সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ | Types of Co Curricular Activities

আধুনিক শিক্ষা ক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলী শিশুর সর্বাঙ্গীন বিকাশের উপযোগী। বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী বা সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ (Types of Co Curricular Activities) গুলি বর্তমান শিক্ষায় বিশেষভাবে উপযোগী।

বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রকারের সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকারের সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের সার্বিক বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী।

সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ | Types of Co Curricular Activities

শিক্ষার উপাদানের মধ্যে পাঠক্রমের পর সহ পাঠক্রমিক কার্যাবলী বর্তমান শিক্ষা ক্ষেত্রে বিশেষভাবে অনুসৃত হয়ে থাকে। সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়ে থাকে। সেগুলি হল নিম্নলিখিত –

1. শরীরচর্চামূলক কার্যাবলী

সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ গুলির মধ্যে অন্যতম হল শরীরচর্চামূলক কার্যাবলী। যে সমস্ত কার্যাবলী শিক্ষার্থীদের শারীরিক বিকাশের উপযোগী, তাকে শরীরচর্চামূলক কার্যাবলী বলা হয়ে থাকে।

শরীরচর্চামূলক কার্যাবলীর মধ্যে অন্যতম কার্যাবলী গুলি হল – ব্যায়াম, খেলাধুলা যেমন – ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস প্রভৃতি।

2. আত্মপ্রকাশমূলক কার্যাবলী

সাধারণভাবে যে সমস্ত কার্যাবলী শিক্ষার্থীদের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন ঘটায় বা আত্মপ্রকাশের সুযোগ দান করে, তাকে আত্মপ্রকাশমূলক কার্যাবলী বলা হয়ে থাকে।

আত্মপ্রকাশমূলক কার্যাবলীর উদাহরণ হল – বিতর্ক সভা, সাহিত্য সভা, অভিনয়, হাতের কাজ প্রভৃতি।

3. সাংস্কৃতিক কার্যাবলী

যে সমস্ত কার্যাবলীর মাধ্যমে সমাজের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা হয় বা সংরক্ষণ ও সঞ্চালন হয় তাকে সাংস্কৃতিক কার্যাবলী বলে।

সাংস্কৃতিক কার্যাবলীর উদাহরণ হল – মহাপুরুষদের জন্ম ও মৃত্যু দিবস পালন, বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা, নাটক প্রভৃতি।

4. সৃজনমূলক কার্যাবলী

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের জন্য যে সমস্ত কার্যাবলী অনুসরণ করা হয় তাকে সৃজনমূলক কার্যাবলী বলে। অর্থাৎ এই কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনক্ষমতার বা সৃষ্টিশীল ক্ষমতার বিকাশ সাধন হয়ে থাকে। ফলে শিক্ষার্থীরা কোনো নতুন নতুন বিষয় আবিষ্কার করে।

সৃজনমূলক কার্যাবলীর উদাহরণ হল – গল্প রচনা, হাতের বিভিন্ন জিনিস তৈরি করা, বাগান করা, অংকন প্রভৃতি।

5. সমাজসেবামূলক কার্যাবলী

যে সমস্ত কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমাজসেবামূলক মনোভাবের বিকাশ ঘটানো সম্ভব হয়, তাকে সমাজসেবামূলক কার্যাবলী বলে। মানুষ সামাজিক জীব। তাই সমাজের উন্নতির ক্ষেত্রে সমাজ সমাজসেবামূলক কার্যাবলী বিশেষভাবে কার্যকরী। এটি সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ গুলির মধ্যে অন্যতম।

সমাজসেবামূলক কার্যাবলীর উদাহরণ হল – রক্তদান শিবির আয়োজন, বনসৃজন, পরিবেশের পরিছন্নতা বজায় রাখা, অরণ্য সপ্তাহ পালন, স্বাস্থ্য সপ্তাহ পালন, NSS প্রভৃতি।

6. অবসরযাপনমূলক কার্যাবলী

যে কার্যাবলীর মাধ্যমে অবসর সময়ে সুন্দরভাবে কাটাতে সাহায্য করে, তাকে অবসরযাপনমূলক কার্যাবলী বলে।

অবসরযাপনমূলক কার্যাবলীর উদাহরণ হল – গল্পের বই পড়া, সাহিত্য আলোচনা, বিজ্ঞান ক্লাব প্রভৃতি।

7. রসবোধমূলক কার্যাবলী

যে কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রসবোধ প্রবণতা জাগিয়ে তোলা সম্ভবপর হয় তাকে রসবোধমূলক কার্যাবলী বলে।

রসবোধমূলক কার্যাবলীর উদাহরণ হল – হাস্যকৌতুক, শিক্ষামূলক ভবন, বক্তৃতা সভা প্রভৃতি।

8. প্রাক্ষোভিক বিকাশমূলক কার্যাবলী

যে কার্যাবলীর মাধ্যমে শিশুদের মধ্যে প্রাক্ষোভিক বিকাশ সাধন সম্ভবপর হয়, তাকে প্রাক্ষোভিক বিকাশমূলক কার্যাবলী বলে।

প্রাক্ষোভিক বিকাশমূলক কার্যাবলীর উদাহরণ হল – নাটক, সংগীত, সাহিত্যচর্চা প্রভৃতি।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, উপরে আলোচিত বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী ((Types of Co Curricular Activities) শিক্ষার্থীদের বিভিন্ন দিকের বিকাশ সাধনে বিশেষভাবে সহায়তা করে। অর্থাৎ শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ সাধনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য।

তথ্যসূত্র (References)

  • Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
  • V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
  • Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Internet sources

প্রশ্ন – সহপাঠক্রমিক কার্যাবলী দুটি উদাহরণ

উত্তর – সহপাঠক্রমিক কার্যাবলী দুটি উদাহরণ হল – খেলাধুলা, ব্যায়াম, সংগীত, রক্তদান শিবির, মহাপুরুষদের জন্ম মৃত্যু দিন পালন প্রভৃতি।

আরোও পড়ুন

Leave a Comment

close