ব্যক্তিত্বের সংলক্ষণ হল ব্যক্তির নিজস্ব আচরণ, প্রক্ষোভ, জ্ঞান প্রভৃতির একটি ধারাবাহিক প্রকৃতির। ব্যক্তিত্বের সংলক্ষণ (Personality Traits) ব্যক্তিকে অন্য সকলের থেকে অনন্য বা আলাদা করে তোলে।
ব্যক্তিত্বের সংলক্ষন একটি ব্যক্তিত্বের গুন বা বৈশিষ্ট্য যা ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতিবিধানের ক্ষেত্রে সাহায্য করে। তাই ব্যক্তিত্ব সংলক্ষণের মাধ্যমে ব্যক্তিত্বের গুন বা বৈশিষ্ট্য প্রকাশিত হয়।
ব্যক্তিত্বের সংলক্ষণ কি | Personality Traits
বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যক্তিত্বের সংলক্ষণকে ব্যাখ্যা করেছেন। ব্যক্তিত্বের সংলক্ষণ কি এ বিষয়ে বিভিন্ন সংজ্ঞা থেকে সম্যক ধারণা পাওয়া যায়। কি হলো সেগুলি হল নিম্নলিখিত –
i) জার্মান ব্রিটিশ মনোবিজ্ঞানী আইসেঙ্ক (Hans Jurgen Eysenck)-এর বলেছেন,
ব্যক্তিত্বের সংলক্ষণ হল আচরণের মাত্রা যার ওপর ভিত্তি করে ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য হয়ে থাকে । (“Personality traits are dimensions of behavior along which individuals vary.”)
ii) ব্রিটিশ আমেরিকান মনোবিজ্ঞানী রেমন্ড ক্যাটেল (Raymond BernardCattell)-এর বলেছেন,
ব্যক্তিত্বের সংলক্ষণগুলি হল ব্যক্তিত্বের মূল এককসমূহ যা মানুষের আচরণের মধ্যে নিহিত থাকে এবং আচরণকে প্রভাবিত করে। (“Personality traits are basic units of personality that underlie and influence behavior.”)
iii) আমেরিকান মনোবিজ্ঞানী অ্যালবার্ট বান্দুরা (Albert Bandura)-র বলেছেন,
ব্যক্তিত্বের সংলক্ষণগুলি কেবলমাত্র ব্যক্তির অভ্যন্তরীণ সঞ্চিত গুণাবলি নয় বরং এখানে জ্ঞানমূলক এবং পরিবেশগত একাধিক উপাদান থাকে। (“Personality traits are not just internal dispositions but also involve cognitive and environmental factors.”)
ব্যক্তিত্বের সংলক্ষণের বৈশিষ্ট্য
ব্যক্তিত্বের সংলক্ষণের বৈশিষ্ট্য গুলি হল –
i) ব্যক্তিত্বের সংলক্ষন ব্যক্তিত্বের মূল একক
ব্যক্তিত্বের সংলক্ষন ব্যক্তিত্ব গঠনের ধারক ও বাহক। অর্থাৎ ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে সংলক্ষণের ভূমিকা পরিলক্ষিত হয়। তাই এটি ব্যক্তিত্বের মূল একক।
ii) আচরণমূলক
ব্যক্তিত্বের সংলক্ষন আচরণমূলক প্রকৃতি। অর্থাৎ এর মাধ্যমে ব্যক্তির আচরণ ধারা প্রকাশিত হয়ে থাকে। তাই ব্যক্তির আচরণ ধারার মধ্যে ব্যক্তিত্ব নিহিত থাকে যেগুলি সংলক্ষণ দ্বারা প্রভাবিত হয়।
iii) পর্যবেক্ষণযোগ্য এবং প্রকাশমান
ব্যক্তিত্বের সংলক্ষন পর্যবেক্ষণ যোগ্য এবং প্রকাশ মান প্রকৃতির। অর্থাৎ এর উপর ভিত্তি করে ব্যক্তিত্ব পরিমাপ করা সম্ভবপর হয়। তাই ব্যক্তির আচরণ ধারা কেমন হবে তা সংলক্ষন দ্বারা বোঝা যায়। আর এটি পর্যবেক্ষণযোগ্য এবং ব্যক্তির প্রকাশ মান প্রকৃতির হয়ে থাকে।
iv) ব্যক্তিত্বের অন্যতম নির্ধারক
ব্যক্তিত্বের সংলক্ষন ব্যক্তিত্বের অন্যতম নির্ধারক। তাই মনোবিদ ক্যাটেল বলেছেন – ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে যে সকল উপাদান কার্যকরী হয় সেগুলি হল সংলক্ষণ।
আরোও পোস্ট পড়ুন – Click Here Now |
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, ব্যক্তিত্বের সংলক্ষণ ব্যক্তির ধারাবাহিক আচরণ এবং ব্যক্তির বৈশিষ্ট্যগুলিকে পরিমাপ করতে সক্ষম হয়। অর্থাৎ ব্যক্তিত্বের সংলক্ষণের মাধ্যমে ব্যক্তিত্বের পরিমাপ ও মূল্যায়ন করা হয়। তাই ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে সংরক্ষণ গুলি বিশেষ ভূমিকা পালন করে।
তথ্যসূত্র (Reference)
- A. Woolfolk – Educational Psychology – Pearson Education
- J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
- J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
- S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
- S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
- S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
- E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
- L. E. Berk – Child Development – PHI Ltd
- Internet Sources
প্রশ্ন – সংলক্ষণ বলতে কি বোঝায়?
উত্তর – বিশিষ্ট মনোবিদ ক্যাটেল বলেছেন – ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে যে সকল উপাদান মূলক বৈশিষ্ট্য কার্যকরী হয়ে ওঠে বা ক্রিয়াশীল হয়ে ওঠে সেগুলোকে বলে সংলক্ষণ।
আরোও পড়ুন
- শিশুর বৃদ্ধি ও বিকাশ | বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য | 10 Difference Between Growth and Development
- বৃদ্ধি কাকে বলে | বৃদ্ধির বৈশিষ্ট্য | 4 Definition of Growth
- বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য | Characteristics of Growth and Development
- জীবন বিকাশের বিভিন্ন স্তর গুলি আলোচনা কর | 4 Stages of Human Development
- শিখন কাকে বলে | শিখনের বৈশিষ্ট্য | 5 Definition and Characteristics of Learning
- ব্যক্তিত্ব কাকে বলে | ভালো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য (5 Definition and Characteristics of Personality)