Share on WhatsApp Share on Telegram

ব্যক্তিত্বের সংলক্ষণ কি | এর বৈশিষ্ট্য | Personality Traits

ব্যক্তিত্বের সংলক্ষণ হল ব্যক্তির নিজস্ব আচরণ, প্রক্ষোভ, জ্ঞান প্রভৃতির একটি ধারাবাহিক প্রকৃতির। ব্যক্তিত্বের সংলক্ষণ (Personality Traits) ব্যক্তিকে অন্য সকলের থেকে অনন্য বা আলাদা করে তোলে।

ব্যক্তিত্বের সংলক্ষন একটি ব্যক্তিত্বের গুন বা বৈশিষ্ট্য যা ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতিবিধানের ক্ষেত্রে সাহায্য করে। তাই ব্যক্তিত্ব সংলক্ষণের মাধ্যমে ব্যক্তিত্বের গুন বা বৈশিষ্ট্য প্রকাশিত হয়।

ব্যক্তিত্বের সংলক্ষণ কি | Personality Traits

বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যক্তিত্বের সংলক্ষণ (Personality traits psychology)-কে ব্যাখ্যা করেছেন। ব্যক্তিত্বের সংলক্ষণ কি এ বিষয়ে বিভিন্ন সংজ্ঞা থেকে সম্যক ধারণা পাওয়া যায়। সেগুলি হল নিম্নলিখিত –

i) জার্মান ব্রিটিশ মনোবিজ্ঞানী আইসেঙ্ক (Hans Jurgen Eysenck) বলেছেন,

ব্যক্তিত্বের সংলক্ষণ হল আচরণের মাত্রা যার ওপর ভিত্তি করে ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য হয়ে থাকে । (“Personality traits are dimensions of behavior along which individuals vary.”)

ii) ব্রিটিশ আমেরিকান মনোবিজ্ঞানী রেমন্ড ক্যাটেল (Raymond BernardCattell) বলেছেন,

ব্যক্তিত্বের সংলক্ষণগুলি হল ব্যক্তিত্বের মূল এককসমূহ যা মানুষের আচরণের মধ্যে নিহিত থাকে এবং আচরণকে প্রভাবিত করে। (“Personality traits are basic units of personality that underlie and influence behavior.”)

iii) আমেরিকান মনোবিজ্ঞানী অ্যালবার্ট বান্দুরা (Albert Bandura) বলেছেন,

ব্যক্তিত্বের সংলক্ষণগুলি কেবলমাত্র ব্যক্তির অভ্যন্তরীণ সঞ্চিত গুণাবলি নয় বরং এখানে জ্ঞানমূলক এবং পরিবেশগত একাধিক উপাদান থাকে। (“Personality traits are not just internal dispositions but also involve cognitive and environmental factors.”)

ব্যক্তিত্বের সংলক্ষণের বৈশিষ্ট্য | Characteristics of Personality Traits

শিক্ষা ও জীবনের বিভিন্ন পরিপ্রেক্ষিতে ব্যক্তিত্বের সংরক্ষণ (Preservation of Personality) একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি মানুষের কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকে যা তার আচরণ, চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে। ব্যক্তিত্বের সংলক্ষণের বিভিন্ন বৈশিষ্ট্য (Characteristics of personality traits) পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –

ব্যক্তিত্বের সংলক্ষন ব্যক্তিত্বের মূল একক | Core components of personality

ব্যক্তিত্বের সংলক্ষন ব্যক্তিত্ব গঠনের ধারক ও বাহক। একজন ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে কিছু মৌলিক একক (unit) থাকে। যেমন – চিন্তা, অনুভূতি, প্রেরণা এবং মূল্যবোধ। অর্থাৎ ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে সংলক্ষণের ভূমিকা পরিলক্ষিত হয়। তাই এটি ব্যক্তিত্বের মূল একক। এসব এককের ভিত্তিতে ব্যক্তির মানসিক পরিচয় ও কার্যকলাপ গড়ে ওঠে।

আচরণমূলক | Behavioral traits

ব্যক্তিত্বের সংলক্ষন আচরণমূলক প্রকৃতি। অর্থাৎ এর মাধ্যমে ব্যক্তির আচরণ ধারা প্রকাশিত হয়ে থাকে। তাই ব্যক্তির আচরণ ধারার মধ্যে ব্যক্তিত্ব নিহিত থাকে যেগুলি সংলক্ষণ দ্বারা প্রভাবিত হয়। একজন ব্যক্তির শিষ্টাচার, সামাজিকতা, উদারতা ইত্যাদি তার আচরণগত গুণ। এই বৈশিষ্ট্যগুলো ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ এবং মূল্যায়নের প্রধান উপাদান।

পর্যবেক্ষণযোগ্য এবং প্রকাশমান | Observable human behavior

ব্যক্তিত্বের সংলক্ষন পর্যবেক্ষণযোগ্য এবং প্রকাশমান প্রকৃতির। এর উপর ভিত্তি করে ব্যক্তিত্ব পরিমাপ করা সম্ভবপর হয়। যেমন – হাসি, দৃষ্টি, অঙ্গভঙ্গি ইত্যাদি। এইসব বৈশিষ্ট্য ব্যক্তি সম্পর্কে সামাজিক ও মানসিক বার্তা বহন করে, যা তার ব্যক্তিত্ব বোঝাতে সাহায্য করে। তাই ব্যক্তির আচরণ ধারা কেমন হবে তা সংলক্ষন দ্বারা বোঝা যায়। আর এটি পর্যবেক্ষণযোগ্য এবং ব্যক্তির প্রকাশ মান প্রকৃতির হয়ে থাকে।

ব্যক্তিত্বের অন্যতম নির্ধারক | Factors influencing personality development

ব্যক্তিত্বের সংলক্ষন ব্যক্তিত্বের অন্যতম নির্ধারক। তাই মনোবিদ ক্যাটেল বলেছেন – ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে যে সকল উপাদান কার্যকরী হয় সেগুলি হল সংলক্ষণ। এসব নির্ধারক একত্রে ব্যক্তির বোধ, অনুভব, ও মূল্যবোধ গড়ে তোলে। ফলে একজন ব্যক্তির ব্যক্তিত্ব কেবল জন্মগত নয়, বরং গঠনমূলকও।

জৈবিক ও পরিবেশগত নির্ভরতা | Biological and Environmental Influence

ব্যক্তিত্ব গঠনে উত্তরাধিকার (জিন), স্নায়ুতন্ত্র, হরমোন এবং পরিবেশ (যেমন – পারিবারিক সম্পর্ক, শিক্ষা, সংস্কৃতি) প্রভৃতি সমানভাবে কার্যকর ভূমিকা রাখে। তাই ব্যক্তিত্বের সংলক্ষন জৈবিক ও পরিবেশগত নির্ভরতার উপর ভিত্তি করে গড়ে ওঠে।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

এগুলি ছাড়াও ব্যক্তিত্বের সংলক্ষণ (Characteristics of personality traits) -এর আরোও অন্যতম বৈশিষ্ট্য গুলি হল –

i) ব্যক্তিত্বের সংলক্ষণ পরিমাপযোগ্য। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে বৈশিষ্ট্যগুলি কত পরিমাণে বিদ্যমান তা পরিমাপ করা যায়। 

ii) ব্যক্তিত্বের সংলক্ষণগুলি স্থায়ী নয়, বরং নমনীয়। অর্থাৎ এটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। 

iii) ব্যক্তিত্বের সংলক্ষন ভিন্নতাধর্মী (Unique personality traits) প্রকৃতির হয়ে থাকে। এই ভিন্নতা মানুষের আচরণ, চিন্তা ও অনুভূতির ক্ষেত্রে বৈচিত্র্য সৃষ্টি করে এবং সমাজে পারস্পরিক স্বাতন্ত্র্য বজায় রাখে।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, ব্যক্তিত্বের সংলক্ষণ ব্যক্তির ধারাবাহিক আচরণ এবং ব্যক্তির বৈশিষ্ট্যগুলিকে পরিমাপ করতে সক্ষম হয়। অর্থাৎ ব্যক্তিত্বের সংলক্ষণের মাধ্যমে ব্যক্তিত্বের পরিমাপ ও মূল্যায়ন করা হয়। তাই ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে সংরক্ষণ গুলি বিশেষ ভূমিকা পালন করে।

তথ্যসূত্র (Reference)

  • A. Woolfolk – Educational Psychology – Pearson Education
  • J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
  • J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
  • S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
  • S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
  • S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
  • E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
  • L. E. Berk – Child Development – PHI Ltd
  • Internet Sources

প্রশ্ন – সংলক্ষণ বলতে কি বোঝায়?

উত্তর – বিশিষ্ট মনোবিদ ক্যাটেল বলেছেন – ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে যে সকল উপাদান মূলক বৈশিষ্ট্য কার্যকরী হয়ে ওঠে বা ক্রিয়াশীল হয়ে ওঠে সেগুলোকে বলে সংলক্ষণ।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

A committed teacher with more than ten years of teaching experience at a general degree college, focused on academic excellence and the overall development of students.

2 thoughts on “ব্যক্তিত্বের সংলক্ষণ কি | এর বৈশিষ্ট্য | Personality Traits”

Leave a Comment

close