সংস্কৃতির প্রকারভেদ আলোচনা | Types of Culture in Sociology

সংস্কৃতি হল মানুষের আচার-আচরণের সমষ্টি, যেটি আমাদের ব্যক্তি মানুষের আদর্শ ও রীতিনীতি, চিন্তা চেতনা, প্রথা, মূল্যবোধ অবিচ্ছেদ অংশ। তাই সমাজে সংস্কৃতির প্রকারভেদ (Types of Culture in Sociology) বা বিভিন্ন প্রকারের সংস্কৃতি পরিলক্ষিত হয়।

সংস্কৃতির প্রকারভেদ | Types of Culture in Sociology

সংস্কৃতির ইংরেজি ‘Culture’ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ‘Colere’ থেকে। যার অর্থ হল কর্ষণ করা বা চাষ করা। তাই সংস্কৃতি হল কর্ষণের মাধ্যমে বা সংস্কারের মাধ্যমে পরিমার্জন করা।

সংস্কৃতি হল মানুষের তৈরি বস্তু ও একটি উপায় যার মাধ্যমে সে তার উদ্দেশ্য সাধন করে। সংস্কৃতিকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। সে দুটি হল –

A) বস্তুগত সংস্কৃতি

পার্থিব সকল প্রকার সংস্কৃতিকে বস্তুগত সংস্কৃতি বলে। মানুষের ঘরবাড়ি, পোশাক পরিচ্ছদ, বাসনপত্র, বই, হাতিয়ার প্রভৃতি বস্তুগত সংস্কৃতির অন্তর্গত। তাই যে সংস্কৃতিকে স্পর্শ করা যায় এবং দেখা যায় বা তার উপস্থিতি বোঝা যায় সেই সংস্কৃতি বস্তুগত সংস্কৃতির অন্তর্গত।

বিশিষ্ট আমেরিকান সমাজতাত্ত্বিক রবার্ট বিয়ারস্টেড (R. Bierstedt) বলেছেন – বস্তুগত সংস্কৃতি অবশ্যই স্পর্শযোগ্য, দৃশ্যমান এবং সহজে উপলব্ধিযোগ্য। সংস্কৃতির এই ধরনটি সমাজের সদস্যদের যা আছে এবং যা কিছু তারা ব্যবহার করে তার সবকিছুকেই অন্তর্ভুক্ত করে।

বস্তুগত সংস্কৃতির বৈশিষ্ট্য

বস্তুগত সংস্কৃতির বৈশিষ্ট্য গুলি হল –

i) বস্তুগত সংস্কৃতি স্পর্শযোগ্য এবং দর্শনযোগ্য

ii) বস্তুগত সংস্কৃতি বহন যোগ্য। অর্থাৎ এটি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়।

iii) বস্তুগত সংস্কৃতির পরিবর্তন দ্রুত সংঘটিত হয়ে থাকে।

iv) বস্তুগত সংস্কৃতি মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার সঙ্গে সংযুক্ত।

বস্তুগত সংস্কৃতির উদাহরণ

বস্তুগত সংস্কৃতির উদাহরণ হল – মানুষের ঘরবাড়ি, পোশাক পরিচ্ছদ, বাসনপত্র, বই পত্র, মানুষের ব্যবহৃত হাতিয়ার প্রভৃতি।

B) অবস্তুগত সংস্কৃতি

মানুষের মনস্তাত্ত্বিক বা চিন্তা ভাবনার এবং ভাবগত বা আচরণগত দিক হল অবস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতিকে দেখা যায় না, স্পর্শ করাও যায় না কিন্তু অনুভব করা যায়। অর্থাৎ যে সংস্কৃতিকে উপলব্ধি বা অনুভব করা যায় তাকে, অবস্তুগত সংস্কৃতি বলে।

অবস্তুগত সংস্কৃতির বৈশিষ্ট্য

অবস্তুগত সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেগুলি হল –

i) অবস্তুগত সংস্কৃতি অনুভূতিমূলক। অর্থাৎ এটি দৃশ্যমান নয়। আবার এটি হস্তান্তরযোগ্য নয়।

ii) অবস্তুগত সংস্কৃতিকে সহজে পরিমাপ করা যায় না। কারণ এটি গুণগত প্রকৃতির।

iii) এই সংস্কৃতি ব্যক্তির একান্ত নিজস্ব। তাছাড়া এই সংস্কৃতি থেকে বস্তুগত সংস্কৃতির উৎপত্তি হয়ে থাকে।

iv) অবস্তুগত সংস্কৃতির পরিবর্তন খুব ধীরগতিতে সংঘটিত হয় বা অনেক সময় একেবারে হয় না। যেমন – ধর্মীয় পরিবর্তন বা ধর্ম বিশ্বাসের পরিবর্তন, মূল্যবোধের পরিবর্তন, সামাজিক নিয়ম নীতির পরিবর্তন প্রভৃতি।

অবস্তুগত সংস্কৃতির উদাহরণ

অবস্তুগত সংস্কৃতির উদাহরণ হল – মানুষের চিন্তা ভাবনা, মূল্যবোধ, আচার ব্যবহার বা চারিত্রিক বৈশিষ্ট্য, দর্শন, শিল্পকলা, ধর্ম, বিজ্ঞান, আইন কানুন বা নিয়ম নীতি, বিশ্বাস প্রভৃতি।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, সংস্কৃতির বিভিন্ন ধরন থাকলেও এই অবস্তুগত ও বস্তুগত সংস্কৃতি একে অপরের পরিপূরক। বস্তুগত সংস্কৃতির উৎস হল অবস্তুগত সংস্কৃতি। যেমন – ধর্মীয় বিশ্বাস থেকে বিভিন্ন ধর্মীয় উপকরণ (ঈশ্বরের মূর্তি, পূজার উপকরণ প্রভৃতি) হল বস্তুগত সংস্কৃতির উদাহরণ। তাই বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি সমাজ গঠনের ক্ষেত্রে বা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ ভাবে কাজ করে থাকে।

প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্যসামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকাশিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা

তথ্যসূত্র (Reference)

  • Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
  • Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
  • Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
  • Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
    Publications
  • Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,
  • Different types of culture in sociology

প্রশ্ন – সংস্কৃতি কত প্রকার ও কি কি

উত্তর – সংস্কৃতি প্রধানত দুই প্রকারের। যথা – বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি।

প্রশ্ন – সংস্কৃতির প্রধান দুটি প্রকার কি কি?

উত্তর – সংস্কৃতির প্রধান দুটি প্রকার হল বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি।

প্রশ্ন – বস্তুগত সংস্কৃতির দুটি উদাহরণ ও অবস্তু সংস্কৃতির দুটি উদাহরণ?

উত্তর – বস্তুগত সংস্কৃতির দুটি উদাহরণ হল – মানুষের ঘরবাড়ি, পোশাক পরিচ্ছদ ও বই এবং অবস্তু সংস্কৃতির দুটি উদাহরণ হল – বিশ্বাস, মূল্যবোধ, ধর্ম ও আইন কানুন।

আরোও পড়ুন

সংস্কৃতির প্রকারভেদ আলোচনা | Types of Culture in Sociology সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

2 thoughts on “সংস্কৃতির প্রকারভেদ আলোচনা | Types of Culture in Sociology”

  1. Types of culture is not show in the edutiips.com website. It is too necessary to preparation. Please input the answer.

    Reply

Leave a Comment

close