)

  • Essentials of Examinations System: Evaluation, Test and Measurement – J.C. Aggarwal – Vikash Publishing House Pvt. Ltd.
  • Statistics in Psychology and Education – S.K. Mangal – PHI Learning Pvt. Ltd.
  • E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
  • L. E. Berk – Child Development – PHI Ltd
  • Internet Sources

প্রশ্ন – রাশিবিজ্ঞান এর অর্থ কি?

উত্তর – রাশিবিজ্ঞান হল কতকগুলি সংখ্যামান যা গণনা বা পরিমাপের ক্ষেত্রে পাওয়া যায়।

প্রশ্ন – আধুনিক রাশি বিজ্ঞানের জনক কে ছিলেন?

উত্তর – আধুনিক রাশি বিজ্ঞানের জনক হলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। তিনি ১৮৯৩ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন, তাঁর আদি বাড়ি ছিল ঢাকায়। তিনি ১৯১২ সালে পদার্থ বিজ্ঞানে (অনার্স) নিয়ে বিএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন।

প্রশ্ন – রাশিবিজ্ঞানের কাঁচা তথ্য কাকে বলে

উত্তর – যে তথ্যগুলি সরাসরি সংগ্রহ করা হয় এবং যেগুলি আগে ব্যবহৃত হয়নি সেগুলিকে রাশিবিজ্ঞানের কাঁচা তথ্য বলে।

প্রশ্ন – পরিসংখ্যান কাকে বলে উদাহরণ দাও?

উত্তর – পরিসংখ্যান হল এক ধরনের গাণিতিক বিজ্ঞান যা মূলত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা প্রভৃতি নিয়ে কাজ করে। তাই পরিসংখ্যান হল সংখ্যা বিষয়ক বিজ্ঞান। এর উদাহরণ হল – দেশের জনসংখ্যার গতি প্রকৃতি নির্ধারণ বা শিক্ষার্থীদের পারদর্শী থাকে পরিসংখ্যার মাধ্যমে বিচার বিশ্লেষণ।

প্রশ্ন – শ্রেণী দৈর্ঘ্য কাকে বলে

উত্তর – কোনো শ্রেণীর অন্তর্গত উর্ধ্বসীমা ও নিম্নসীমার পার্থক্যকে শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণি ব্যবধান (Class Interval) বলে। উদাহরণস্বরূপ বলা যায় – 5-7, 8-10, 11-13 এই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণি ব্যবধান (i) হল – 3

প্রশ্ন – ট্যালি মার্ক কাকে বলে

উত্তর – কোনো কাঁচা তথ্যকে যখন বিন্যস্ত ভাবে সাজানোর জন্য পরিসংখ্যান পদ্ধতি ব্যবহারের মাধ্যমে পরিসংখ্যানগুলিকে বোঝার জন্য বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় তখন তাকে ট্যালি মার্ক বলে। ট্যালি মার্কের চিহ্নটি হল “|” চিহ্ন।

আরোও পড়ুন

Rate this post

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

A dedicated educator with 10+ years of teaching experience

He is also an active contributor on Quora, where he shares expert insights on education and social issues.

Leave a Comment

close