শিক্ষা শব্দের বুৎপত্তিগত অর্থ কি | Etymological Meaning of Education

শিক্ষা হল একটি ধারাবাহিক এবং জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা সম্পর্কে ধারণা পেতে শিক্ষা শব্দের বুৎপত্তিগত অর্থ কি (Etymological Meaning of Education) তা অনুধাবন করা বিশেষভাবে প্রয়োজন।

শিক্ষা শব্দের বুৎপত্তিগত অর্থ | Etymological Meaning of Education

সাধারণভাবে শিক্ষা শব্দটি সংস্কৃত ‘শাস’ ধাতু থেকে এসেছে। যার আক্ষরিক অর্থ হল – শাসন করা, নির্দেশ দেওয়া, নিয়ন্ত্রণ করা বা শাস্তি দান করা প্রভৃতি।

আবার সাহিত্য একাডেমী কর্তৃক প্রকাশিত বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা শব্দটি শিক্ষ্‌’ ধাতু থেকে এসেছে, যার অর্থ হল বিদ্যা গ্রহণ বা শেখা।

শিক্ষা শব্দটির সমার্থক শব্দ ‘বিদ্যা’ শব্দটি অধিক জনপ্রিয়। এটি সংস্কৃত ‘বিদ্‌‘ ধাতুরূপ থেকে এসেছে। যার অর্থ হল জ্ঞান অর্জন করা বা জানা। অর্থাৎ কোনো কিছু সম্পর্কে জ্ঞান বা কৌশল আয়ত্ত করা।

এছাড়া শিক্ষা শব্দটির ইংরেজি Education শব্দটি চারটি ল্যাটিন শব্দের সমন্বয়ে গঠিত, সেগুলি হল –

i) Educere যার অর্থ হল – নির্দেশনা দেওয়া (to lead out) বা নিষ্কশন করা (to draw out)

ii) Educare যার অর্থ হল – পরিচর্যা বা প্রতিপালন করা (to nourish, to bring up)

iii) Educatum যার অর্থ হল – শিক্ষাদানের কাজ (act of teaching training)

iv) Educo যার অর্থ হল – বাইরে নিয়ে আসা (to lead out)

শিক্ষা কাকে বলে

শিক্ষা কাকে বলে বা শিক্ষা সংজ্ঞা কি এ বিষয়ে বিভিন্ন শিক্ষাবিদদের প্রদত্ত বিভিন্ন সংজ্ঞা পরিলক্ষিত হয়, যথা –

রবীন্দ্রনাথের মতে শিক্ষা

রবীন্দ্রনাথের মতে – শিক্ষা হল শিক্ষা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না, বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে অভিযোজন করাই হল শিক্ষা।

বিবেকানন্দের মতে শিক্ষা

স্বামী বিবেকানন্দের মতে – শিক্ষা হল শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করা।

অর্থাৎ শিশুর মধ্যে যে সুপ্ত সম্ভাবনা আগে থেকে বিদ্যমান তার পরিপূর্ণ বিকাশ সাধন করাই হলো শিক্ষার লক্ষ্য। চকমকি পাথরের মধ্যে যেমন আগুন লুকিয়ে থাকে তেমনি শিশুর মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত সম্মোহনা বিকাশ সাধনের মাধ্যমে শিক্ষার্থীদের বিকাশ সাধন করাই হল শিক্ষা।

মহাত্মা গান্ধীর মতে শিক্ষা

মহাত্মা গান্ধীর মতে – শিক্ষা হল শিক্ষার্থীর দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ সাধন।

ঋষি অরবিন্দের মধ্যে শিক্ষা

ঋষি অরবিন্দের মতে – শিক্ষা হল শিশুকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা।

শংকরাচার্যের মতে শিক্ষা

শংকরাচার্যের মতে – শিক্ষা হল আত্ম উপলব্ধি বা আত্মজ্ঞান লাভ করা।

অ্যারিস্টটলের মতে শিক্ষা

অ্যারিস্টটলের মতে – সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি করা হল শিক্ষা।

প্লেটোর মতে শিক্ষা

প্লেটোর মতে – শিক্ষা হল এমন এক শক্তি যার দ্বারা সঠিক সময় আনন্দ ও বেদনার অনুভূতি বোঝ জন্মায়। এই শিক্ষা শিক্ষার্থীদের দেহ ও মনের সৌন্দর্য ও অন্তর্নিহিতপূর্ণ তাকে বিকশিত করে।

জন ডিউই মতে শিক্ষা

জন ডিউই মতে – শিক্ষা হল অভিজ্ঞতার ধারাবাহিক পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনের প্রক্রিয়া।

ফ্রয়েবেলের মতে শিক্ষা

ফ্রয়েবেলের মতে – শিক্ষা হল অন্তর্নিহিত সম্ভাবনার উন্মেষ সাধন।

হার্বাট স্পেন্সার মতে শিক্ষা

হার্বাট স্পেন্সার মতে – শিক্ষা হল পরিপূর্ণ জীবন যাপনের প্রক্রিয়া।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, শিক্ষার বুৎপত্তিগত অর্থ বিভিন্ন দিক থেকে বা দৃষ্টিকোণ দিক থেকে পরিলক্ষিত হয়। সুতরাং শিক্ষার বুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করে বলা যায়, শিক্ষা হলো এমন প্রক্রিয়া যেটি শিক্ষার্থীদের বিকাশ সাধন এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলে।

তথ্যসূত্র (References)

  • Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
  • V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
  • Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Etymological Meaning of Education
  • Internet sources

প্রশ্ন – Educare শব্দের অর্থ কি

উত্তর – ইংরেজি Education শব্দটি চারটি ল্যাটিন শব্দের সমন্বয়ে গঠিত। এই চারটি শব্দের মধ্যে Educare শব্দটি অন্যতম। Educare শব্দটির অর্থ হল – পরিচর্যা বা প্রতিপালন করা বা যত্ন করা। অর্থাৎ শিশুকে পরিচর্যার মাধ্যমে উপযুক্ত মানুষ করে গড়ে তোলা।

প্রশ্ন – শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে

উত্তর – শিক্ষা শব্দটি সংস্কৃত শাস্‌ ধাতু থেকে এসেছে। যার আক্ষরিক অর্থ হল – শাসন করা, নির্দেশ দেওয়া, নিয়ন্ত্রণ করা।

প্রশ্ন – শিক্ষা বলতে কী বোঝো

উত্তর – শিক্ষা হল শিশুর অন্তর্নিহিত বা শিশুর মধ্যে যে সম্ভাবনা রয়েছে তার পরিপূর্ণ বিকাশ সাধন করা। তাই শিক্ষা হল শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনের প্রক্রিয়া। এই শিক্ষা প্রক্রিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে।

আরোও পড়ুন

শিক্ষা শব্দের বুৎপত্তিগত অর্থ কি | Etymological Meaning of Education সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Leave a Comment

close