প্রাচীনকাল থেকে সমাজে সামাজিক স্তরবিন্যাসের ধারা প্রবাহমান। আর এই সামাজিক স্তরবিন্যাসের উপাদান (Elements of Social Stratification) বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে।
প্রতিটি সমাজের স্তরবিন্যাস বা সামাজিক স্তরবিন্যাস বিশেষভাবে পরিলক্ষিত হয়। সামাজিক স্তরবিন্যাসের ফলে বিভিন্ন সুযোগ-সুবিধা, অধিকার, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি প্রকৃতি বিষয়ক পার্থক্য দেখা দেয়। ভারতবর্ষের সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে জাতি ব্যবস্থা একটি অন্যতম দিক। ।
সামাজিক স্তরবিন্যাসের উপাদান | Elements of Social Stratification
সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্পর্ক থাকলেও তাদের মধ্যে অর্থনৈতিক, ক্ষমতা, ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি প্রভৃতি দিক থেকে বৈষম্য বা পার্থক্য লক্ষ্য করা যায়, আর এই পার্থক্যকে বলে ‘সামাজিক স্তরবিন্যাস’। এক্ষেত্রে সমাজে পদমর্যাদা অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করা হয়।
সামাজিক স্তরবিন্যাসের উপাদান বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়ে থাকে। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাসের যে সমস্ত উপাদান সামাজিক স্তরবিন্যাস কে প্রভাবিত করে, সেগুলি হল নিম্নলিখিত –
1. পেশাগত উপাদান
সামাজিক স্তরবিন্যাসের অন্যতম উপাদান হল পেশাগত উপাদান। প্রাচীনকালের সমাজে মানুষের বৃত্তির উপর বা পেশার উপর ভিত্তি করে স্তরবিন্যাস করা হতো। তাই পেশাগত দিক সমাজে মানুষের সামাজিক পরিচয় বহন করে থাকে।
2. সম্পদ্গত উপাদান
সম্পদগত উপাদান সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলে। অর্থাৎ সম্পদ্গত দিক থেকে সামাজিক স্তরবিন্যাস পরিলক্ষিত হয়। যেমন – উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দরিদ্র শ্রেণী প্রভৃতি।
তাই যার কাছে যত সম্পদ থাকে সেই ব্যক্তি সামাজিক স্তরবিন্যাসের বা সামাজিক সিঁড়ির সবথেকে উপরে সারিতে থাকে এবং যার কাছে কোনো সম্পদ থাকে না সেই ব্যক্তি সব থেকে নিচের শ্রেণীতে বা সারিতে থাকে।
3. পারিবারিক উপাদান
পারিবারিক উপাদান সামাজিক স্তরবিন্যাসের একটি অন্যতম উপাদান। অর্থাৎ বংশ পরম্পরায় পারিবারিকভাবে ব্যক্তি সামাজিক সিঁড়ির বা সামাজিক স্তরবিন্যাসের কোনো একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে। তাই পারিবারিক ঐতিহ্য, সংস্কৃতি অনুযায়ী ব্যক্তির পদমর্যাদা নির্ণয় হয়ে থাকে।
4. বৈবাহিক অবস্থান
বৈবাহিক অবস্থান সামাজিক স্তরবিন্যাসের উপাদান গুলির মধ্যে অন্যতম। অর্থাৎ সম বর্ণে বিবাহ সামাজিকভাবে মর্যাদা পায় আবার অসম বর্ণে বিবাহ সামাজিক মর্যাদা লাভ করতে পারে না। ফলে ব্যক্তির বৈবাহিক অবস্থান সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে।
5. ধর্মগত অবস্থান
পৃথিবীর বিভিন্ন দেশে ধর্ম একটি আবশ্যিক বিষয়। ধর্মবিশ্বাসের উপর ভিত্তি করে ব্যক্তির সামাজিক অবস্থান নির্ণয় হয়ে থাকে। অর্থাৎ ধর্মীয় দিক থেকে সামাজিক স্তরবিন্যাস গঠন হয়ে থাকে। যেমন – প্রাচীনকালে ভারতবর্ষে ব্রাহ্মণ শ্রেণী বা সম্প্রদায় সমাজের সর্বশ্রেষ্ঠ হিসেবে মর্যাদা পেত।
6. জাতিগত বিষয়
জাতিগত বিষয় বা জাতিভেদ প্রথার মাধ্যমে ভারতবর্ষের সহ পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক স্তরবিন্যাসের প্রবণতা পরিলক্ষিত হয়। এক্ষেত্রে ভারতবর্ষে প্রাচীনকালে সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শুদ্র এই চারটি জাতিভেদ প্রথার মাধ্যমে সামাজিক স্তরবিন্যাস পরিলক্ষিত হতো। তাই সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে অন্যতম উপাদান হল জাতি গত বিষয়।
7. শিক্ষার স্তর
শিক্ষার স্তর সামাজিক স্তরবিন্যাসের উপাদান গুলির মধ্যে অন্যতম। যে সমাজে যত শিক্ষিত সেই সমাজের স্তরবিন্যাস শিক্ষা স্তর অনুযায়ী সূচিত হয়। অর্থাৎ শিক্ষিত ও নিরক্ষর হিসেবে সামাজিক স্তরবিন্যাস অনেক সমাজের পরিলক্ষিত হয়।
8. রাজনৈতিক দিক
রাজনৈতিক দিক সামাজিক স্তরবিন্যাসের উপাদান হিসেবে পরিগণিত হয়। অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা অনুযায়ী সমাজের সামাজিক স্তরবিন্যাস পরিলক্ষিত হয়।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে উপরে আলোচিত উপাদান গুলি বিশেষভাবে বিস্তার করে থাকে। প্রতিটি সমাজে অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, ক্ষমতা গত প্রভৃতি দিক থেকে স্তর বিভাজন পরিলক্ষিত হয়। তাই স্তর বিভাজন প্রতিটি সমাজের একটি আবশ্যিক বিষয়। যা সম্পূর্ণভাবে মানুষের দ্বারা সৃষ্ট। তাই সামাজিক স্তর বিভাজন বাস স্তরবিন্যাস সুসংগঠিত সমাজ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়।
প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্য | সামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ |
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা | শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা |
তথ্যসূত্র (Reference)
- Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
- Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
- Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
- Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
Publications - Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,
প্রশ্ন – সামাজিক স্তরবিন্যাসের গুরুত্ব?
উত্তর – সামাজিক স্তর বিন্যাস সুসংগঠিত সমাজ ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য। পৃথিবীর প্রতিটি সমাজে উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত সামাজিক স্তরবিন্যাস পরিলক্ষিত হয়। তাই সমাজ গঠনের ক্ষেত্রে সামাজিক স্তরবিন্যাসের গুরুত্ব অনস্বীকার্য।
আরোও পড়ুন
- যোগাযোগ কাকে বলে | যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্য | What is Definition of Communication
- যোগাযোগ প্রক্রিয়ার উপাদান | 8 Essential Components of Communication
- শিক্ষার সমাজতত্ত্বের পরিধি | Scope of Sociology of Education
- সামাজিক স্তরবিন্যাস কি | সামাজিক স্তরবিন্যাসের ধরন | Types of Social Stratification
- Social Mobility: সামাজিক সচলতা কাকে বলে | সামাজিক সচলতার বৈশিষ্ট্য
- Types of Social Mobility: সামাজিক সচলতার প্রকারভেদ