মানুষের জীবনে বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে সৃষ্টি হয় জানার স্পৃহা বা জ্ঞানের প্রতি অনুরাগ। আর সাধারণভাবে জানার আকাঙ্ক্ষা থেকে দর্শনের সৃষ্টি হয় বা দর্শন কাকে বলে (Definition of Philosophy) এই প্রশ্নের জন্ম নেয়।
দর্শন শাস্ত্র হচ্ছে এমন একটি বিষয় যেটি মানুষের মনে জগত সম্পর্কে বিভিন্ন জানা-অজানা প্রশ্নের সম্মুখীন করে এবং সেই প্রশ্নগুলির উত্তর সমাধানে সাহায্য করে। তাই দর্শন শাস্ত্র সামগ্রিক দৃষ্টিকোণ থেকে মানবীয় অভিজ্ঞতার বিচার বিশ্লেষণ এর মাধ্যমে জীবন ও জগত সম্পর্কে সঠিক জ্ঞান লাভে সাহায্য করে।
দর্শন শব্দের অর্থ কি
দর্শন শব্দটি সংস্কৃত শব্দ ‘দৃশ্’ ধাতু থেকে এসেছে, যার অর্থ হল দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ করা। তবে দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ করা মানেই চোখ দিয়ে দেখা নয়। সত্যকে উপলব্ধি করা বা সত্যের স্বরূপ সম্পর্কে অনুভব করাই হল দর্শন শাস্ত্রে দেখার অর্থ।
আবার, দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ হল ‘Philosophy’। যেটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে, যথা – ‘Philo’ যার অর্থ হল অনুরাগ বা ভালোবাসা এবং ‘Sophia’ যার অর্থ জ্ঞান লাভ। তাই ব্যুৎপত্তিগতভাবে ‘Philosophy’ শব্দের অর্থ হল জ্ঞানের প্রতি ভালোবাসা (Love for Wisdom).
দর্শন কি
যে শাস্ত্র সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে জীবন ও জগত সম্পর্কে সত্য অনুসন্ধান করার চেষ্টা করা হয়, সেটি হল দর্শন। তাই দর্শন হল সত্য অনুসন্ধান বা সত্যকে জানার প্রচেষ্টা।
ব্যাপক অর্থে দর্শন হল যে কোনো জ্ঞানের প্রতি অনুরাগ।
বিভিন্ন দার্শনিকগণ নিজেদের অভিজ্ঞতা, বিচার বিশ্লেষণ করে জীবন ও জগত সম্পর্কে এই সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেন।
দর্শনের দৃষ্টিভঙ্গি হল সামগ্রিক প্রকৃতির। এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে দর্শন ব্যক্তিকে জগত ও জীবনের তাৎপর্য অনুভব করতে সহায়তা করে।
আরোও পোস্ট পড়ুন – Click Here Now
দর্শন কাকে বলে | Definition of Philosophy
বিশিষ্ট দার্শনিক হেগেল বলেন – দর্শন হল শাশ্বত বিষয়ের জ্ঞান। এই শাশ্বত বিষয় হল পরমব্রম্ভ। পরম ব্রহ্মের প্রকৃতি থেকে যা পাওয়া যায় তার জ্ঞান দর্শন দিয়ে থাকে।
বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এবং নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে ব্যাখ্যা করেছেন। তাই দর্শন কাকে বলে এর সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন মতামত পাওয়া যায়। সেগুলি হল নিম্নলিখিত –
1. দর্শনের সংজ্ঞা বিশিষ্ট দার্শনিক প্লেটো বলেছেন – দর্শন হল বস্তুর মূল স্বরূপ সম্পর্কীয় জ্ঞান লাভ।
2. দার্শনিক কান্ট বলেছেন – দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা। তিনি আরোও বলেন দর্শন হলো অভিজ্ঞতার বিচার।
3. দার্শনিক ওয়েবার বলেছেন – দর্শন হল জাগতিক বস্তু সমূহের সার্বিক ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টা।
4. বিশিষ্ট দার্শনিক অ্যারিস্টটল দর্শন সম্পর্কে বলেছেন – যে বিজ্ঞান সত্তার স্বরূপ ও তার ধর্ম নিয়ে আলোচনা করে তাকে দর্শন বলে। তিনি আরো বলেন – দর্শন হল বিশুদ্ধ সত্তার জ্ঞান লাভ।
5. দার্শনিক স্পেনসার বলেছেন – দর্শন হল বিভিন্ন বিজ্ঞানের সিদ্ধান্তগুলোর সমষ্টিগত জ্ঞান।
6. আবার, দার্শনিক পেরি বলেছেন – দর্শন আকস্মিক কিছু নয়, অলৌকিক কিছু নয়, বরং এটি অনিবার্য ও স্বাভাবিক।
সুতরাং দর্শন হল এমন বিষয় যার মাধ্যমে মানুষ আত্ম উপলব্ধি বা নিজেকে জানতে বা চিনতে পারে।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, দর্শন একটি সর্ববৃহৎ শাস্ত্র। এক কথায় দর্শনকে বিশ্লেষণ করা সম্ভবপর নয়। যুগ যুগ ধরে বিভিন্ন দার্শনিকদের আত্ম দর্শনের ফলে দর্শন নামক শাখার জন্ম হয়েছে। তাই আধুনিক কালে যৌক্তিক প্রত্যক্ষবাদীরা বলেন দর্শন হলো ভাষা বিশ্লেষণের মাধ্যমে ধারনার অস্পষ্টতা দূর করা।
তাই বিশিষ্ট দার্শনিক পলসনের সংজ্ঞাটি আধুনিক ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। পলসন বলেন – দর্শন হলো বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি। কিন্তু বিজ্ঞানের সিদ্ধান্তের মধ্যে সামঞ্জস্যবিধান করায় দর্শনের উদ্দেশ্য নয়।
তথ্যসূত্র (References)
- Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
- V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
- Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
- Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
- Internet sources
প্রশ্ন – দর্শনের জনক কে
উত্তর – গ্রীসের বিখ্যাত দার্শনিক থেলিস -কে দর্শনের জনক হিসেবে চিহ্নিতকরণ করা হয়।
আরোও পড়ুন
- শিক্ষা কি | শিক্ষার 15 টি সংজ্ঞা (Concept and Best Definition of Education)
- Role of Television: গণমাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকা
- সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো | 2 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্য : Narrow Meaning of Education
- ব্যাপক অর্থে শিক্ষা কি | সংজ্ঞা ও বৈশিষ্ট্য : Broader Meaning of Education
- ডেলর কমিশনের শিক্ষার চারটি স্তম্ভ (Delors Commission in Bengali)
- শিশুকেন্দ্রিক শিক্ষা কি (Child Centered Education) : ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ