Share on WhatsApp Share on Telegram

শিক্ষা প্রযুক্তি বিদ্যার প্রয়োজনীয়তা | 10 Needs of Educational Technology

Join Our Channels

আধুনিক শিক্ষাব্যবস্থা প্রযুক্তি ছাড়া একেবারে অচল। তাই শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে শিক্ষণ শিখন প্রক্রিয়ায় শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা (Needs of Educational Technology) বিশেষ গুরুত্বপূর্ণ।

র্তমান যুগে শিক্ষা প্রযুক্তি বিদ্যা (Educational Technology) শিক্ষার মানোন্নয়নে এক অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ, পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থা বিশেষভাবে কার্যকর হয়। এখানে আমরা শিক্ষা প্রযুক্তির ১০টি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব।

শিক্ষা প্রযুক্তি বিদ্যার প্রয়োজনীয়তা | Needs of Educational Technology

শিক্ষণ শিখন প্রক্রিয়ায় শিক্ষা প্রযুক্তিবিদ্যা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে বর্তমানে শিক্ষায় শ্রেণিকক্ষে (Technology in modern classrooms) স্বাভাবিকভাবে প্রযুক্তির অনুপ্রবেশ ঘটেছে। প্রযুক্তি ছাড়া বর্তমান শিক্ষাব্যবস্থাকে কল্পনা করা যায় না। তাই শিক্ষাপ্রযুক্তির ব্যবহার শিক্ষণ শিখন প্রক্রিয়া সহ সমগ্র শিক্ষা প্রক্রিয়া সহজতর হয়ে উঠেছে।

সাধারণভাবে শিক্ষা প্রযুক্তিবিদ্যা হল শিক্ষার উদ্দেশ্যমুখী উপযুক্ত শিখন পরিবেশ ও নির্দেশ দানের কৌশল রচনা করা। বিশিষ্ট শিক্ষা প্রযুক্তিবিদ্‌ R.M Gagne বলেছেন – সমগ্র শিক্ষা প্রক্রিয়াটি হল একটি সিস্টেম। আর শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো শিক্ষণ প্রক্রিয়া সুষ্ঠু পরিচালনার জন্য এবং ফলাফল বিচার করার জন্য বিভিন্ন ধরনের কৌশল উদ্ভাবন করে।

তাই শিক্ষণ শিখন প্রক্রিয়ায় শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা (Needs of Educational Technology) যে সমস্ত দিক থেকে বিশেষভাবে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –

শিক্ষণের গুণমান বৃদ্ধি | Improvement of the quality of teaching

শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিক্ষণ শিখন প্রক্রিয়াকে কার্যকরী ও উন্নত করতে সহায়তা করে। অর্থাৎ শিক্ষনের গুণগত মানোন্নয়নের জন্য শিক্ষা প্রযুক্তিবিদ্যায় বিভিন্ন ধরনের উন্নত এবং প্রেষণামূলক প্রোগ্রাম (যেমন – ICT – Information Communication Technology, কম্পিউটার, শিক্ষণ যন্ত্র প্রভৃতি) ব্যবহারের মাধ্যমে শিক্ষণ শিখন প্রক্রিয়াকে আরো কার্যকরী করা যায়।

ব্যক্তিগত নির্দেশনা প্রদান | Individual Instruction

ব্যক্তিগতভাবে নির্দেশনা প্রধানের ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তিবিদ্যা বিশেষ ভূমিকা পালন করে। এক্ষেত্রে স্বয়ং নির্দেশনামূলক প্রোগ্রামের ব্যবহার করা হয়ে থাকে। ফলে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া দ্রুতত্বর ও কার্যকরী হয়।

শিক্ষায় সমসুযোগ প্রদান | Equalising Educational Opportunity

শিক্ষা প্রযুক্তিবিদ্যার মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক, সামাজিক ও ভৌগোলিক অবস্থা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের শিক্ষায় সমসুযোগ প্রদানে বিশেষ সহায়তা করে। অর্থাৎ শিক্ষা প্রযুক্তিবিদ্যা সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে। যা শিক্ষা সমসুযোগের নীতিকে গ্রহণ করে থাকে।

কার্যকর শিক্ষাদান | Effective Teaching

শিক্ষা প্রযুক্তি বিদ্যা শিক্ষককে মাল্টিমিডিয়া, প্রেজেন্টেশন ও ইন্টার‍্যাকটিভ টুলস ব্যবহারে সহায়তা করে। ফলে বর্তমানে শ্রেণিকক্ষে শিক্ষণ শিখন প্রক্রিয়া (Technology in modern classrooms) দ্রুত ও কার্যকর হয়। অর্থাৎ শিক্ষার্থীরা সহজে জ্ঞান লাভ করতে পারে।

বিন্যাসিত পাঠ পরিকল্পনা | Structured Lesson Planning

শিক্ষকগণ প্রযুক্তির মাধ্যমে সহজেই পাঠ পরিকল্পনা করতে পারেন যেমন Google Docs বা Lesson Planning সফটওয়্যার। এই পরিকল্পনায় দিন অনুযায়ী বিষয়বস্তু, কার্যক্রম ও মূল্যায়ন যুক্ত করা যায়। ফলে পাঠদান আরও ধারাবাহিক ও ফলপ্রসূ হয়। এটি শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ।

শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি | Teacher Empowerment through ICT

শিক্ষা প্রযুক্তিবিদ্যা ব্যবহারে শিক্ষকগণ ডিজিটাল কনটেন্ট তৈরি ও উপস্থাপনায় দক্ষ হন অনলাইন কোর্স, ডিজিটাল টুলস ও এডটেক সফটওয়্যারে প্রশিক্ষণ পাওয়া যায়। ফলে তারা আরও আত্মবিশ্বাসী ও আপ-টু-ডেট থাকেন।

পাঠ মূল্যায়নের আধুনিকীকরণ | Modern Assessment Tools

শিক্ষা প্রযুক্তির মধ্যে অন্তর্ভুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যেমন – গুগল ফর্ম, কাহুট, কুইজ ইত্যাদি ব্যবহার করে মুহূর্তেই মূল্যায়ন করা সম্ভব। শিক্ষকগণ স্বয়ংক্রিয়ভাবে ফলাফল ও বিশ্লেষণ পেতে পারেন। ফলে এটি সময় বাঁচায় ও মূল্যায়নের নির্ভুলতা বাড়ায়।

দূরশিক্ষা সহজীকরণ | Facilitating Distance Learning

শিক্ষা প্রযুক্তির ব্যবহারে ঘরে বসেই শিক্ষার্থীরা ক্লাস করতে পারে। যেমন – Zoom, Google Meet বা YouTube-এর মাধ্যমে শিক্ষকেরা অনলাইনে রেকর্ডেড বা লাইভ ক্লাস নিতে পারেন।
তাই ইন্টারনেট সংযোগ থাকলেই দেশের যেকোনো প্রান্ত থেকে শিক্ষা নেওয়া যায়। ফলে এটি গ্রামের শিক্ষার্থীদের জন্য বিশেষ উপকারী।

সৃষ্টিশীলতা বৃদ্ধি | Encouraging Creativity

শিক্ষা প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা ভিডিও তৈরি, প্রেজেন্টেশন, কোডিং, ডিজাইন ইত্যাদি শেখে।এতে শুধু পাঠ্যবইয়ের বাইরে গিয়ে বাস্তব দক্ষতা অর্জন সম্ভব হয়। যেমন – Blog writing, animation বা robotics প্রজেক্টে শিক্ষার্থীরা অংশ নেয়। ফলে শেখার সঙ্গে সৃষ্টিশীলতা যুক্ত হয়ে যায়।

ভবিষ্যতের জন্য প্রস্তুতি | Future-Readiness

ডিজিটাল স্কিল যেমন – টাইপিং, কোডিং, অনলাইন টুলস ব্যবহার এখনকার শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য জরুরি। শিক্ষা প্রযুক্তি ভবিষ্যতের কর্মসংস্থান ও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে।
বিশ্বায়নের যুগে টেকনোলজি-স্মার্ট শিক্ষার্থীদের চাহিদা বাড়ছে। তাই এখনকার শিক্ষা প্রযুক্তিনির্ভর হওয়াই বাঞ্ছনীয়।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, শিক্ষা প্রযুক্তিবিদ্যা (Educational Technology) আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। এটি বর্তমান শিক্ষাকে আরো বেশি কার্যকর ও সফল করে তুলতে সহায়তা করে। তাই বিশিষ্ট শিক্ষাবিদ E. H. Hadden -এর মতে, শিক্ষা প্রযুক্তিবিদ্যা হল তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষাবিজ্ঞানের একটি শাখা, যেখানে মূলত শিখন সহায়ক কৌশল গুলির উদ্ভাবন ও নিয়ন্ত্রণ সম্বন্ধে আলোচনা করা হয়।

তাই শিক্ষা প্রযুক্তি বিদ্যা (Educational Technology) শুধুমাত্র পাঠদানের একটি মাধ্যম নয়, বরং শিক্ষার গুণগত মান ও সমতার অন্যতম হাতিয়ার। আধুনিক যুগে এর যথাযথ প্রয়োগ শিক্ষাকে করে তুলছে আরও সমৃদ্ধ, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক।

তথ্যসূত্র (References)

  • Aggarwal, I. E.: Essentials of Educational Technology: Teaching Learning, Vikash Publishing House Pvt. Ltd. 2001, New Delhi.
  • Bhatt
  • Bhatt and Sharma S. R.: Educational Technology, Kanika Publishing House, New Delhi.
  • Chauhan, S. S.: Innovations in Teaching Learning Process, Vikash Publication, 1990, New Delhi.
  • Hornby, A.S. 1995. Oxford Advanced Learner Dictionary. New York: Oxford University Press
  • Hughes, R. (2002). Teaching and researching speaking. Edinburgh: Pearson Education.
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Needs of Educational Technology
  • Internet sources

প্রশ্ন – শিক্ষা প্রযুক্তি কেন প্রয়োজন?

উত্তর – বর্তমানে শিক্ষা প্রযুক্তি প্রয়োজন কারণ এটি পাঠদানে গতি আনে, শিক্ষাকে ইন্টার‍্যাকটিভ করে এবং শিক্ষার্থীর শিখনের প্রতি আগ্রহ বাড়ায়।

প্রশ্ন – কোন কোন ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তি ব্যবহার করা হয়?

উত্তর – শিক্ষা প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রগুলি হল – পাঠ পরিকল্পনা, মূল্যায়ন, অনলাইন ক্লাস, মাল্টিমিডিয়া উপস্থাপন ইত্যাদি।

আরোও পড়ুন

Rate this post

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

A dedicated educator with 10+ years of teaching experience, UGC NET Qualified, and holder of MA, B.Ed, and M.Phil in Education (University of Calcutta).

He has authored several books published by Aheli Publication, such as Communication Skills, Aspect of Democratic Citizenship, Sociological Foundation of Education, Computer Applications, Fundamentals of Education, Educational Organization and Planning, and Educational Research.

He is also an active contributor on Quora, where he shares expert insights on education, history, and social issues.

Leave a Comment

close