Share on WhatsApp Share on Telegram

সমাজ কাকে বলে | আধুনিক সমাজের বৈশিষ্ট্য | Definition of Society

Join Our Channels

মানুষ গোষ্টিবদ্ধ জীব। আর এর ফলে মানব সভ্যতার সূচনাকাল থেকে সমাজের উৎপত্তি হয়েছে। বর্তমানে আমরা যাকে সমাজ বলে অভিহিত করি তার সৃষ্টি একদিনও হয়নি। মানব সভ্যতার আদি লগ্ন থেকে আস্তে আস্তে মানুষের মধ্যে সমাজবদ্ধ ভাবে জীবন যাপনের প্রবণতার মাধ্যমে সমাজের (Definition of Society) সৃষ্টি হয়।

প্রাচীনকালে মানুষ প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার জন্য একসঙ্গে বসবাস করতে শুরু করে। আর এর থেকে জন্ম নেয় সমাজ ব্যবস্থা বা সমাজের। আবার এই একসঙ্গে বসবাস করার প্রবণতাকে গোষ্ঠী বলা হয়ে থাকে। যুগভেদে মানব সভ্যতার সমাজের বিভিন্ন পরিবর্তন দেখা যায়। তাই সমাজের মধ্যে গোষ্ঠীবদ্ধ প্রবণতা সমাজ সৃষ্টিতে সহায়তা করেছে।

সমাজ কাকে বলে | Definition of Society

সাধারণ অর্থে সমাজ বলতে একটি নির্দিষ্ট সীমাবদ্ধ ভূখণ্ডে বসবাসকারী একদল মানব গোষ্ঠীকে বোঝায়। আবার সমাজবিজ্ঞানীগণ বলেছেন – সমাজ হল একটি সক্রিয় মানব গোষ্ঠী।

সমাজের সংজ্ঞা

বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাজকে সংজ্ঞায়িত করেছেন। এখানে সমাজবিদদের প্রদত্ত সমাজের কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হল –

1. সমাজবিজ্ঞানী গিডিংস বলেছেন – “সমাজ হল এমন এক সময় মানসিকতা সম্পন্ন মানব গোষ্ঠী যার অন্তর্গত প্রত্যেক ব্যক্তি একই মানসিকতার সাদৃশ্যকে স্বীকৃতি দেয়ার কারণে সাধারণ উদ্দেশ্যাবলী চরিতার্থ করার জন্য একত্রে কাজ করতে সক্ষম”।

2. সমাজবিজ্ঞানী ব্রাউন বলেছেন – সমাজ হল কোনো নির্দিষ্ট সময়কালে প্রচলিত এমন কতকগুলি সম্পর্ক যার নির্দিষ্ট সংখ্যক মানুষকে পরস্পর সংযুক্ত করে রাখে।

তাই বলা যায় সামাজিক ঐতিহ্য, লোকনীতি বা লোকাচার, আইন কানুন, অভ্যাস, বিশ্বাস, এবং তাদের পারস্পরিক জটিল সম্পর্কের সমষ্টি হল সমাজ বা সোসাইটি।

আধুনিক সমাজের বৈশিষ্ট্য

প্রাচীনকাল থেকে বিবর্তনের ধারায় স্বাভাবিকভাবে সমাজের মধ্যে বিভিন্ন পরিবর্তন সাধিত হয়েছে এবং সমাজ ব্যবস্থা আধুনিক থেকে আধুনিক তর হয়ে উঠছে। আধুনিক সমাজের বৈশিষ্ট্য গুলি যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি হল –

1. পরিবর্তনশীলতা

পরিবর্তনশীলতা আধুনিক সমাজের বৈশিষ্ট্য গুলির মধ্যে অন্যতম। সময় যত এগিয়ে চলছে সমাজের পরিবর্তনও তত দ্রুত সংঘটিত হচ্ছে। আধুনিক প্রযুক্তি নির্ভর এবং বিশ্বায়নের যুগে সমাজব্যবস্থার মধ্যে পরিবর্তনশীলতা বিশেষভাবে লক্ষ্য করা যায়। মানুষ প্রাচীন বন্য অবস্থা থেকে আধুনিক সভ্য সমাজে বসবাস করছে। তাই পরিবর্তনশীলতা আধুনিক সমাজের একটি অন্যতম বৈশিষ্ট্য।

2. সামাজিক বন্ধন

সামাজিক বন্ধন সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক। মানুষ সমাজবদ্ধ জীব। কারণ সামাজিক বন্ধনের ফলেই মানুষের সমাজবদ্ধতা লক্ষ্য করা যায়। যে সমাজে সামাজিক বন্ধন যত দুর্বল সেই সমাজের উন্নতি ততই দুর্বল প্রকৃত হয়ে থাকে। তাই আধুনিক সমাজ ব্যবস্থায় সামাজিক বন্ধন একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক।

3. বহুমুখীনতা

বহুমুখীনতা আধুনিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য। সমাজের মধ্যে অবস্থিত ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক এবং পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বজায় রাখার ক্ষেত্রে বহুমুখীনতা একটি বিশেষ বিষয়। কারণ একমুখী সমাজ ব্যবস্থা কখনই চলতে পারে না।

4. উন্নত যোগাযোগ ব্যবস্থা

আধুনিক সমাজের বৈশিষ্ট্য হল উন্নত যোগাযোগ ব্যবস্থা। সভ্যতার ধারাবাহিকতার ইতিহাসে মানুষের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে সমাজের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন সম্ভব হয়েছে। এর ফলে মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে এবং পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে।

5. জীবন ধারার মানের পরিবর্তন

আধুনিক সমাজে মানুষের জীবনধারার মানের পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিবর্তনের সাথে মানুষের পরিবর্তন বা মানুষের জীবনধারার পরিবর্তন আধুনিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, সমাজ ব্যবস্থা হল এমন একটি ব্যবস্থা যেখানে দুই বা ততোধিক ব্যক্তিবর্গের মধ্যে একটি পারস্পরিক সুসম্পর্ক বজায় থাকে। এর ফলে সমাজের মানুষের মধ্যে একটি পারস্পরিক মেলবন্ধন, ক্রিয়া প্রতিক্রিয়া, গোষ্ঠী প্রভৃতির জন্ম হয় এবং ধীরে ধীরে মানুষের উন্নতি সাধন হয়ে থাকে।

প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্যসামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকাশিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা

তথ্যসূত্র (Reference)

  • Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
  • Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
  • Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
  • Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
    Publications
  • Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,

প্রশ্ন – সমাজ কত প্রকার ও কি কি

উত্তর – সমাজ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যথা – কৃষি ভিত্তিক সমাজ, শিল্প ভিত্তিক সমাজ, পশু প্রতিপালন কেন্দ্রিক সমাজ, শিকার কেন্দ্রিক সমাজ প্রভৃতি।

আরোও পড়ুন

Rate this post

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

A dedicated educator with 10+ years of teaching experience

He is also an active contributor on Quora, where he shares expert insights on education, history, and social issues.

Leave a Comment

close