পশ্চিমবঙ্গ প্রাইমারি টেটের প্রস্তুতির জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াশোনা করতে হয়। পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর (West Bengal Primary TET Part-2) কেমন হয় তার একটি সেট (শিশুর বিকাশ ও পেডাগজি বিষয়ে) পর্ব – ২ এখানে উল্লেখ করা হল।
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেটের জন্য ভালোভাবে প্রস্তুতি বিশেষভাবে দরকার। বিশেষ করে শিশুর বিকাশ ও পেডাগজি বিষয়ে ৩০ নম্বর প্রশ্ন থাকে। যেটি ভালোভাবে উত্তর দিতে পারলে পরীক্ষায় পাশ করার সম্ভাবনা বেশি থাকে। এই পর্বে শিশুর বিকাশ ও পেডাগজি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মক টেস্ট আকারে দেওয়া হল।
প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন উত্তর
Exam Details | Mock Test |
পরীক্ষার নাম (Exam Name) | পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট |
বিষয় (Subject) | শিশুর বিকাশ ও পেডাগজি (Child Development and Pedagogy) |
টপিক | বৃদ্ধি ও বিকাশ, পরিনমন, জীবন বিকাশের স্তর |
পর্ব (Part) | 2 |
প্রশ্ন সংখ্যা (No. of Question) | 30 |
Total Marks | 30 |
আরোও পড়ুন – প্রাইমারি টেট সিলেবাস, কাট অফ মার্কস
প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন উত্তর | West Bengal Primary TET Part-2
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর এর জন্য জন্য শিশুর বিকাশ ও পেডাগজি বিষয়ে কোন কোন প্রশ্ন গুলি গুরুত্বপূর্ণ তাই এই পর্ব – ২ আলোচনা করা হল –
Primary TET Scanner (Bengali Version)
- WB Primary TET New Syllabus অনুযায়ী লিখিত।
- Revised and Updated in September 2023
- প্রতিটি অধ্যায় ভিত্তিক বিষয়বস্তুর বিশ্লেষণ।
- সম্ভাব্য MCQ প্রশ্নাবলী।
- Bengali Edition by Group of Professors (Author)
1. শিশুর আকার, আয়তন, উচ্চতা প্রভৃতি বেড়ে যাওয়াকে বলা হয় –
A) বিকাশ
B) বৃদ্ধি
C) পরিণমন
D) শিখন
2. _______ হল ধনাত্মক ক্রিয়াগত পরিবর্তনের প্রক্রিয়া।
A) বৃদ্ধি
B) পরিনমন
C) বিকাশ
D) শিখন
3. নিচের কোনটি পরিমাণগত বিষয়।
A) বিকাশ
B) শিখন
C) বৃদ্ধি
D) পরিনমন
4. নিচের কোনটি গুণগত পরিবর্তনের প্রক্রিয়া।
A) বিকাশ
B) বৃদ্ধি
C) শিখন
D) পরিণমন
5. শিশুর বিকাশ হল –
A) আকার গত পরিবর্তন।
B) দৈহিক পরিবর্তন
C) ওজনের পরিবর্তন
D) গুণগত পরিবর্তন
6. ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পরিবর্তন আসে, তার নির্দিষ্ট কিছু অংশ হলো বিকাশ – কে বলেছেন?
A) হারলক্ ( Hurlock)
B) ক্রো এবং ক্রো (Crow and Crow)
C) উলফক্ (Woolfolk)
D) বার্ক (Berk)
7. শিশুর জীবনে সারা জীবনব্যাপী যে সমস্ত পরিবর্তন আসে, তাই হল বিকাশ – উক্তিটি কার?
A) হারলক্ ( Hurlock)
B) ক্রো এবং ক্রো (Crow and Crow)
C) উলফক্ (Woolfolk)
D) বার্ক (Berk)
Primary Tet Practice Set. Rita Publication (Paper, rita publication)
- Primary Tet Practice Set
- 7500 MCQ
- WBTET and CTET -এর সিলেবাস অনুযায়ী লিখিত।
- Bengali Edition by rita publication (Author)
8. বিকাশ বৃদ্ধির সাথে সাথে পরিবেশগত পরিস্থিতির ফলে আচরণের পরিবর্তনের সাথে সম্পর্কিত – কে বলেছেন?
A) হারলক্ ( Hurlock)
B) ক্রো এবং ক্রো (Crow and Crow)
C) উলফক্ (Woolfolk)
D) বার্ক (Berk)
9. শিশু বিকাশের সেফালোকডাল (Cephalocaudal) নীতিতে বিকাশের অগ্রগতি হয় –
A) মাথা থেকে পা-এর দিকে
(B) সাধারণ থেকে নির্দিষ্টের দিকে
(C) জীবের শরীরের মধ্যবিন্দু থেকে পরিধির দিকে
(D) মূর্ত থেকে বিমূর্তের দিকে
10. শিশু বিকাশের প্রক্সিমোডিস্টাল ধারা (Proximodistal Tendency) নীতিতে বিকাশের অগ্রগতি হয় –
A) মাথা থেকে পা-এর দিকে
(B) সাধারণ থেকে নির্দিষ্টের দিকে
(C) জীবের শরীরের মধ্যবিন্দু থেকে পরিধির দিকে
(D) মূর্ত থেকে বিমূর্তের দিকে
11. বৃদ্ধি হল দেহের আকার, ওজন ও উচ্চতায় বেড়ে যাওয়া – কে বলেছেন?
A) হারলক্ ( Hurlock)
B) ক্রো এবং ক্রো (Crow and Crow)
C) উলফক্ (Woolfolk)
D) জোন্স (Jones)
12. বৃদ্ধি বলতে কাঠামোগত এবং শারীরবৃত্তীয় পরিবর্তন বোঝায় – কার উক্তি?
A) হারলক্ ( Hurlock)
B) ক্রো এবং ক্রো (Crow and Crow)
C) উলফক্ (Woolfolk)
D) জোন্স (Jones)
13. বিকাশ হল এমন একটি প্রক্রিয়া যেটি –
A) কেবলমাত্র শৈশবের ঘটে
B) বাল্যকালে দেখা যায়
C) পরিসরকালীন প্রক্রিয়া
D) সারা জীবনব্যাপী প্রকৃতি।
14. স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধি হল পরিণমন – কে বলেছেন?
A) গেসেল (Gesell)
B) স্কিনার (Skinner)
C) কোলেসনিক (Kolesnick)
D) ম্যাকগিয়ক (McGeoch)
15. পরিনমন হল এক ধরনের বিকাশ যা পরিবেশ ও অবস্থায় ব্যাপক তারতম্য ঘটলেও মোটামুটিভাবে নিয়মিত সংঘটিত হয় – কে বলেছেন?
A) গেসেল (Gesell)
B) স্কিনার (Skinner)
C) কোলেসনিক (Kolesnick)
D) ম্যাকগিয়ক (McGeoch)
16. কত বছর বয়সে শিশুরা কুঁই কুঁই (Cooing) শব্দ করে থাকে।
A) জন্ম থেকে ৩ মাস বয়সে
B) জন্ম থেকে ৬ মাস বয়সে
C) ৪ মাস বয়সে
D) ১০-১২ মাস বয়সে
17. কত বছর বয়সে শিশুরা Babbling শব্দ করে থাকে।
A) জন্ম থেকে ৩ মাস বয়সে
B) জন্ম থেকে ৬ মাস বয়সে
C) ৪ মাস বয়সে
D) ১০-১২ মাস বয়সে
18. কত বছর বয়সে শিশুরা Telegraphic Speech বা একটি দুটি শব্দ ব্যবহার করতে সক্ষম হয়।
A) জন্ম থেকে ৩ মাস বয়সে
B) জন্ম থেকে ৬ মাস বয়সে
C) ১০-১২ মাস বয়সে
D) ১৮ থেকে ২৪ মাস বয়সে
19. এরিকসনের মতে মানব জীবন বিকাশের স্তর কয়টি ?
A) চারটি
B) আটটি
C) ছয়টি
D) দশটি
20. মনোবিদ আর্নেস্ট জোনস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন?
A) চারটি
B) আটটি
C) ছয়টি
D) দশটি
21. মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছে?
A) চারটি
B) আটটি
C) ছয়টি
D) দশটি
22. শিক্ষাবিদ রুশো জীবন বিকাশের স্তরকে কিসের ভিত্তিতে শ্রেণীবিভাগ করেছেন?
A) শিখনের ভিত্তিতে
B) শিক্ষাস্তরের ভিত্তিতে
C) জীবন অভিজ্ঞতার ভিত্তিতে
D) শারীরিক পরিবর্তনের ভিত্তিতে
23. শিক্ষাবিদ রুশো জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন?
A) চারটি
B) আটটি
C) ছয়টি
D) দশটি
24. বিখ্যাত ‘এমিল’ (Emile) গ্রন্থটি কে রচনা করেছেন?
A) ফ্রয়েবেল
B) ডিউই
C) রুশো
D) মন্তেশ্বরি
25. শিশুর মধ্যে স্মৃতি, কল্পনা শক্তি ও কৌতূহলের বিকাশ কত বছর বয়সে পরিলক্ষিত হয়?
A) জন্ম থেকে এক বছর বয়সে
B) এক থেকে দু বছর বয়সে
C) তিন বছর বয়সে
D) চার বছর বয়সে।
26. একটি প্রতিবন্ধী শিশুর পায়ের ত্রুটির জন্য হাঁটতে পারে না। এক্ষেত্রে নিচের কোন মন্তব্যটি সঠিক?
A) শিশুটির বিকাশ হয়নি
B) শিশুটির বৃদ্ধি হয়নি
C) শিশুটির শিখন হয়নি
D) শিশুটির সঠিক পরিণমন সম্পন্ন হয়নি।
27. বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে নিচের কোন বাক্যটি সঠিক?
A) বৃদ্ধি ও বিকাশ গুণগত পরিবর্তনের প্রক্রিয়া।
B) বৃদ্ধি ও বিকাশ সব বয়সে দেখা যায়।
C) বিকাশ অবশ্যই বৃদ্ধির ফলে ঘটে, কিন্তু বৃদ্ধিই বিকাশ নয়।
D) বৃদ্ধি ও বিকাশ পর্যবেক্ষণ সাপেক্ষ এবং পরিমাপ যোগ্য।
28. নিচের কোনটি বিকাশের বৈশিষ্ট্য নয়?
A) বিকাশ হল গুণগত পরিবর্তনের প্রক্রিয়া
B) বিকাশ পর্যবেক্ষণ সাপেক্ষ।
C) বিকাশ হল পরিমাপ যোগ্য।
D) বিকাশ হল জীবনব্যাপী প্রক্রিয়া।
29. নিচের কোনটি বৃদ্ধির অন্যতম প্রধান বৈশিষ্ট্য?
A) বৃদ্ধি হল গুণগত পরিবর্তনের প্রক্রিয়া
B) বৃদ্ধি পর্যবেক্ষণ সাপেক্ষ।
C) বৃদ্ধি হল পরিমাণগত ও পরিমাপ যোগ্য।
D) বৃদ্ধি হল জীবনব্যাপী প্রক্রিয়া।
Primary TET Paricharcha 7000+ MCQ
- 7000+ MCQ প্র্যাকটিস সেট
- 2012 থেকে 2021 সাল পর্যন্ত WBTET ও CTET এর বিগতবছরের প্রশ্নপত্রের সমাধান।
- WBTET এবং CTET পরীক্ষায় সাফল্যের জন্য একটি সম্পূর্ণ নির্দেশিকা।
- সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রাইমারী টেট পরীক্ষার জন্য একটি কম্বাইন্ড বই।
- A Complete Guide For WBTET & CTET Exam Success
- Trending Paperback – 1 January 2023
- Bengali Edition by S R Chandra (Author)
30. কোনো শিশুর জন্ম মুহূর্তে গড়ে ওজন ও উচ্চতা যথাক্রমে _________।
A) 3 কেজি এবং 17 ইঞ্চি
B) 2.5 কেজি এবং 20 ইঞ্চি
C) 3 কেজি এবং 25 ইঞ্চি
D) 2 কেজি এবং ১৫ ইঞ্চি
তথ্যসূত্র – Click Here
আরো পড়ুন
- প্রাইমারি টেট বই | WB Primary TET Book List 2023
- পর্ব – ২ | প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন উত্তর | West Bengal Primary TET Part-2
- প্রাইমারি টেট এর পরিবেশ প্রশ্ন (Environment Question of Primary TET 2023)
- পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর | West Bengal Primary TET Question with Answers 2023
- প্রাইমারি টেট মক টেস্ট: Primary TET Mock Test Online and Bangla Quotes: Part-3
- পর্ব – ১ | প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন উত্তর | WB Primary TET Mock Test | Part -1