আধুনিক শিক্ষা ক্ষেত্রে সকল শিক্ষার্থীদের একসঙ্গে অন্তর্ভুক্তির মাধ্যমে শিক্ষাদান করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কিন্তু তা সত্বেও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা (Barriers to Inclusive Education) বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় একটি ধারাবাহিক ও গতিশীল শিক্ষা প্রক্রিয়া। এই শিক্ষা সামাজিক বিভাজনকে দূরে সরিয়ে রেখে সমাজের সকল শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে নিয়ে আসে। এই শিক্ষার দুটি দিক দেখা যায়। যথা – পূর্ণ অন্তর্ভুক্তি কারণ এবং আংশিক অন্তর্ভুক্তিকরণ। সাধারণভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্বের সঙ্গে সঙ্গে এর বাস্তবায়নের কিছু বাধা পরিলক্ষিত হয়। যা এখানে বিস্তারিত আলোচনা করা হল।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা | Concept of Inclusive Education
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হল এমন শিক্ষাব্যবস্থা যেখানে শিক্ষার উদ্দেশ্যে শিশুদের শিক্ষায় সমসুযোগ ও অংশগ্রহণের অনুকূল পরিবেশ সৃষ্টি করা হয়।
অর্থাৎ এই শিক্ষার মাধ্যমে সাধারণ শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকেও শিক্ষার মূল স্রোতে নিয়ে আসা।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংজ্ঞায় Advani এবং Chadha বলেছেন –
“অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হল শিশুদের শিক্ষায় সমসুযোগ প্রদান ও শিক্ষায় পূর্ণাঙ্গ অংশগ্রহণের অনুকূল পরিবেশ সৃষ্টি করা এবং তার মাধ্যমে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা”।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা | Barriers to Inclusive Education
আধুনিক শিক্ষা ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ এই শিক্ষার মাধ্যমে সকল শ্রেণীর শিক্ষার্থীদের একইসঙ্গে শিক্ষাদান দেওয়া সম্ভবপর হয়।
কিন্তু তা সত্ত্বেও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়। সেগুলি হল নিম্নলিখিত –
1. সামাজিক বাধা
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা গুলির মধ্যে অন্যতম হল সামাজিক বাধা। কারণ যে সমস্ত শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা থাকে তারা কেবলমাত্র পরিবারেই নয় বিদ্যালয়ের এবং বৃহত্তর সমাজের মধ্যে অবহেলার পাত্র হয়ে থাকে।
তাই বিভিন্ন কুসংস্কার ও সামাজিক ব্যাধি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে থাকে। যেমন – শ্রবণ প্রতিবন্ধী শিশুদের পরিবার, বিদ্যালয় তথা সমাজ ব্যবস্থা ভিন্ন চোখে দেখে থাকে। এক্ষেত্রে সামাজিক বাধা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা গুলির মধ্যে অন্যতম।
2. অর্থনৈতিক বাধা
অর্থনৈতিক বাধা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাধা স্বরূপ। কারণ ভারতবর্ষ দরিদ্রতম দেশ এবং দেশের জনসংখ্যার অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। তাই এই সমস্ত পরিবারের যদি প্রতিবন্ধী শিশু থাকে তাহলে অর্থনৈতিক কারণে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে।
তাছাড়া প্রতিবন্ধী শিশুদেরকে শিক্ষাদানের জন্য বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ ও যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করা খরচ সাপেক্ষ। তাই অর্থনৈতিক বাধা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিশেষ বাধা স্বরূপ।
3. মনস্তাত্ত্বিক বাধা
মনস্তাত্ত্বিক বাধা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধাগুলোর মধ্যে অন্যতম। কারণ বিদ্যালয় স্বাভাবিক শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান করার ফলে তারা অনেক সময় হাসির পাত্র হয়ে দাঁড়ায়। এবং অনেকে মন বা মানসিকভাবে মেনে নিতে পারে না
তাই এই সমস্ত শিশুদেরকে নিয়ে বিভিন্ন খারাপ খারাপ কথা বলা বা তাদের দৈহিক গঠন নিয়ে বিভিন্ন নেতিবাচক মনোভাব পোষণ করা প্রভৃতি মনস্তাত্ত্বিক বাধা গুলি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিশেষ বাধা স্বরূপ হয়ে ওঠে।
4. প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়। কারণ এই শিক্ষার জন্য শিক্ষককে বিশেষ শিক্ষাদান পদ্ধতির ও শিক্ষা উপকরণ ব্যবহারের দক্ষতা থাকতে হয়। যা অনেক সময় পাওয়া যায় না।
তাই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিশেষভাবে হয়ে বাধা স্বরূপ ওঠে।
5. উপযুক্ত শিক্ষণ সহায়ক উপকরণের অভাব
উপযুক্ত শিক্ষণ সহায়ক উপকরণের অভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যর্থ হতে পারে। কারণ স্বাভাবিক শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে শিক্ষার জন্য উপযুক্ত শিক্ষণ সহায়ক উপকরণ দরকার পড়ে। যা অনেক ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। তবে এর পশ্চাতে অর্থনৈতিক কারণ থাকতে পারে
অর্থাৎ অনেক স্কুলে অর্থনৈতিক কারণে উপযুক্ত শিক্ষণ সহায়ক উপকরণ পর্যাপ্ত পরিমাণে থাকে না। তাই শিক্ষাদান কার্য অনেক ক্ষেত্রে ব্যাহত হয়।
6. প্রাতিষ্ঠানিক বাধা
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়গত বাধা বা প্রাতিষ্ঠানিক বাধা একটি অন্যতম বাধা। কারণ অনেক ক্ষেত্রে বিদ্যালয়ের পরিকাঠামো সঠিকভাবে থাকে না। যার ফলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাস্তবায়ন কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে।
অর্থাৎ বিদ্যালয়ে শিশুদের উপযুক্ত বসার জায়গা, শ্রেণীকক্ষের অবস্থান, শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলো বাতাস, খেলার মাঠ, টয়লেট প্রভৃতি অভাব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিশেষ বাধা স্বরূপ।
7. নৈতিক বাধা
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা গুলির মধ্যে নৈতিক বাধা একটি গুরুত্বপূর্ণ বাধা। কারণ নীতিগত দিক থেকে প্রতিবন্ধী শিশুদের যথাযথ শিক্ষাদানের ক্ষেত্রে সমাজ ও পরিবার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে না। তাই অনেক সময় এই নীতিহীনতা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাস্তবায়নে কিছু বাধা থাকলেও এই সমস্ত বাধা গুলি যদি অতিক্রম করা যায় তাহলে একই ছাদের তলায় একসঙ্গে সকল শিশুর শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করা সম্ভবপর হয়। তাই এই বাধা গুলি কাটিয়ে উঠতে পারলেই দেশের প্রতিটি শিশু শিক্ষা পাবে এবং সমাজের প্রতিবন্ধী হিসেবে আর তাদের জীবনধারা এগিয়ে নিয়ে যেতে হবে না।
তথ্যসূত্র (References)
- Kar. Chintamani, Exceptional Children Their Psychology and Education. Sterling Publication Pvt. Ltd. New Delhi.
- Kirk, S. A. Educating Exceptional Children. Oxford IBH. New Delhi.
- Mangal, S. K. Educating Exceptional Children: An Introduction to Special Education. PHI Learning Pvt. Ltd. New Delhi.
- Panda, K. C. Education of Exceptional Children. Vikas Publishing House Pvt. Ltd. New Delhi.
- Internet sources
প্রশ্ন – অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি বাধা
উত্তর – অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দুটি বাধা হল – অর্থনৈতিক বাধা এবং উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব।
আরোও পড়ুন
- অন্তর্ভুক্তিকরণের বাধা সমূহ | Barriers to Inclusion
- তপশিলি জাতি ও উপজাতি কাকে বলে | Concept of Scheduled Castes and Tribes
- বহু কৃষ্টি মূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা | Role of Education for a Multicultural Society
- শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষার ভূমিকা | Role of Education for Peaceful Coexistence
- বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা | Role of Society in Creating Barrier Free Environment
- বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা | Role of School in Creating a Barrier Free Environment