Share on WhatsApp Share on Telegram

Tertiary Group : তাৎক্ষনিক গোষ্ঠী কাকে বলে, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্য

Join Our Channels

প্রাথমিক, মাধ্যমিক গোষ্ঠীর মতো সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী হল তাৎক্ষণিক গোষ্ঠী। যেটি তাৎক্ষনিক গোষ্ঠী বা টার্সিয়ারি (Tertiary Group) গোষ্ঠী নামে অধিক পরিচিত।

তাৎক্ষণিক গোষ্ঠী (Tertiary Group) সমাজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ গোষ্ঠী। কারণ এই গোষ্ঠী মানুষের নিত্য প্রয়োজনীয় বিষয়ের উপর ভিত্তি করে গঠিত হয়। অর্থাৎ মানুষের তাৎক্ষণিক প্রয়োজনে এই গোষ্ঠী সদস্যরা একে অপরের সাহায্য করে থাকে। যেমন – বিপদে পড়লে স্থানীয় লোকজন জড়ো হয়ে বিপদগ্রস্ত লোককে সাহায্য করা। সমাজে প্রাথমিক গোষ্ঠী মাধ্যমিক গোষ্ঠীর পাশাপাশি এই তাৎক্ষণিক গোষ্ঠী একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন ভিত্তিক গোষ্ঠী।

তাৎক্ষনিক গোষ্ঠী কাকে বলে (Concept of Tertiary Group)

সাধারণভাবে তাৎক্ষণিক কোন প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে বা তাৎক্ষণিক বিপদের সময় যে গোষ্ঠী গঠন হয়ে থাকে, তাকে তাৎক্ষণিক গোষ্ঠী (Tertiary Group) বলে। এই গোষ্ঠী হঠাৎ করে তৈরি হয় আবার প্রয়োজনের শেষে তার বিলুপ্তি ঘটে। অর্থাৎ তাৎক্ষণিক গোষ্ঠী খুব কম সময়ের জন্য গঠিত হয়ে থাকে। তবে এই তাৎক্ষণিক গোষ্ঠীর অস্তিত্ব দীর্ঘস্থায়ী হয় না।

অনেক সমাজতাত্ত্বিক তাৎক্ষণিক গোষ্ঠীকে রেফারেন্স গোষ্ঠী (Reference Group) বা নির্দেশক গোষ্ঠী হিসাবে অভিহিত করেন। হার্বার্ট হ্যামান (Hayman) সর্বপ্রথম এই নির্দেশক গোষ্ঠীর ধারণা প্রবর্তন করেন।

তাৎক্ষনিক গোষ্ঠীর উদাহরণ (Example of Tertiary Group)

সমাজে তাৎক্ষনিক গোষ্ঠীর অন্যতম উদাহরণগুলি হল –

  • বাসে বা ট্রামে তাৎক্ষণিক যোগাযোগ
  • নাট্যমঞ্চ,
  • জনতার ভিড় (কোন বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে)।
  • দুর্ঘটনার স্থানে গঠিত গোষ্ঠী প্রভৃতি।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

তাৎক্ষনিক গোষ্ঠীর বৈশিষ্ট্য (Characteristics of Tertiary Group)

তাৎক্ষনিক গোষ্ঠীকে বিশ্লেষণ করলে এর যে সমস্ত উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেগুলি নিম্নলিখিত –

1.স্বল্পস্থায়ী প্রকৃতির

তাৎক্ষণিক গোষ্ঠীর অন্যতম বৈশিষ্ট্য হল – এটি স্বল্প স্থায়ী প্রকৃতির। অর্থাৎ তাৎক্ষণিক গোষ্ঠী খুব কম সময়ের মধ্যে গঠিত হয়। এই গোষ্ঠীর স্থায়িত্ব তাই অনেক কম হয়ে থাকে।

2. প্রয়োজন ভিত্তিক

তাৎক্ষণিক গোষ্ঠী প্রয়োজন ভিত্তিক। একটি নির্দিষ্ট প্রয়োজনের জন্য এই গোষ্ঠী গঠিত হয়। আবার প্রয়োজন ফুরিয়ে গেলে, এই গোষ্ঠী সদস্যরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

3. পরোক্ষ প্রকৃতির

তাৎক্ষণিক গোষ্ঠী পরোক্ষ প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে ব্যক্তিগত কোন সম্পর্ক থাকে না তাৎক্ষণিক প্রয়োজনের ভিত্তিতে এই গোষ্ঠী সম্পর্কিত হয়ে থাকে।

4. নির্দিষ্ট উদ্দেশ্যমুখী

এই গোষ্ঠীরঅন্যতম বৈশিষ্ট্য হল – নির্দিষ্ট উদ্দেশ্যমুখীনতা। অর্থাৎ কোন নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে এই গোষ্ঠীর উৎপত্তি হয়ে থাকে।

5. আকৃতিগত বৈশিষ্ট্য

তাৎক্ষণিক গোষ্ঠীর অন্যতম বৈশিষ্ট্য হল এটি আকৃতিতে ছোট প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ তাৎক্ষণিক গোষ্ঠীর সদস্যদের সংখ্যা কম হয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে এই আকৃতি বৃহৎ প্রকৃতির বা বৃহত্তর আকৃতি ধারণ করতে পারে।

প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্যসামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকাশিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা

তাৎক্ষনিক গোষ্ঠীর শিক্ষাগত তাৎপর্য (Educational Significance of Tertiary Group)

প্রাথমিক গোষ্ঠী বা মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর মতো তাৎক্ষনিক গোষ্ঠী (Tertiary Group) সমাজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ গোষ্ঠী।

তাৎক্ষনিক গোষ্ঠীর যে সমস্ত শিক্ষাগত তাৎপর্য পরিলক্ষিত হয় সেগুলি হল নিম্নলিখিত –

  • এই গোষ্ঠী সহযোগিতামূলক। অর্থাৎ গোষ্ঠীর সদস্যরা একে অপরকে বিভিন্ন কাজে সাহায্য করে থাকে।
  • এই গোষ্ঠী অনেক ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে গঠিত হয়। ফলের গোষ্ঠীর সদস্যদের কিছু নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ হয়ে থাকে। এদিক থেকে এটি বিশেষ গুরুত্বপূর্ণ।
  • এই গোষ্ঠীর মধ্য দিয়ে ব্যক্তির মূল্যবোধের বিকাশ সাধন সংঘটিত হয়।
  • ব্যক্তিত্বের বা চারিত্রিক বিকাশের ক্ষেত্রে এই গোষ্ঠীর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।
  • তাৎক্ষণিক গোষ্ঠী সহযোগিতা, সহানুভূতি, ভালোবাসা প্রভৃতির মত সামাজিক গুনগুলির বিকাশে বিশেষভাবে সাহায্য করে থাকে। তাই সমাজের মধ্যে তাৎক্ষণিক গোষ্ঠীর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।

উপসংহার (Conclusion)

সর্বোপরি তাই বলা যায়, সমাজে বিভিন্ন প্রকার গোষ্ঠীর মধ্যে তাৎক্ষণিক গোষ্ঠী একটি উল্লেখযোগ্য গোষ্ঠী। কারণ এই গোষ্ঠীর সদস্যরা একে অপরের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়ে ও গোষ্ঠীর সদস্যকে বিপদ থেকে মুক্তি করার চেষ্টা করে। অর্থাৎ ট্রেনে, বাসে, বা দুর্ঘটনা স্থানে মানুষ জড়ো হয়ে একে অপরের সাহায্য করে থাকে। ফলে সামাজিক সুস্থতাসহ জাতীয় সংহতি বজায় থাকে এ কথা নিঃসন্দেহে বলা যায়।

তথ্যসূত্র (References)

  • Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.

প্রশ্ন – তাৎক্ষনিক গোষ্ঠীর ধারণা কি? (what is tertiary group?)

উত্তর – মাধ্যমিক বা গৌণ গোষ্ঠী হল প্রাথমিক গোষ্ঠীর বিপরীতধর্মী গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যরা একে অপরের থেকে বিচ্ছিন্ন এবং তাদের মধ্যে দৈহিক নৈকট্য পরিলক্ষিত হয় না।

প্রশ্ন – তাৎক্ষনিক গোষ্ঠীর দুটি উদাহরণ দাও।

উত্তর – তাৎক্ষনিক গোষ্ঠীর দুটি উদাহরণ হল –
১. ট্রেনে, বাসে বা ট্রামে তাৎক্ষণিক সময় গঠিত গোষ্ঠী,
২. জনসভা, যাত্রা ও নাট্যমঞ্চ।

প্রশ্ন – তাৎক্ষনিক গোষ্ঠীর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো।

উত্তর – তাৎক্ষনিক গোষ্ঠীর শিক্ষাগত তাৎপর্য হল –
১. তাৎক্ষণিক গোষ্ঠী ব্যক্তিত্বের বিকাশ সাধন করে থাকে,
২. তাৎক্ষণিক গোষ্ঠী মূল্যবোধের বিকাশে বিশেষভাবে সাহায্য করে,
৩. তাৎক্ষণিক গোষ্ঠী সহযোগিতামূলক। অর্থাৎ বিপদের সময় বা অন্যান্য প্রয়োজনে গোষ্ঠীর সদস্যরা একে অপরকে বিশেষভাবে সাহায্য করে থাকে।

আরোও পড়ুন

4.5/5 - (2 votes)

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

A dedicated educator with 10+ years of teaching experience

He is also an active contributor on Quora, where he shares expert insights on education and social issues.

Leave a Comment

close