যে-কোনো শিক্ষার্থীর কাছে দ্বাদশ শ্রেণী বা উচ্চমাধ্যমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে জীবনের গতিপথ নির্ণয় হয়। দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারের জন্য এই শিক্ষা বিজ্ঞান সাজেশন (HS Education Suggestion) শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও অধ্যায়ের প্রস্তুতিতে সহায়তা করবে, ভালো নম্বর অর্জনের পথ করবে মসৃণ।
ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যারা ভবিষ্যতে শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাও বা আরোও এগিয়ে যেতে চাও তাদের কাছে শিক্ষাবিজ্ঞান একটি প্রিয় বিষয় । এই বিষয়ের নম্বর কিভাবে বাড়ানো যাবে তার নির্ভরযোগ্য সাজেশন বা দ্বাদশ শ্রেণী শিক্ষা বিজ্ঞান সাজেশন (WBCHSE Class 12 Education Suggestion) এখানে উল্লেখ করা হল।
দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন |দ্বাদশ শ্রেণির এডুকেশন সাজেশন| HS Education Suggestion
দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন বা দ্বাদশ শ্রেণীর এডুকেশন সাজেশনের চতুর্থ সেমিস্টার (4th Semester) -এর জন্য (Class 12 Education solved question) প্রতিটি অধ্যায়ভিত্তিক উল্লেখ করা হল।
Group – C (20 Marks)
শিখনের মনোবিজ্ঞান ও সুস্থতা Psychology of Learning & Wellbeing
Unit – 1 : শিখন ও শিখন কৌশল (Learning & Learning Machanism)
i) শিখন কাকে বলে? শিখনের বৈশিষ্ট্য গুলি লেখো?
উত্তর – Click here
ii) শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো।
ii) পরিনমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। ****
iii) আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা আলোচনা করো। ****
i) শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি আলোচনা কর অথবা সক্রীয় অনুবর্তন তত্ত্বের পরীক্ষাটি আলোচনা করো।
ii) অপানুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তন তত্ত্বের পরীক্ষাটি লেখ? শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের গুরুত্ব আলোচনা করো।
iii) অনুবর্তন কাকে বলে? শিক্ষা ক্ষেত্রে সক্রিয় অনুবর্তন তত্ত্বটি গুরুত্বসহ আলোচনা করো। ****
Group – D (20 Marks)
শিক্ষাগত প্রযুক্তি বিজ্ঞান এবং শিক্ষায় রাশি বিজ্ঞান (Educational Techology & Statistics in Education)
Unit – 1 : শিক্ষাগত প্রযুক্তি বিজ্ঞান (Educational Techology)
i) কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা গুলি লেখো।
ii) শিক্ষা প্রযুক্তি কি? শিক্ষা ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির অবদান লেখো।
অথবা শিক্ষা প্রযুক্তির যে কোন চারটি সুবিধা সংক্ষেপে লেখো।
Unit – II : শিক্ষায় রাশিবিজ্ঞান (Statistics in Education)
i) কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব লেখো।
ii) নিম্নলিখিত স্কোরগুলি থেকে মিন, মিডিয়ান ও মোড নির্ণয় করো।
Scores | 10-14 | 15-19 | 20-24 | 25-29 | 30-34 |
Frequency | 2 | 3 | 10 | 5 | 5 |
বাকি দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান ফোর সেমিস্টার সাজেশনেরপ্রশ্নগুলো কিছুদিনের মধ্যে আপলোড হবে। তার জন্য Edutiips.com ওয়েবসাইট ফলো করুন।
উপসংহার
উপরে উল্লেখিত দ্বাদশ শ্রেণির এডুকেশন সাজেশন (HS Education Suggestion) -এর প্রশ্নগুলি প্রতিটি অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়েছে।
তবে এই টপিকগুলি ভালোভাবে কমপ্লিট করলে এখান থেকে শর্ট কোশ্চেন ও পাওয়া যাবে। তাই এগুলি ভালো করে পরীক্ষার আগে প্রিপারেশন নিলে উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিজ্ঞানে ভালো নাম্বার পাওয়া যাবে।
উল্লেখিত প্রশ্নগুলি একটু ভালোভাবে প্রিপারেশন নিলে উচ্চমাধ্যমিকে শিক্ষাবিজ্ঞানে ভালো নাম্বার পাবে এই আশা করি। সবার পরীক্ষা ভালো হোক ভালোভাবে প্রিপারেশন নাও এবং আরো এগিয়ে যাও। সবার জন্য শুভকামনা রইল।
তথ্যসূত্র (References)
- Education in India-Past-Present-Future, Vol. I and II, J. P. Banerjee
- Landmarks in the History of Modern Indian Education, J. C. Aggarwal
- History of Education in India, Dr. R N Sharma and R.K. Sharma
- Report of Commissions – Radhakrishnan, Mudaliar, Kothari.
- National Policy on Education, 1986. Policy perspective.
- HS Education Suggestion
- Internet Sources
প্রশ্ন – শিক্ষাবিজ্ঞান কেন পড়বো?
উত্তর – শিক্ষাবিজ্ঞান বর্তমানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে স্কুল থেকে কলেজ লেভেল পর্যন্ত শিক্ষকতা করা যায়। তাছাড়া বর্তমানে বিভিন্ন পরীক্ষায় শিক্ষা বিজ্ঞানের বিষয় অনেক কাজে লাগে।
আরোও পড়ুন
- ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার তুলনামূলক আলোচনা | Comparison between Brahmanic and Buddhist Education
- জাতীয় শিক্ষানীতি 2020 সুপারিশ | Recommendations of NEP 2020
- প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি? ধারণা, কারণ ও ফলাফল | Oriental Occidental Controversy
- বৈদিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য | 10 Characteristics of Vedic Education System
- মধ্যযুগে ইসলামী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য 10টি | Features of Islamic Education System
- ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য | 10 Brahmanic Education System Features