আধুনিক প্রযুক্তিনির্ভর যুগের গণমাধ্যম হিসেবে সংবাদপত্র হল গণতান্ত্রিক নাগরিক সমাজের দর্পণ। আধুনিক জীবনে গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা (Role of Newspaper) একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিশেষভাবে অপরিহার্য।
অনিয়ন্ত্রিত শিক্ষার গণমাধ্যম হিসেবে সংবাদপত্র হল অন্যতম। সংবাদপত্র হল সবথেকে প্রাচীন ও গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। এখানে গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা কোন কোন দিক থেকে পরিলক্ষিত হয় তা আলোকপাত করা হল।
গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা | Role of Newspaper as Mass Media
1. সামাজিক চেতনার জাগরণ
গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা হল সামাজিক চেতনার জাগরণ করা। অর্থাৎ অন্ধবিশ্বাস, কুসংস্কার বা অন্ধ ধর্ম বিশ্বাস প্রভৃতি থেকে মানুষকে সচেতন করাই হল সংবাদপত্রের বিশেষ কাজ। তাই সামাজিক চেতনা জাগরণের মধ্য দিয়ে সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সংবাদপত্র।
2. সচেতনতা সৃষ্টি
সংবাদপত্র ব্যক্তির মধ্যে সচেতনতা সৃষ্টি করে। ফলে ব্যক্তি আত্মনির্ভর হতে পারে। অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ সাধনের মধ্য দিয়ে সচেতনতা সৃষ্টি করাই হলো গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা। তাই সামাজিক বিভিন্ন সমস্যাগুলি সম্পর্কে সচেতনতা গঠন করার ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা অনস্বীকার্য।
3. যোগাযোগ স্থাপন এবং জনমত গঠন
সংবাদপত্র বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগসূত্র স্থাপন বা যোগাযোগ স্থাপন করে। এর মাধ্যমে সহজে জনমত গঠন করা যায়। অর্থাৎ দেশের কোনো সমস্যা বা কোনো বিষয়ে দেশের জনগণের কি মতামত রয়েছে সে সম্পর্কে সংবাদপত্র জনমত গঠনে সহায়তা করে। তাই যোগাযোগ স্থাপন এবং জনমত গঠনের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা রয়েছে।
4. পরিবর্তনশীল সমাজের সঙ্গে অভিযোজন
পরিবর্তনশীল সমাজের সঙ্গে অভিযোজন এর ক্ষেত্রে সংবাদপত্র বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ দেশের বিভিন্ন স্থানের খবরা খবর বা জলবায়ু সম্পর্কিত খবর, পরিবেশ সচেতনতা প্রভৃতি সম্পর্কে জনগণকে ওয়াকিবহল করে। ফলে পরিবেশের কি পরিবর্তন সাধিত হচ্ছে তা সহজে মানুষ জানতে পারে। সুতরাং দ্রুত পরিবর্তনশীল সমাজের সঙ্গে ব্যক্তি কিভাবে অভিযোজন করবে সে সম্পর্কিত বিভিন্ন তথ্য সংবাদপত্রের মাধ্যমে জানানো সম্ভব হয়।
5. গণশিক্ষা
সংবাদপত্রের মাধ্যমে গণশিক্ষা প্রদান করা সম্ভবপর হয়। অর্থাৎ গণশিক্ষাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। এর মাধ্যমে একসঙ্গে অনেক ব্যক্তিকে শিক্ষা প্রদান করা সম্ভবপর হয়। তাই গণ শিক্ষার ক্ষেত্রে সংবাদপত্রের বিশেষ অবদান বর্তমান।
6. মানসিক বিকাশে সহায়তা
সংবাদপত্রের বিভিন্ন দেশ-বিদেশের খবর ও বিভিন্ন বিনোদনমূলক খবর ব্যক্তির মানসিক বিকাশে সহায়তা করে থাকে। তাছাড়া যে সমস্ত ব্যক্তি নিয়মিত সংবাদপত্র পড়েন তাদের চিন্তাশক্তি বিকশিত হয় ফলে তাদের মানসিক বিকাশও ত্বরান্বিত হয়।
7. ভাষা জ্ঞান বা ভাষার বিকাশসাধন
ভাষা জ্ঞান বৃদ্ধি বা ভাষার বিকাশ সাধনের ক্ষেত্রে গণশিক্ষার মাধ্যমিক হিসেবে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। নিয়মিত সংবাদপত্র পাঠ করলে ব্যক্তি বা শিক্ষার্থীরা ভাষায় পারদর্শী হয়ে উঠবে। অর্থাৎ শিক্ষার্থীদের ভাষা জ্ঞানের বিকাশ ঘটবে।
তাছাড়া, নিত্য নতুন বহু শব্দ এবং তার যথাযথ ব্যবহার সংবাদপত্রের মাধ্যমেই সম্ভব হয়। বিশেষ করে সংবাদপত্রের বিভিন্ন পাজেল থাকে যেগুলি সমাধানের মাধ্যমে শিক্ষার্থী বা ব্যক্তির ভাষা জ্ঞান বৃদ্ধি হয়।
আরোও পোস্ট পড়ুন – Click Here Now |
এগুলি ছাড়াও, গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা আরো যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল –
- ব্যক্তিকে সংস্কৃতি শিক্ষা প্রদান
- প্রাক্ষোভিক বিকাশ সাধন
- উপযুক্ত এবং গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন
- সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন
- স্বল্প খরচে সংবাদ পরিবেশন
- সদর্থক দৃষ্টিভঙ্গি গঠন প্রভৃতি।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, আধুনিক প্রযুক্তি নির্ভরযোগে বিভিন্ন প্রযুক্তির ফলে সংবাদপত্রের চাহিদা কমলেও প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি নির্ভরযোগে গণশিক্ষার মাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা বিশেষ প্রশংসার দাবি রাখে। সংবাদপত্র কেবলমাত্র সংবাদ পরিবেশন করে না পাশাপাশি সমাজের সার্বিক বিকাশ সাধনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
তথ্যসূত্র (References)
- Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
- V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
- Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
- Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
- Internet sources
প্রশ্ন – শিক্ষায় সংবাদপত্রের ভূমিকা
উত্তর – শিক্ষায় সংবাদপত্রের ভূমিকা হল – i) শিক্ষার প্রসার সাধন, ii) শিক্ষার্থীর মানসিক বিকাশে সহায়তা, iii) শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি, iv) শিক্ষার্থীদের আচরণের সংস্কার সাধন প্রভৃতি।
আরোও পড়ুন
- শিক্ষা কি | শিক্ষার 15 টি সংজ্ঞা (Concept and Best Definition of Education)
- Role of Television: গণমাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকা
- সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো | 2 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্য : Narrow Meaning of Education
- ব্যাপক অর্থে শিক্ষা কি | সংজ্ঞা ও বৈশিষ্ট্য : Broader Meaning of Education
- ডেলর কমিশনের শিক্ষার চারটি স্তম্ভ (Delors Commission in Bengali)
- শিশুকেন্দ্রিক শিক্ষা কি (Child Centered Education) : ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য