কার্যকরী যোগাযোগের ক্ষেত্রে লিখন দক্ষতা একটি গুরুত্বপূর্ণ এবং সর্বজনবিদিত পদ্ধতি। এর মাধ্যমে ব্যক্তি সহজে যোগাযোগ করতে সক্ষম হয়। তাই লিখন দক্ষতা (Writing Skill) লিখিতভাবে যোগাযোগের ক্ষেত্রে একটি কার্যকরী ব্যবস্থা।
লিখন দক্ষতা কাকে বলে | Writing Skill
মনের ভাব, অনুভূতি, অভিজ্ঞতাবদ্ধ জ্ঞান, কল্পনা প্রভৃতি প্রকাশ করার জন্য লিখিত মাধ্যম ব্যবহার করাকে লিখন দক্ষতা বলে। এটি এমন দক্ষতা যেখানে বিষয়বস্তুর সঠিক ধারণা প্রেরকের কাছে বা পাঠকের কাছে উপস্থাপন করা হয়।
লিখন প্রক্রিয়াকে একটি সচেতন চিন্তন প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়। তাই স্বাধীনভাবে নিজস্ব মতামত ব্যক্ত করার অন্যতম লিখিত মাধ্যম হলো লিখন দক্ষতা। লিখন দক্ষতার জন্য ধারাবাহিক অনুশীলন প্রয়োজন হয়ে পড়ে।
লিখন দক্ষতার বৈশিষ্ট্য | Charecteristics of Writing Skill
লিখন দক্ষতার বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, এগুলি হল –
i) স্পষ্টতা এবং স্বচ্ছতা
স্পষ্টতা এবং স্বচ্ছতা লিখন দক্ষতার অন্যতম বৈশিষ্ট্য। কারণ লেখার বিষয়বস্তু স্পষ্ট স্বচ্ছ না হলে পাঠকের কাছে তা পাঠ করতে অসুবিধা হতে পারে।
ii) সৃজনশীল ও মৌলিকতা
লিখন দক্ষতা একটি সৃজনশীল ও মৌলিক কাজ। এর মাধ্যমে ব্যক্তির অনুভূতি বা সৃজনশীলতা প্রকাশ পায়। তাই এটি সৃজনশীল ও মৌলিকতা যুক্ত প্রক্রিয়া।
iii) সঠিক ব্যাকরণ প্রয়োগ
সঠিকভাবে ব্যাকরণ প্রয়োগ লিখন দক্ষতার অন্যতম দিক। কারণ বানান ভুল ও ব্যাকরণগত ভুল লিখিত বাক্যকে অস্পষ্ট ও দুর্বোধ্য করে তুলতে পারে।
iv) পাঠকের উপযোগিতা
লিখন দক্ষতা বা লিখিত বিষয় পাঠকের উপযোগিতার বিষয়টির উপর গুরুত্ব আরোপ করে। কারণ পাঠকের কাছে যদি অস্পষ্ট বার্তা দেয়, তাহলে লিখিত বিষয় গ্রহণযোগ্য হবে না।
v) ভাষা শৈলী বা শব্দের যথাযথ ব্যবহার
ভাষা শৈলী বা শব্দের যথাযথ ব্যবহার লিখন দক্ষতার অন্যতম বৈশিষ্ট্য। কারণ এটি লেখাকে পাঠকের মনোগ্রাহী করে তুলতে সহায়তা করে।
vi) সঠিক অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ বিন্যাস
লিখন এর ক্ষেত্রে সঠিক অনুচ্ছেদ ও প্যারাগ্রাফ বিন্যাস গুরুত্বপূর্ণ। কারণ এটি লিখিত বিষয়কে পাঠকের কাছে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ করে তোলে।
vii) উপসংহার বা মন্তব্যকরন
প্রতিটা বিষয়ের ক্ষেত্রে একটি উপসংহার বর্তমান। লিখনের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তাই লিখিত বিষয়ের উপসংহার বা মন্তব্যকরন সমস্ত লিখিত বিষয়ের প্রেক্ষাপটকে তুলে ধরে তাই এটি লিখন দক্ষতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
লিখন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা
অন্যান্য দক্ষতার মতো লিখন দক্ষতা একটি অন্যতম দক্ষতা। বহু প্রাচীনকালে লেখার প্রচলন ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন ঘটনা বা বিষয়বস্তু লিখিত আকারে সংরক্ষণ করার রীতি প্রচলিত হয়। তাই বর্তমানে দক্ষতা অর্জন একটি গুরুত্বপূর্ণ বিষয়। লিখন দক্ষতা অর্জনের বিভিন্ন প্রয়োজনীয়তা বর্তমান, সেগুলি হল –
i) লিখন দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের বা ব্যক্তির ভাষার বিকাশ সাধন ঘটে। , তার লিখন দক্ষতা শিক্ষার্থীদের ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত করতে সহায়তা করে।
ii) লিখন দক্ষতার মাধ্যমে ব্যক্তির দ্রুত ও নির্ভুলভাবে ভাষা প্রয়োগের দক্ষতা তৈরি হয়।
iii) লিখন দক্ষতা ব্যক্তির সুন্দর হস্তাক্ষর বা স্পষ্ট হাতের লেখার প্রতি উৎসাহী করে তোলে।
iv) লিখন দক্ষতার মাধ্যমে ব্যক্তির সৃজনশীলতার বা সৌন্দর্যতার বিকাশ ঘটে।
v) লিখন দক্ষতা ব্যক্তির কল্পনা শক্তিকে বৃদ্ধি করে। তাই লিখন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা বর্তমান।
উপসংহার | Conclusion
সর্বোপরি বলা যায়, কথন দক্ষতা, শ্রবণ দক্ষতা, পঠন দক্ষতা প্রভৃতির মত যোগাযোগের প্রাচীনতম পদ্ধতি হলো লিখন দক্ষতা। লিখন দক্ষতার মাধ্যমে ব্যক্তি মনের ভাব সহজে প্রকাশ করতে পারে। যেমন – চিঠিপত্র, ব্যক্তিগত ডায়েরী, সৃজনশীল চিন্তাভাবনা প্রভৃতি লেখার মাধ্যমে ব্যক্ত হয়। তাছাড়া কবি, সাহিত্যিক ও জীবনের অন্যান্য ক্ষেত্রে লেখকগণ লিখনের উপর গুরুত্ব আরোপ করে থাকে। তাই লিখন দক্ষতা ব্যক্তিত্ব বিকাশের একটি অন্যতম দিক।
তথ্যসূত্র | References
- Aggarwal, I. E.: Essentials of Educational Technology: Teaching Learning, Vikash Publishing House Pvt. Ltd. 2001, New Delhi.
- Bhatt
- Bhatt and Sharma S. R.: Educational Technology, Kanika Publishing House, New Delhi.
- Chauhan, S. S.: Innovations in Teaching Learning Process, Vikash Publication, 1990, New Delhi.
- Hornby, A.S. 1995. Oxford Advanced Learner Dictionary. New York: Oxford University Press
- Hughes, R. (2002). Teaching and researching speaking. Edinburgh: Pearson Education.
- Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
- Writing Skill
- Internet sources
প্রশ্ন – স্ব লিখন কাকে বলে
উত্তর – যখন কোনো ব্যক্তি তার নিজস্ব চিন্তাভাবনা, অনুভূতি বা অন্যান্য বিষয় সমূহ লিখনের মাধ্যমে লিপিবদ্ধ করে, তখন তাকে স্ব লিখন বলে। যেমন – ব্যক্তিগত চিঠিপত্র, ডায়েরী, নিজস্ব বই প্রকাশনা প্রভৃতি।
প্রশ্ন – লিখন দক্ষতা বৃদ্ধির উপায়
উত্তর – লিখন দক্ষতা বৃদ্ধির বিভিন্ন উপায় রয়েছে। যেমন – বারবার লেখা অভ্যাস করা, লেখার সময় লেখার উপকরণ গুলি যেমন – খাতা পেন পেন্সিল প্রভৃতি চোখ ও মুখ বরাবর রাখা, সঠিকভাবে বানান উচ্চারণ করে লেখা প্রভৃতি।
আরোও পড়ুন
- কথন দক্ষতা কাকে বলে | বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা | Concept of Speaking Skills
- কার্যকরী যোগাযোগের বাধাসমূহ | 10 Barriers of Effective Communication
- দলগত আলোচনা কাকে বলে | দলগত আলোচনার বৈশিষ্ট্য | Concept and Characteristics of Group Discussion
- দলগত আলোচনার সুবিধা ও অসুবিধা | Advantages and Disadvantages of Group Discussion
- পঠন কাকে বলে | পঠনের বৈশিষ্ট্য গুলি লেখো | Concept of Reading
- বাচনিক ও অবাচনিক যোগাযোগের পার্থক্য | Verbal and Non Verbal Communication Difference
- যোগাযোগ কাকে বলে | যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্য | What is Definition of Communication
- যোগাযোগ কি | যোগাযোগ কত প্রকার ও কি কি | Types of Communication
- যোগাযোগ প্রক্রিয়া কি | যোগাযোগের প্রক্রিয়াসমূহ লেখো | 6 Process of Communication
লিখন দক্ষতা কাকে বলে | বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা | Writing Skill সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।