Share on WhatsApp Share on Telegram

সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ | Types of Social Groups

Join Our Channels

সামাজিক গোষ্ঠী হল কতিপয় মানুষের মধ্যে গভীর এবং পারস্পরিক সুসম্পর্ক। সমাজে সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ (Types of Social Groups) বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়।

সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ | Types of Social Groups

সাধারণভাবে যখন দুই বা ততোধিক ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক গঠন হয় এবং একে অপরের মধ্যে প্রভাব বিস্তার করে, তখন তাদেরকে সামাজিক গোষ্ঠী বলে। অর্থাৎ সামাজিক গোষ্ঠীতে বহু মানুষের পারস্পরিক মেলবন্ধন পরিলক্ষিত হয়।

সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠীর অস্তিত্ব পরিলক্ষিত হয়। সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ হিসেবে বিভিন্ন সমাজবিদ বিভিন্ন মতামত পোষণ করেন। এখানে বহুল পরিচিত সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ আলোচনা করা হল –

প্রাথমিক গোষ্ঠী (Primary Group)

সামাজিক গোষ্ঠীর মধ্যে প্রাথমিক গোষ্ঠী একটি অন্যতম গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠী হল এমন গোষ্ঠী যা অল্পসংখ্যক ব্যক্তিবর্গের পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে সংগঠিত হয়। এটি অন্তরঙ্গ সম্পর্কের গোষ্ঠী।

প্রাথমিক গোষ্ঠীকে অনেক সমাজবিদ্‌ ‘ক্ষুদ্র গোষ্ঠী’ (Small group) হিসাবে বিবেচনা করেন। এই গোষ্ঠীর সমস্থ সদস্যদের মধ্যে ‘আমরা বোধ’ (We or us felling) অনুভূতি হয়। ফলে এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে মুখোমুখি এবং ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান।

বিশিষ্ট সমাজতাত্ত্বিক কুলে (Cooley) সর্বপ্রথম তাঁর ‘Social Organization’ গ্রন্থে প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে ধারণা দেন।

–> প্রাথমিক গোষ্ঠীর সংজ্ঞা

i) প্রাথমিক গোষ্ঠীর সংজ্ঞায় অধ্যাপক জিসবার্ট (Gisbert) বলেছেন,

“The primary or face-to-face group is based on direct personal contact, in which the members deal immediately with one another.”

অর্থাৎ প্রত্যক্ষ ও মুখোমুখি ব্যক্তিগত সম্পর্কের বা যোগাযোগের ভিত্তি হল প্রাথমিক গোষ্ঠী, যেখানে সদস্যরা একে অপরের সাথে ক্রিয়া-প্রতিক্রিয়া করে।

ii) আবার, ম্যাকাইভার (Maclver) বলেছেন –

“Primary groups are the nursery of human nature.”  অর্থাৎ প্রাথমিক গোষ্ঠীগুলি মানব প্রকৃতির নার্সারি।

–> প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ

প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ হল – পরিবার (Family), খেলার সঙ্গী, প্রতিবেশী (Neighborhood) প্রভৃতি।

গৌণ গোষ্ঠী বা মাধ্যমিক গোষ্ঠী (Secondary Group)

গৌণ গোষ্ঠী বা মাধ্যমিক গোষ্ঠী আয়তনে বৃহত্তম ও নিরপেক্ষ প্রকৃতির। এই গোষ্ঠী নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে গঠিত হয়। তাই গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে দৈহিক নৈকট্য তেমনভাবে গড়ে ওঠে না।

ডেভিস, ম্যাকাইভার ও পেজ, ওগবার্ন প্রমুখ সমাজবিদ্‌ গৌণ গোষ্ঠীর ধারনাকে প্রসারিত করে।

–> গৌণ গোষ্ঠীর সংজ্ঞা

i) গৌণ গোষ্ঠী সম্পর্কে অধ্যাপক কুলে (Cooley) বলেছেন –

“Secondary groups are those in which primary and  semi-primary characteristics are absent.” অর্থাৎ যে গোষ্ঠীতে প্রাথমিক এবং অর্ধ-প্রাথমিক বৈশিষ্ট্যগুলি অনুপস্থিত, তাকে গৌণ গোষ্ঠী বলে।

ii) অধ্যাপক ম্যাকাইভার ও পেজ (Maclver and Page) বলেছেন –

গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে যে বিভাজন পরিলক্ষিত হয়, তা হল শ্রেণীগত বিভাজন (Class division)।

iii) অধ্যাপক ডেভিস (Kingsley Devis) বলেছেন –

“Secondary groups can be roughly defined as the opposite of everything already said about primary group.” অর্থাৎ গৌণ গোষ্ঠি হল প্রাথমিক গোষ্ঠীর সম্পূর্ণ বিপরীতধর্মী অবস্থা।

–> গৌণ গোষ্ঠীর উদাহরণ

গৌণ গোষ্ঠীর উদাহরণ হল –

  • শিক্ষক ও ছাত্র (A teacher and students relation),
  • ক্রেতা ও বিক্রেতা (A shopkeeper and customer relation),
  • ডাক্তার ও রোগী (A doctor and patient relation),

তাৎক্ষণিক গোষ্ঠী (Tertiary Group)

এই প্রকার গোষ্ঠী স্বল্প সময়ের জন্য ও সাধারণ কোনো উদ্দেশ্য পূরণের জন্য গড়ে ওঠে। অর্থাৎ যে গোষ্ঠী তাৎক্ষণিক সময়ের জন্য গড়ে ওঠে এবং বিশেষ কিছু উদ্দেশ্য পূরণ করে তাকে তাৎক্ষণিক গোষ্ঠী বলে।

তাৎক্ষণিক গোষ্ঠীর যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেগুলি হল –

i) তাৎক্ষণিক গোষ্ঠীর স্থায়িত্বকাল স্বল্পস্থায়ী বা অল্প সময়ের জন্য এই গোষ্ঠী গড়ে ওঠে।

ii) তাৎক্ষণিক গোষ্ঠীতে দৈহিক নৈকট্যতা সাময়িক।

iii) এই গোষ্ঠীর আকার-আয়তন তুলনামূলকভাবে ক্ষুদ্র প্রকৃতির।

iv) তাৎক্ষণিক গোষ্ঠীর সদস্যপদ ঐচ্ছিক ও অনৈচ্ছিক প্রকৃতির।

–> তাৎক্ষণিক গোষ্ঠীর উদাহরণ

তাৎক্ষনিক গোষ্ঠীর অন্যতম উদাহরণ হল –

জনসমাগম বা জনসভা, বাস, ট্রেন বা ট্রামের যাত্রী, যাত্রার শ্রোতা বা দর্শক মন্ডলী, বিপদ বা অ্যাক্সিডেন্টের জায়গা ইত্যাদি।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, সমাজে উদ্দেশ্যের ভিন্নতা অনুযায়ী বিভিন্ন গোষ্ঠীর সৃষ্টি হয়। অর্থাৎ সামাজিক চাহিদা, দৃষ্টিভঙ্গি বা অন্যান্য বিভিন্ন কারণে মানুষের সমাজে মেলবন্ধন সৃষ্টি হয় এবং তা থেকে বিভিন্ন গোষ্ঠীর জন্ম নেয়।

প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্যসামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকাশিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা

তথ্যসূত্র (Reference)

  • Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
  • Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
  • Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
  • Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
    Publications
  • Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,
  • Types of Social Groups

প্রশ্ন – সামাজিক গোষ্ঠী কত প্রকার?

উত্তর – সামাজিক কাঠামো অনুযায়ী বিভিন্ন সমাজে বিভিন্ন প্রকার গোষ্ঠী দেখা দেয়। অধ্যাপক কুলে (C. H. Cooley) -এর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সামাজিক গোষ্ঠী দুই প্রকার। যথা – প্রাথমিক গোষ্ঠী (Primary Group) ও মাধ্যমিক বা গৌণ গোষ্ঠী (Secondary Group)।

প্রশ্ন – সামাজিক দল কত প্রকার?

উত্তর – সামাজিক দল বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যথা – প্রাথমিক সামাজিক দল, মাধ্যমিক সামাজিক দল ও তাৎক্ষণিক সামাজিক দল প্রভৃতি।

আরোও পড়ুন

সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ | Types of Social Groups সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Rate this post

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

A dedicated educator with 10+ years of teaching experience

He is also an active contributor on Quora, where he shares expert insights on education and social issues.

Leave a Comment

close