মুক্ত শিক্ষার সুবিধা ও অসুবিধা (10 Advantages and Disadvantages of Open Education)

প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার মধ্যে বিভিন্ন শিক্ষাব্যবস্থা পরিলক্ষিত হয়। তাদের মধ্যে অন্যতম হল মুক্ত শিক্ষা (Open Education)। মুক্ত শিক্ষা হল এমন শিক্ষা যেখানে শিক্ষার্থীরা যে কোনো বয়সে বা যে কোনো সময়ে শিক্ষা গ্রহণ করতে পারে।

সমাজে প্রচলিত বিভিন্ন শিক্ষার মধ্যে প্রথা বহির্ভূত শিক্ষা বিশেষ স্থান অধিকার করে। কারণ শিক্ষার্থীরা যখন শিক্ষার পরিবেশ পায় না বা বিভিন্ন কারণে পড়াশোনা ছেড়ে দিয়ে আবার পড়াশোনা করতে চায় সেক্ষেত্রে তাদের একমাত্র শিক্ষার বা জ্ঞানার্জনের মাধ্যম হল প্রথা বহির্ভূত শিক্ষা। এই প্রথা বহির্ভূত শিক্ষা বিভিন্ন ভাবে সম্পন্ন হয়। যেমন দূর শিক্ষা, মুক্ত শিক্ষা প্রভৃতি। এখানে মুক্ত শিক্ষা কি? মুক্ত শিক্ষার (Open Education) সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা করা হল।

মুক্ত শিক্ষা (Open Education)

যে শিক্ষা ব্যবস্থায় কোন নির্দিষ্ট বা সুনির্দিষ্ট নিয়ম-কানুন থাকে না, নির্দিষ্ট বয়স থাকে না বা যেকোনো বয়সের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে পারে এবং যে শিক্ষায় সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে স্বল্প ব্যয়ে শিক্ষাপ্রদান সম্ভবপর হয়, তাকে মুক্ত শিক্ষা বলে।

স্বাধীনতার পর ভারতবর্ষে শিক্ষার প্রচার ও প্রসারের জন্য রাধাকৃষ্ণন কমিশন (১৯৪৮-৪৯), রামমূর্তি কমিশন (১৯৯২) শিক্ষাকে সার্বজনীন ও গণতান্ত্রিক করার জন্য মুক্ত শিক্ষার সুপারিশ করেছিলেন।

কয়েকটি মুক্ত শিক্ষার প্রতিষ্ঠান হল – রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয় (পশ্চিমবঙ্গ), দিল্লির জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় প্রভৃতি।

মুক্ত শিক্ষার সুবিধা (Advantages of Open Education)

মুক্ত শিক্ষাকে (Open Education) বিশ্লেষণ করলে এর যে সমস্ত সুবিধা বর্তমান সেগুলি হল –

1. স্বাধীন প্রকৃতির শিক্ষাব্যবস্থা

মুক্ত শিক্ষার অন্যতম সুবিধা হল এটি স্বাধীন প্রকৃতির শিক্ষা ব্যবস্থা। কারণ এই শিক্ষা ব্যবস্থার কোন বাধা ধরা নিয়ম-শৃঙ্খলা থাকে না। তাই শিক্ষার্থীরা স্বাধীনভাবে জ্ঞান অর্জনের সুযোগ পেয়ে থাকে।

2. নমনীয় প্রকৃতির

অন্যান্য শিক্ষা ব্যবস্থার তুলনায় মুক্ত শিক্ষা ব্যবস্থা অধিক নমনীয় প্রকৃতি। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থায় কোনো কঠোর নিয়ম নীতি থাকে না। তাই নিয়ম নীতির দিক থেকে মুক্ত শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণভাবে নমনীয় প্রকৃতির হয়ে থাকে।

3. বয়সসীমা নেই

মুক্ত শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট বয়সসীমা থাকে না। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থায় বয়সসীমা নির্দিষ্ট করা থাকে না। তাই যেকোনো বয়সের শিক্ষার্থীরা এই শিক্ষার মাধ্যমে সহজে শিক্ষা গ্রহণ বা ডিগ্রী অর্জন করতে পারে।

4. আর্থিক ব্যয় বা কম খরচের শিক্ষা

মুক্ত শিক্ষা ব্যবস্থায় তুলনামূলকভাবে আর্থিক ব্যয় কম হয়। অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষার তুলনায় মুক্ত শিক্ষা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষভাবে সহায়তা করে।

5. কর্মরত শিক্ষার্থীদের সহায়তা

মুক্ত শিক্ষা ব্যবস্থা অন্যতম সুবিধা হল এটি কর্মরত শিক্ষার্থীদের বা ব্যক্তিদেরকে শিক্ষা গ্রহণ করতে বিশেষভাবে সাহায্য করে। কারণ এখানে নিয়ম নীতি বা নিয়ম কানুন গুলি নমনীয় প্রকৃতির হয়ে থাকে।

6. বিদ্যালয় ছুট শিক্ষার্থীদের সহায়তা

যে সমস্ত শিক্ষার্থীরা প্রথাগত বা গতানুগতিক শিক্ষার আলো থেকে বঞ্চিত বা মাঝ পথে পড়াশোনা ছেড়ে দিয়ে পুনরায় আবার পড়াশোনা করতে চায় তাদের ক্ষেত্রে মুক্ত শিক্ষা ব্যবস্থা বিশেষ সহায়তা করে। তাই বিদ্যালয়ের ছুট শিক্ষার্থীদের শিক্ষাদানের যথাযথ ব্যবস্থা মুক্ত শিক্ষার মাধ্যমে সুসম্পন্ন হয়ে থাকে।

7. প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রদান

সমাজের বৃহত্তর শিক্ষার্থীদের মধ্যে একটি অংশ থাকে প্রতিবন্ধী শিশু। প্রতিবন্ধকতার কারণে এই সমস্ত শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয়। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা শিক্ষা অর্জন বা শিক্ষা গ্রহণ করতে সমর্থ হয় না। কিন্তু মুক্ত শিক্ষা প্রতিবন্ধী শিশুদের যথাযথ শিক্ষাদানের ব্যবস্থা করে। এদিক থেকে এই শিক্ষা ব্যবস্থা সমাজের প্রতিবন্ধী শিশুদের কাছে বিশেষ সুবিধা জনক।

8. গৃহনির্ভর শিক্ষা

মুক্ত শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট কোন বিদ্যালয় বা শিক্ষালয় থাকে না। কোন কোর্সে বা শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা বাড়িতে থেকে পড়াশোনা করতে পারে। তাই এই শিক্ষার প্রধান সুবিধা হল এটি গৃহনির্ভর শিক্ষা ব্যবস্থা।

9. জীবনব্যাপী শিক্ষা

মুক্ত শিক্ষা সারা জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষার মত এই শিক্ষান নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তাই জীবনব্যাপী শিক্ষার সুবিধা থাকার ফলে এই শিক্ষা ব্যবস্থা সকলের কাছে অধিক গ্রহণযোগ্য হয়ে ওঠে।

10. সার্বিক সমাজকল্যাণ সাধন

মুক্ত শিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হল সার্বিক সমাজ কল্যাণ সাধন করা। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয় তাদেরকে এই শিক্ষা পুনরায় শিক্ষার আলোতে ফিরিয়ে নিয়ে আসে ও যথাযথ জ্ঞানার্জনে বিশেষভাবে সহায়তা করে। তাই সার্বিক সমাজ কল্যাণ সাধন এই শিক্ষার অন্যতম সুবিধা।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

মুক্ত শিক্ষার অসুবিধা (Disadvantages of Open Education)

মুক্ত শিক্ষা (Open Education) সার্বজনীন হলেও এই শিক্ষার সমস্ত অসুবিধা পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –

1. শিক্ষক শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্কে অভাব

মুক্ত শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট কোন শিক্ষক থাকেন না। অর্থাৎ এই শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক বা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার অভাব পরিলক্ষিত হয়। সুতরাং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রত্যক্ষ সম্পর্কের অভাব মুক্ত শিক্ষা ব্যবস্থার প্রধান অসুবিধা।

2. প্রতিক্রিয়া বা ফিডব্যাক এর অভাব

যেহেতু মুক্ত শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা থাকে না। ফলে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বা ফিডব্যাক এর অভাব পরিলক্ষিত হয়। ফলের শিক্ষার্থীদের কোন জায়গায় সমস্যা রয়েছে সেগুলি জানানো সম্ভবপর হয় না। তাই প্রতিক্রিয়া বা উপযুক্ত ফিডব্যাক এর অভাব মুক্ত শিক্ষা ব্যবস্থার প্রধান অসুবিধা।

3. সময় সাপেক্ষ প্রক্রিয়া

,মুক্ত শিক্ষা ব্যবস্থা অনেক সময় বিভিন্ন কারণে সময় সাপেক্ষ হয়ে থাকে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগের ক্ষেত্রে সমস্যার ফলে এটি অনেক সময় সময় সাপেক্ষ হয়ে ওঠে। তাই মুক্ত শিক্ষা সাপেক্ষ প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীদের কাছে অনেক সময় অসুবিধা যেন হয়ে ওঠে।

4. প্রযুক্তিগত অসুবিধা

মুক্ত শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির উপর অনেকাংশে নির্ভর হয়ে থাকে। অর্থাৎ মুক্ত শিক্ষা (Open Education) ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর। প্রযুক্তির বিভিন্ন অসুবিধা ফলে বা সমস্যার ফলে এই শিক্ষার বাস্তবায়ন অনেক সময় ধীরগতিতে সম্পন্ন হয়। তাই প্রযুক্তিগত অসুবিধা এই শিক্ষাকে বাধা দান করতে পারে।

সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা, 2 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্যব্যাপক অর্থে শিক্ষার ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য
ভাববাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাবপ্রয়োগবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব
বাস্তববাদ বা বস্তুবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব প্রকৃতিবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব
শিশুকেন্দ্রিক শিক্ষা : ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্যডেলর কমিশনের আধুনিক শিক্ষার চারটি স্তম্ভ

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, মুক্ত শিক্ষা হল প্রথা বহির্ভূত শিক্ষার অন্তর্গত এমন শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে সমাজের সকল শ্রেণীর মানুষের শিক্ষার চাহিদা পূরণ করা সম্ভবপর হয় ফলে জাতীয় সংহতি সুষ্ঠুভাবে বজায় রাখা ও সম্ভবপর হয়। তাই আধুনিক ব্যস্ত ও প্রযুক্তি নির্ভর সমাজে প্রথা বহির্ভূত শিক্ষার ব্যবস্থার প্রধান দিক হিসাবে মুক্ত শিক্ষা (Open Education) বিশেষ স্থান অধিকার করে রয়েছে।

তথ্যসূত্র (References)

  • V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
  • Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Internet sources

প্রশ্ন – মুক্ত শিক্ষার উদাহরণ দাও।

উত্তর – মুক্ত শিক্ষার উদাহরণ হল – দিল্লির জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, নেতাজী মুক্ত বিশ্ববিদ্যালয় (পশ্চিমবঙ্গ) প্রভৃতি।

প্রশ্ন – মুক্ত শিক্ষা কাক বোলে

উত্তর – যে শিক্ষার নির্দিষ্ট নিয়ম কানুন বা নির্দিষ্ট সময়সীমা থাকে না ও সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে শিক্ষা প্রদান করা সম্ভবপর হয় তাকে মুক্ত শিক্ষা বোলে।

আরোও পড়ুন

Leave a Comment

close