ভারতীয় দর্শনের সূত্রপাত প্রাকৃতিক দেব-দেবতা বা প্রকৃতি পূজার মধ্য দিয়ে। ভারতীয় ভারতীয় দর্শন তাই প্রকৃতি কেন্দ্রিক এবং বৈচিত্র ধর্মী। তাই ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য (Features of Indian Philosophy) বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়।
আদিম মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। তাই প্রাচীন বৈদিক দেব দেবীর পুজো অর্চনার মধ্য দিয়ে প্রাকৃতিক বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করা হতো।
ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য | Main Features of Indian Philosophy
ভারতীয় দর্শনে ২০০০ খ্রিস্টপূর্বাব্দে বেদের সূচনা হয়। পরবর্তীকালে আর্য এবং অনার্য মিশ্রণে সমাজ তৈরি হল এবং এই সমাজের আধিপত্য ব্রাহ্মণ্য শ্রেণীর হাতে যায়। ফলে ভারতীয় দর্শনে ব্রাহ্মণ্য আধিপত্য বিস্তার লাভ করে। এই সময় ধর্ম ছিল আচার অনুষ্ঠান ভিত্তিক এবং বহু দেববাদ।
পরবর্তীকালে উপনিষদের মাধ্যমে প্রাচীন ভারতীয় দর্শনের সূচনা হয়। ভারতীয় দর্শনে ৯০০ খ্রিস্টপূর্বাব্দে উপনিষদের সূচনা হয়। বিশ্ব সৃষ্টির রহস্য, আত্মার স্বরুপ, জীবন ও জগতের বিভিন্ন রহস্য ঘিরে ও তার প্রশ্ন উত্তর অনুসন্ধানের জন্য উপনিষদের জন্ম হয়।
এছাড়া পরবর্তীকালে ভারতীয় দর্শনের আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের বিভিন্ন দর্শন শাখার জন্ম হয়। যেমন – জৈন দর্শন, বৌদ্ধ দর্শন, চার্বাক দর্শন, ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, বৈশেষিক দর্শন প্রভৃতি।
ভারতীয় দর্শনকে বিশ্লেষণ করলে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
1. প্রকৃতি কেন্দ্রিক
ভারতীয় দর্শন প্রকৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বৈদিক ঋষিদের উদ্দেশ্য ছিল প্রাকৃতিক বিভিন্ন সমস্যা সমূহের কারণ অনুসন্ধান করা। তাই ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হল প্রকৃতি কেন্দ্রিকতা।
2. ধর্মভিত্তিক
ভারতীয় দর্শন ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই দর্শন সৃষ্টির রহস্য উদঘাটনে ধর্মের উপর প্রাধান্য দিয়েছে। ভারতীয় দর্শনের নাস্তিক শাখা থাকলেও আস্তিক শাখাটি ধর্মকে কেন্দ্র করে গঠিত। তাই ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হল এটি ধর্মভিত্তিক বা ধর্ম কেন্দ্রিক।
3. বৈচিত্র্যতা
ভারতীয় দর্শন বৈচিত্র্যধর্মী। অর্থাৎ ভারতীয় দর্শন কার্যকলাপের দিক থেকে বিভিন্ন বৈচিত্রমুখী দিক পরিলক্ষিত হয়। তাই বৈচিত্র্যতা ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য।
4. অন্তরমুখী দৃষ্টিভঙ্গি
ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হল অন্তরমুখী। অর্থাৎ ভারতীয় দর্শনে মানুষের অন্তরজগত সম্পর্কে বিচার বিশ্লেষণ করা হয়েছে। তাই এটি একটি অন্যতম বৈশিষ্ট্য।
শিক্ষাবিজ্ঞানের আরও গুরুত্বপূর্ণ টপিক পড়ুন – Click Here Now |
5. শাখা প্রশাখাযুক্ত
ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হল শাখা প্রশাখাযুক্ত। অর্থাৎ ভারতীয় দর্শন বিভিন্ন ধরনের দার্শনিক সম্প্রদায়ের মিশ্রনের সংঘটিত হয়েছে। যেমন – চার্বাক, জৈন, বৌদ্ধ, সাংখ্য দর্শন প্রভৃতি।
6. স্বাধীনতা মূলক
ভারতীয় দর্শন স্বাধীনতা মূলক। এখানে ব্যক্তি স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। ভারতীয় দর্শন অনুযায়ী প্রতিটি ব্যক্তি স্বরূপই স্বাধীন। তাই ভারতীয় দর্শনের মতে – স্বাধীনতা আত্মনের স্বরূপ।
7. যুক্তিবাদী
ভারতীয় দর্শন যুক্তিবাদী প্রকৃতির বৈশিষ্ট্যযুক্ত। তাই ভারতীয় দর্শনে যুক্তি, বিচার বিশ্লেষণ নেই এমন কথা বলা যায় না। উদাহরণস্বরূপ বলা যায় – ন্যায় দর্শন যুক্তি ও তর্কের উপর প্রতিষ্ঠিত। তাছাড়া ভারতীয় দর্শনে যুক্তি ও বুদ্ধিকে অতিক্রম করে অপরোক্ষ অনুভূতি ভারতীয় দর্শনে বিশেষ গুরুত্ব পেয়েছে।
8. চর্চা মূলক
ভারতীয় দর্শনে ব্যক্তির আচার-আচরণ, জীবনশৈলী প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই এই দর্শন চর্চা মূলক। অর্থাৎ ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হল এটি চর্চা মূলক প্রকৃতির।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, ভারতীয় দর্শন বিভিন্ন শাখা-প্রশাখা যুক্ত। ফলে ভারতীয় দর্শনের মধ্যে আস্তিক সম্প্রদায় যেমন রয়েছে আবার নাস্তিক দার্শনিক সম্প্রদায় রয়েছে। তাই ভারতীয় দর্শন অধিক বৈচিত্র ধর্মী।
তাই ভারতীয় দর্শনে জ্ঞানতত্ত্ব বিষয়টিও বিশেষভাবে প্রাধান্য পায়। যার মধ্য দিয়ে মানুষ কিভাবে জ্ঞান অর্জন করে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ভারতীয় দর্শন অনুযায়ী জ্ঞানলাভ প্রক্রিয়ায় ইন্দ্রিয়, মন, বুদ্ধি সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে।
তথ্যসূত্র (References)
- Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
- V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
- Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
- Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
- Internet sources
প্রশ্ন – ভারতীয় দর্শনের জনক কে
উত্তর – ভারতীয় দর্শনের জনক হল শঙ্করাচার্য। তিনি অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবক্তা।
প্রশ্ন – ভারতীয় দর্শনের নাস্তিক দর্শন সম্প্রদায়ের সংখ্যা কটি?
উত্তর – ভারতীয় দর্শনের নাস্তিক দর্শন সম্প্রদায়ের সংখ্যা হল তিনটি। যথা – চার্বাক দর্শন, জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন।
আরোও পড়ুন
- শিক্ষা কি | শিক্ষার 15 টি সংজ্ঞা (Concept and Best Definition of Education)
- Role of Television: গণমাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকা
- সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো | 2 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্য : Narrow Meaning of Education
- ব্যাপক অর্থে শিক্ষা কি | সংজ্ঞা ও বৈশিষ্ট্য : Broader Meaning of Education
- ডেলর কমিশনের শিক্ষার চারটি স্তম্ভ (Delors Commission in Bengali)
- শিশুকেন্দ্রিক শিক্ষা কি (Child Centered Education) : ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য