শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব | Importance of Values in Education

আধুনিক শিক্ষার চরম লক্ষ্য হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করা। আর এদের মধ্যে অন্যতম হল শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের বিকাশ সাধন করা। তাই শিক্ষার মূল্যবোধের (Importance of Values in Education) গুরুত্ব অপরসীম।

শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাবিদ ও দার্শনিকগণ শিশুদের মূল্যবোধ গঠনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ তাদের মতে শিক্ষার কাজ হল শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন মূল্যবোধের বিকাশ সাধন করা। যাতে তারা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে অভিযোজন করতে পারে বা মানিয়ে নিতে পারে।

মূল্যবোধের ধারণা

মূল্যবোধ শব্দটি ইংরেজি প্রতিশব্দ ‘Value’ থেকে এসেছে যার অর্থ হল – নির্বাচনের যোগ্যতা বা কোনো কিছুর প্রতি মূল্য আরোপ করা বা গুরুত্ব আরোপ করা।

মূল্যবোধের সংজ্ঞায় বিশিষ্ট শিক্ষাবিদ রাসেল বলেছেন – মূল্যবোধ হল ব্যক্তি এবং গোষ্ঠীর মধ্যে বিশেষ ধরনের বস্তু, আচরণ এবং অবস্থার উপর গুরুত্ব আরোপ করা।

শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব | Importance of Values in Education

মূল্যবোধহীন শিক্ষা সৌরভ বিহীন ফুলের মত। বিকাশ মান শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের মূল্যবোধ গুলিকে শিক্ষার মাধ্যমে সঠিকভাবে গঠন করা যায়। শিশু যখন গৃহপ্রবেশ থেকে বিদ্যালয়ে পদার্পণ করে তখন সে আরো বৃহত্তর পরিবেশের মধ্যে পরিচিতি লাভ করে। এবং সেখানেই তার সর্বাঙ্গীন বিকাশ আরো বেশি ভাবে সম্পন্ন হয়।

তাই শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব (Importance of Values in Education) বিভিন্ন দিক থেকে বিশেষভাবে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –

1. নৈতিক বিকাশ

মূল্যবোধের শিক্ষা শিশুর মধ্যে নৈতিকতার বিকাশ সাধনের সহায়তা করে। তাই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যথাযথ মূল্যবোধ গঠন করা গেলে তাদের নৈতিক বিকাশ সাধন সম্ভব হয়।

2. ব্যক্তিত্বের উন্নত

মূল্যবোধের শিক্ষার মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ সাধন সম্ভব হয়। অর্থাৎ ব্যক্তির নিজস্ব ব্যক্তিগত জীবনের উন্নতিতে মূল্যবোধের গুরুত্ব বর্তমান। যেমন -সততা, সত্যবাদিতা, কর্তব্য পরায়ণতা প্রকৃতি মূল্যবোধ গুলি যদি সঠিক বিকাশ না ঘটে তাহলে ব্যক্তিত্বের বিকাশ ব্যাহত হয়। তাই শিক্ষার মাধ্যমে এই সমস্ত মূল্যবোধ গুলির বিকশিত করার মধ্য দিয়ে ব্যক্তিত্বের উন্নতি সাধন সম্ভব হয়।

3. সামাজিকীকরণে সহায়তা

শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব হল এটি শিক্ষার্থীদের সামাজিকীকরণে বিশেষ ভাবে সহায়তা করে। অর্থাৎ সমাজের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য বা ব্যক্তিকে সমাজ উপযুক্ত করে গড়ে তোলার জন্য মূল্যবোধের শিক্ষা বা শিক্ষার মাধ্যমে মূল্যবোধের বিকাশ বিশেষভাবে প্রয়োজন।

তাই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজে প্রচলিত এবং সমাজ অনুমোদিত মূল্যবোধের কাঠামোটি আয়ত্ত করে থাকে। যা শিক্ষার্থীদের সার্থক সামাজিকীকরণে সাহায্য করে থাকে।

4. শৃঙ্খলা রক্ষা

মূল্যবোধের যথাযথ বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা আনয়ন করা সহজ হয়। তাই যে সমাজে সুনির্দিষ্ট কোন মূল্যবোধের কাঠামো নেই সেই সমাজের শৃঙ্খলা বিকশিত হয় না। তাই শিক্ষায় মূল্যবোধের বিকাশের মাধ্যমে সমাজে অবস্থিত ব্যক্তিবর্গের আচরণ ধারাকে নিয়ন্ত্রিত করা যায় ও সমাজে শৃঙ্খলা আনয়ন করা সম্ভব হয়।

5. অতীত ঐতিহ্যের সংরক্ষণ সঞ্চালন

সংস্কৃতি, অতীত ঐতিহ্য প্রভৃতির সমন্বয়ে শিক্ষা তথা সমাজের কাঠামো নির্ণয় হয়ে থাকে। অর্থাৎ মূল্যবোধের শিক্ষার মাধ্যমে এক প্রজন্মের জ্ঞান, অতির ঐতিহ্য এবং সংস্কৃতি বংশ পরম্পরা অন্য প্রজন্মের কাছে সঞ্চালিত হয়। ফলে সামাজিক জীবনযাত্রার মধ্যে সুস্থ মানসিকতা বিকশিত হয়।

6. সমাজ অনুমোদিত আচরণ ধারার বিকাশ

শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব হল যে এর মাধ্যমে সমাজ অনুমোদিত আচরণ ধারার বিকাশ সাধন সম্ভব হয়। প্রতিটি সমাজ বিভিন্ন নিয়ম-কানুনের দ্বারা সৃষ্ট। ব্যক্তির মধ্যে উপযুক্ত মূল্যবোধ বিকশিত না হলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই।

শিক্ষার্থীর শিক্ষাক্ষেত্রে বিভিন্ন মূল্যবোধের আহরণ করা বিশেষ প্রয়োজন। তাই সমাজের কোন আচরণটি করনীয় নয় বা করণীয় তা সবই মূল্যবোধের শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিকশিত হয়।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, শিশুর মধ্যে মূল্যবোধ বিকশিত করার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। অর্থাৎ শিক্ষার্থীরা কখনো প্রত্যক্ষভাবে বা কখনো পরোক্ষভাবে বিদ্যালয় বা শিক্ষালয় থেকে বিভিন্ন মূল্যবোধ আহরণ করে থাকে।

শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা জীবনে চলার পথে বা সমাজে স্বার্থক অভিযোজন করার ক্ষেত্রে বিভিন্ন মূল্যবোধ গুলি আয়ত্ব করতে শেখে। তাই শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব (Importance of Values in Education) আধুনিক সংকটময় সমাজে বিশেষভাবে প্রাধান্য প্রায় এ কথা নিঃসন্দেহে বলা যায়।

তথ্যসূত্র (References)

  • Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
  • V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
  • Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Internet sources

প্রশ্ন – ছাত্র জীবনে মূল্যবোধের প্রয়োজনীয়তা

উত্তর – ছাত্র জীবনে মূল্যবোধের প্রয়োজনীয়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ ছাত্র জীবনে শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে মূল্যবোধ বিকশিত না হলে পরবর্তীকালে বাস্তবে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করার ক্ষেত্রে শিশুকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই ছাত্র জীবনে সততা, সত্যবাদিতা, বন্ধুত্বপূর্ণ মনোভাব, কর্তব্য পরায়ণতা, চারিত্রিক দৃঢ়তা, সাহায্যের মনোভাব প্রভৃতি মূল্যবোধ গুলি গঠন করা একান্ত প্রয়োজন।

আরোও পড়ুন

Leave a Comment

close